সুপ্রিয় পাঠক বন্ধুরা, আজকের অনুবাদ বিষয় নিয়ে তৈরি করা পোস্টটি থেকে জানতে পারবেন Where are you located বাংলা অর্থ কি? তাই আপনারা যদি এই ইংরেজি বাক্যের অর্থ জানতে চান এবং বুঝতে চান তাহলে থাকুন।
মূলত বর্তমান সময়ের অধিকাংশ মানুষ বিভিন্ন কারণে নিজেদের সময় অপচয় করছে এবং জ্ঞানমূলক বিষয় থেকে পিছিয়ে রয়েছে। আর তাদেরকে জ্ঞান মূলক বিষয়ে পুনরায় ধাবিত করার জন্য আজকের এই পোস্টটি একটু হলেও সাহায্যপূর্ণ হবে।

Where are you located বাংলা অর্থ কি: Where are you located বাংলা অর্থ হলো তুমি কোথায় অবস্থিত বা তুমি কোথায় আছো। আর মূলত এই শব্দটিতে বাক্যটিতে ব্যবহৃত located শব্দটি ধারা মূলত বিশেষভাবে অবস্থান শব্দটি চিহ্নিত।
বর্তমান সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা হিসেবে অনলাইন পদ্ধতি ব্যবহার করেছি এবং এটি সুবিধা জনক।
মূলত এই ইন্টারনেটের যুগে আমরা যোগাযোগ করার সময় যখন অডিও কলে কথা বলে তখন এই বাক্যটি ব্যবহার হয়।
Where are you located শব্দটি কোথায় ব্যবহার হয়?
মূলত এখনো যে সকল জ্ঞানাহরী ভাই ও বোনেরা Where are you located শব্দটি কোথায় ব্যবহার হয় তা বুঝতে পারেননি? মূলত তাদের মধ্যে বোঝা শোনার ক্ষমতা একটু কম রয়েছে তাই আজকে আমরা এই পোস্টটিতে এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট করব।
Where are you located হচ্ছে একটি ইংরেজি বাক্য এবং এই বাক্যের বাংলা অনুবাদ হচ্ছে তুমি কোথায় রয়েছো।
অথবা এটির আরো একটি অর্থ হতে পারে সেটি হলো যে তোমার অবস্থান কোথায় বা তুমি বর্তমানে কোথায় অবস্থান করছ।
মূলত যোগাযোগের সময় অন্য একজন লোক কোথায় উপস্থিত রয়েছে তার সঠিক উত্তর জানার জন্য এই বাক্যটি ব্যবহার হয়। অর্থাৎ এটির দ্বারা কোন একটি ব্যক্তির সঠিক অবস্থান সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়।
আরও পড়ুন: what are you doing বাংলা অর্থ কি?