Naproxen plus 500+20 এর কাজ কি | পার্শ্বপ্রতিক্রিয়া, খাওয়ার নিয়ম ও মূল্য

মূলত আজকের পোস্টে আমরা সম্পূর্ণরূপে Naproxen plus 500+20 এর কাজ কি এই বিষয়টির উপর তৈরি করতে যাচ্ছি। শুধুমাত্র এই একটি বিষয়ের উপর নয় বরং সেই সাথে এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, খাওয়ার নিয়ম এবং মূল্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

তাই আপনারা যদি এই ঔষধটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ুন। কেননা আপনি আমাদের এই পোস্টটি পড়ার মাধ্যমে ঔষধ এটা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান খুব সহজে এবং সহজ ভাষায় বুঝতে পারবেন।

Naproxen plus 500+20 এর কাজ কি
Naproxen plus 500+20 এর কাজ কি?

Naproxen plus 500+20 এর প্রধান কাজ হলো শারীরিক যেকোনো ধরনের ব্যথা দূর করে দেওয়া। Naproxen plus 500+20 এই ট্যাবলেটটি মাইগ্রেন, গাউট, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, টেন্ডনের প্রদাহ, ডিসমেনোরিয়া বা মাসিকের সময় ব্যথা, বার্সাইটিস, প্রদাহজনিত ব্যথাসহ আরো বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কার্যকর।

তাহলে এই পোস্টে থেকে এটি স্পষ্টভাবে বোঝা গেল যে অবশ্যই Naproxen plus 500+20 ট্যাবলেট একটি কার্যকর ঔষধ।

কেননা এ ঔষধটি শারীরিক যেকোন ধরনের ব্যথা দূর করতে অনেক বেশি কার্যকর এবং ব্যথা দূর করার জন্যই ব্যবহার করা হয়।

Naproxen plus 500+20 ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া

নিচে Naproxen plus 500+20 ট্যাবলেট গ্রহণের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ হলো:

  • গ্যাস্ট্রাইটিস জনিত সমস্যা প্রতিফলিত হতে পারে,
  • পাতলা পায়খানা জনিত উপসর্গ দেখা দিতে পারে,
  • গ্যাস্ট্রিক আলসার জনিত উপসর্গ দেখা দিতে পারে,
  • মাঝে মাঝে পেটের উপরে অংশে ব্যথা দেখা দিতে পারে,
  • এবং বমি বমি ভাব দেখা দিতে পারে ইত্যাদি।

Naproxen plus 500+20 ট্যাবলেট খাওয়ার নিয়ম

Naproxen plus 500+20 ট্যাবলেট খাওয়ার নিয়ম বলতে শুধুমাত্র এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত। আর এজন্যই এই ঔষধটি আমি একটি খাবার নিয়ম বলে দিব এবং এই নিয়ম অনুযায়ী প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক এই ঔষধিটির সঠিকভাবে খেতে পারবেন।

মেয়েদের ক্ষেত্রে ১২ বছরের উপরে এবং ছেলেদের ক্ষেত্রে ১৩ বছরের উপর হলে এই ঔষধটি খাওয়া সম্ভব হবে।

Naproxen plus 500+20 ট্যাবলেট এ প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে দুইবার এবং খাওয়ার খাওয়ার 30 মিনিট পূর্বে খেয়ে নিতে হবে।

তবে গর্ভাবস্থায় চলাকালীন মহিলাদেরকে অবশ্যই এই ওষুধটি না খাওয়াই অনেক বেশি উত্তম বা ভালো হবে।

Naproxen plus 500+20 ট্যাবলেট এর মূল্য

Naproxen plus 500+20 ট্যাবলেটের প্রতি পিস এর বাজার মূল্য হচ্ছে ১০ টাকা এবং দশ টাকার সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য। অর্থাৎ আপনি এই ঔষধের সর্বোচ্চ ১০ টাকায় কিনতে পারবেন কেননা এর সর্বোচ্চ বিক্রয় মূল্যই হচ্ছে ১০ টাকা করে প্রতি পিস।

আবার সেই সাথে Naproxen plus 500+20 ট্যাবলেটের প্রতি পাতার খুচরা বাজারজাত মূল্য হচ্ছে ১০০ টাকা।

আর এই ঔষধের একটি পাতা সর্বোচ্চ খুচরা মূল্যের দাম 100 টাকা অর্থাৎ পরিচিত দোকানে ১০০ টাকার নিচেও ঔষধটি পেতে পারেন।

আরও পড়ুন: নরিয়াম ট্যাবলেট এর কাজ কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top