আজকের এই পোস্টটিতে আমরা Monas 10 এর কাজ কি এবং এই ঔষধ এর পার্শ্বপ্রতিক্রিয়া ও খাওয়ার নিয়ম নিয়ে জানব। তাই আপনি যদি এই ওষুধটি গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই এটির কাজ সম্পর্কে আপনার জানা প্রয়োজন হবে।
মূলত বেশ কয়েকটি রোগের চিকিৎসা ও রোগ নিরাময়ের জন্য Monas 10 এই ট্যাবলেটটি সরবরাহ করা হয়। তবে বেশিরভাগ সময় Monas 10 ঔষধ একটি যে বিষয়ের উপর বেশি প্রভাবে করতে দেখা যায় সেগুলো হলো অত্যাধিক কাশি অথবা হাঁপানি।
Monas 10 এর কাজ কি:
- হাঁপানি রোগ নিরাময়ে কাজ করে,
- অত্যধিক কাশি বন্ধ করে,
- শ্বাসকষ্ট নিরাময়ে কাজ করে,
- অ্যালার্জি রাইনাইটিস রোগ নিরাময় করে,
- নাকের প্রদাহ জনিত সমস্যা ঠিক করে, ইত্যাদি।
মূলত এগুলো ছিল Monas 10 এই ঔষধ এর কাজ, তবে Monas 10 এই ঔষধ এ ব্যাপকভাবে হাঁপানি নিরাময় কাজ করে। মূলত আমরা যেটিকে সর্বদা এজমা রোগ হিসেবে চিনি সেটি হচ্ছে মূলত হাঁপানি, বাংলায় এই রোগটিকে হাঁপানি বলা হয়।
Monas 10 পার্শ্বপ্রতিক্রিয়া
মূলত Monas 10 হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ঔষধ এবং এই এন্টিবায়োটিক ঔষধটি যেমন রোগ নিরাময়ে সাহায্য করে। ঠিক তেমনি এন্টিবায়োটিক ঔষধ হওয়ার কারণে মানব শরীরে এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় এবং এখানে আমরা তা জানাবো।
Monas 10 পার্শ্বপ্রতিক্রিয়া:
- ডায়রিয়া, জ্বর, বমি বমি ভাব এবং মাথা ব্যাথা দেখা দেয়,
- দুশ্চিন্তা, পেশির বেদনা, দুর্বলতা এবং হতাশার দেখা দেয় ,
- মনোযোগাহীন, ফ্যাকাসে ভাব এবং হ্যালুসিনেশন দেখা দেয়।
এগুলো হলো বেশ কয়েকটি পার্শ্বপ্রতিক্রিয়া এবং এই বিষয়গুলো আপনি Monas 10 সেবন করার মাধ্যমে অনুভব করতে পারবেন।
তবে এগুলো জিনিসটাই এমন জটিল ভাবে আপনার সমস্যা করে না কিন্তু স্বাভাবিকভাবে তৃতীয় নম্বরে থাকা সমস্যাগুলো জটিল হয়।
Monas 10 খাওয়ার নিয়ম
সঠিক নিয়ম অবলম্বন না করে Monas 10 ঔষধটি গ্রহণ করা কখনোই সুবিধার জনক হিসেবে প্রমাণিত হবে না। তাই আপনাকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এ ওর সাথে গ্রহণ করতে হবে এবং খাওয়ার নিয়ম সম্পর্কে সঠিক জ্ঞান মাথায় পূর্ব থেকে জেনে রাখতে হবে।
Monas 10 খাওয়ার নিয়ম:
- অত্যাধিক শক্তিশালী এ ঔষধটি হওয়ার কারণে দিনে একটি করে সেবন করতে হয়।
- ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য 5 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার।
- দুই থেকে চার বছরের মধ্যে ঢাকা শিশুদের জন্য চার মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার।
- ১৪ বছরের বেশি অথবা প্রাপ্তবয়স্কদের জন্য ১০ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার।
Monas 10 মূল্য কত?
যেকোনো ধরনের ঔষধে ক্রয় করার পূর্বে অবশ্যই ওই ঔষধের সঠিক মূল্য জেনে রাখা অবশ্যই উচিত ও সঠিক কাজ। তাই আজকে আমরা এই পোস্টটিতে Monas 10 এর কাজ কি এটি বলার পাশাপাশি ওষুধের মূল্য কতটুকু এ বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে বলবো।
Monas 10 মূল্য কত তার নিচে উল্লেখ করা হলো:
- Monas 10 একটি ট্যাবলেটের বাজারজাত মূল্য ১৭ টাকা।
- Monas 10 ঔষধটির একটি সম্পূর্ণ পাতার বাজারজাত মূল্য ৫২৫ টাকা।
Monas 10 হচ্ছে একটি এন্টিবায়োটিক ঔষধ এবং এই ঔষধটি মূলত হাঁপানি রোগ নিরাময়ের জন্য অনেক ব্যবহার হয়। এবং হাঁপানি রোগ নিরাময়ের জন্য ডাক্তারদের পরামর্শ এবং সবচেয়ে রিকমান্ড করা ওষুধের নামটি হলো Monas 10।
আরও পড়ুন: Intimate 10 এর কাজ কি?