NID Wallet কি: NID Wallet হচ্ছে একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে অনলাইন NID কপি ডাউনলোড করা যায়। মূলত নাগরিকদের জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার ক্ষেত্রে এই অ্যাপটি ডেভেলপ করা হয়েছে।
NID Wallet এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে-স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। আর সম্প্রতি ২০২১ সালে এই অ্যাপ্লিকেশনটি একটি নতুন আপডেট নিয়ে এসেছে। যে আপডেট ভোটারের ফেস স্ক্যান এবং QR কোড স্ক্যান এর মাধ্যমে যাচাই প্রক্রিয়া করা হয়।
এই নতুন আপডেটের পর অনেকেই ভোটার আইডি কার্ড অনলাইনে ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে। যেহেতু আমরা NID Wallet সম্পর্কে ধারণা অর্জন করেছি তাই এখন আমাদের জানতে হবে কিভাবে NID ডাউনলোড করব এখান থেকে।
NID Wallet ব্যবহার করার নিয়ম
আপনি NID Wallet এই অ্যাপটি ব্যবহার করতেও চাইলে অবশ্যই আপনাকে প্রথমে Play store থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। শুধুমাত্র অ্যাপটি ডাউনলোড করলেই হবে না বরং আরো কিছু প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে। NID Wallet অ্যাপ ডাউনলোড লিংকটিতে প্রবেশ করুন।
NID Wallet দিয়ে ফেইস ভেরিফিকেশন করার নিয়ম
NID Wallet দিয়ে ফেইস ভেরিফিকেশন করার জন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে কোন অসুবিধা নেই আমি এটি সম্পর্কেও নিচে আলোচনা করব।
জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করার পর একটি QR কোড আপনাকে প্রদান করা হবে। এবং এই QR কোডটি আপনাকে প্রথমে NID Wallet অ্যাপে স্ক্যান করে নিতে হবে। QR কোড স্ক্যান করার পর আপনাকে ফেস স্ক্যান করার অনুমতি দেওয়া হলে ফেস স্কিন করতে পারেন।
জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার নিয়ম
প্রথমে আপনাকে এখানে দেওয়ার লিংকটিতে ক্লিক করে ওয়েবসাইটটিতে প্রবেশ সম্পন্ন করতে হবে। এরপর “রেজিস্ট্রেশন করুন” এই রকম একটি বার্তা আপনি প্রথমে লক্ষ্য করতে পারবেন।
সেই বাটনে ক্লিক করে আপনার পার্সোনাল ইনফরমেশন যা যা চাইবে তা ধীরে ধীরে পূর্ণ করুন।
সর্বশেষে সকল তথ্য পূর্ণ করার মাধ্যমে আপনাকে মোবাইল ভেরিফিকেশন করতে বলা হবে।
মোবাইল ভেরিফিকেশন করার সময় শুধুমাত্র আপনার নাম্বার দিয়ে একটি কোড ভেরিফিকেশন করলেই হয়ে যাবে।
আর কট ভেরিফিকেশন করার সাথে সাথে আপনার সেই ওয়েবসাইটে একটি QR কোড প্রদর্শিত হবে।

এবং এরপর আপনাকে আপনার NID Wallet অ্যাপটি ওপেন করতে হবে এবং ওয়েবসাইট থেকে পাওয়া QR কোড স্ক্রিন করে নিতে হবে।
NID Wallet App ডাউনলোড করার নিয়ম
NID Wallet App ডাউনলোড করার জন্য আপনি আমাদের দেওয়া এই লিংকটিতে ক্লিক করুন।
এই লিংকটিতে ক্লিক করার মাধ্যমে আপনাকে প্লে-স্টোরে নিয়ে যাওয়া হবে এবং অফিসিয়াল অ্যাপটির কাছে প্রবেশ করানো হবে।
এবং এখান থেকে আপনি আপনার অ্যাপটি ডাউনলোড করতে পারেন, যা সকলেই পারেন ডাউনলোড করতে।
QR Code স্কেন করার নিয়ম
জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইটের রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনাকে একটি QR কোড প্রদান করা হবে।
এবং আপনাকে এরপর NID Wallet Appটি ওপেন করে নিতে হবে।
এরপর আপনাকে QR Code স্ক্যান করার একটি পেজে ওপেন করে দেওয়া হবে।

এই পেজটির মাধ্যমে আপনি ক্যামেরা অন করে নিবেন এবং তারপর ওয়েবসাইট থেকে পাওয়া QR Code এ জুম করবেন।
আর এইভাবে আপনার QR Code স্ক্যান করা সম্পন্ন হয়ে যাবে।
ফেস স্ক্যান করার নিয়ম
QR Code স্ক্যান সম্পন্ন করার পর আপনাকে পরবর্তী ধাপ হয়ে সিস্টেম করার জন্য নিয়ে যাওয়া হবে। স্ক্যান করার জন্য আপনাকে একটি নতুন পৃষ্ঠা প্রদান করা হবে।
ফেস ভেরিফিকেশন করার পূর্বে অবশ্যই মনে রাখবেন যেন আপনার মুখে অতিরিক্ত কোন কিছু না থাকে যেমন চশমা।

এই ধাপে প্রথমে আপনি আপনার ক্যামেরা অন করার পারমিশনটি ভালো করে দিবেন। তারপর আপনার মুখ মণ্ডল ক্যামেরার কাছাকাছি নিয়ে আসবেন এবং সমান্তরালে রাখবেন।
এরপর ডান এবং বাম উভয় পাশে মুখ-মন্ডল ঘুরিয়ে ভেরিফিকেশন করে নিবেন।
এই সব কিছু ভেরিফিকেশন করা হলে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করার মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হবে।
আর এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে আপনি NID Wallet অ্যাপটির সম্পূর্ণরূপে ব্যবহার করা শিখে যাবেন।
ধন্যবাদ NID Wallet কি এবং এটি ব্যবহার করার নিয়ম সম্পর্কে তৈরি করা এই পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য।
আরও পড়ুন: জাতীয় পরিচয় পত্র চেক।