আমরা অনেকেই কথা বলার সময় মেসেজে hlw ব্যবহার করি কিন্তু hlw এর বাংলা অর্থ কি বা এর পূর্ণরূপ কি জানি? আমাদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ এই শব্দটির বাংলা অর্থ জানে না কিন্তু তবুও ব্যবহার করে মেসেজিং করার সময়।
তাই আমি প্রত্যেককেই আজকে এই শব্দটির বাংলা অর্থ সম্পর্কে বলে দিব যেন আপনারা আপনার মেসেজ সম্পর্কে বুঝতে পারেন। অর্থাৎ আপনি যেন বুঝতে পারেন যে আপনি এই শব্দটি তারা আপনার প্রাপক কে কি বুঝাতে চাচ্ছেন।
Hlw এর বাংলা অর্থ কি: Hlw এর বাংলা অর্থ হলো ওহে, Hlw একটি মনোযোগ আকর্ষণীয় অব্যয় সূচক বাক্য। অর্থাৎ এই শব্দটি মূলত ব্যবহার করা হয় আপনার মেসেজের প্রথমে যেন আপনি এই সূত্রটি ব্যবহার করে অন্যকে আকর্ষণ করতে পারেন।
আকর্ষণ বলতে এখানে ওই আকর্ষণকে বোঝানো হয়নি বরং আপনার মেসেজ পড়ার আকর্ষণকে বোঝানো হয়েছে।
এই শব্দটি বা এই বাক্যটি মূলত সর্বদাই যেকোন শব্দের বা যে কোন মেসেজিং এর প্রথমে ব্যবহার করা হয় আকর্ষণের জন্য।
Hlw এর পূর্ণরূপ কি?
বন্ধুরা Hlw এর বাংলা অর্থ এটি জানার পর এখন আপনার জানার ইচ্ছা করছে Hlw এর বাংলা কোনটি হবে? তাহলে অবশ্যই আপনাকে আমি বেশি দেরি করাবো না এবং এখনই আপনাকে Hlw শব্দটির পূর্ণরূপ সম্পর্কে অবগত করব।
Hlw শব্দটির কোন পূর্ণরূপ নেই কিন্তু রাসায়নিক ভাষায় Hlw শব্দটির আবার পূর্ণরূপ রয়েছে, কিন্তু এটি রাসায়নিক ভাষায়। রাসায়নিক ভাষায় Hlw শব্দটির পূর্ণরূপ হলো: High-Level Waste বা উচ্চ-স্তরের বর্জ্য, এক ধরনের পারমাণবিক বর্জ্য।
যাইহোক আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে জানাতে পেরে আমি অবশ্যই আনন্দিত অনুভব করছি আপনাকেও Hlw.
তবে রাসানিক ভাষা নয় এটি ম্যাসেজিং ভাষায় যার দ্বারা মূলত আকর্ষণীয় অব্যয় সূচক বাক্যকে বিশেষভাবে বোঝানো হয়েছে।
শেষ কথা:
Hlw এর বাংলা অর্থ কি এবং Hlw এর পূর্ণরূপ কি এ বিষয়গুলোর উপর উত্তর এই পোস্টটিতে পেয়ে যাবেন। মূলত hlw আমাদের কাছে পরিচিত একটি শব্দ কিন্তু এর বাংলা অর্থটি সম্পর্কে আমরা হয়তোবা অনেকে পরিচিত ছিলাম না।
আর যাই হোক পরিচিত ছিলাম না এ বিষয়টি পরের কথা কিন্তু বর্তমানে hlw এর বাংলা সম্পর্কে পরিচিত হয়েছে।
এ বিষয়টি আমাদেরকে অনেক বেশি আনন্দ দিচ্ছে এবং আশা করি আপনারা hlw শব্দটির বাংলা বোঝার মাধ্যমে সঠিক মেসেজ করবেন।
আরও পড়ুন: who are you এর বাংলা অর্থ কি?