Female অর্থ কি?

Female অর্থ কি: Female অর্থ মহিলা, মেয়ে, নারী ইত্যাদি এবং Female হচ্ছে একটি noun। পুরো নারীকূলকে বলতে শুধুমাত্র মানুষ নয় বরং পশু পাখির মধ্যে যারা মহিলা রয়েছে তাদেরকেও বোঝানো হয়।

বর্তমান সমাজের মানুষ আমরা অনেকেই শুধুমাত্র Female বলতে মানুষ প্রজাতির মহিলা গোত্রের ব্যক্তিদের বুঝে থাকে।

তবে জেনে রাখা উচিত Female বলতে শুধু মানুষ প্রজাতি নয় বরং অন্যান্য পশুর মধ্যেও যারা মহিলা রয়েছে তাদের বোঝানো হয়।

বাংলায় আমরা Female কে নানাভাবে প্রকাশ করে থাকি যেমন: মহিলা, মেয়ে, ছেমরি, লেরকি, নারী এবং বুড়ি ইত্যাদি। অর্থাৎ যে শব্দটি দ্বারা স্ত্রীবাচক noun কে বোঝানো হয় সেই noun কে ইংরেজিতে Female বলা হয়।

Female অর্থ কি
Female অর্থ কি?

অর্থাৎ Female বলতে স্ত্রীবাচক শব্দগুলোকে বোঝানো হয় এবং ইহার দ্বারা পুরো নারীকুলকে ইঙ্গিত করা হয়ে থাকে। বাংলায় যেমন স্ত্রীবাচক শব্দের অনেকগুলো সমার্থক শব্দ রয়েছে, ঠিক তেমনি ইংরেজিতে Female শব্দটির আরো নানা ধরনের সমর্থক শব্দ রয়েছে।

ইংরেজিতে Female শব্দের সমার্থক শব্দগুলো হলো: woman, fraw, girl, lady and dame etc.

তাহলে ফিমেল (Female) শব্দটির বাংলা প্রতিশব্দ বা অর্থ হচ্ছে মহিলা বা স্ত্রীবাচক।

আশা করি Female অর্থ কি এ বিষয়টি নিয়ে আপনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পেরেছেন।

Female এর ইংরেজি অনুবাদ অনুযায়ী এটিকে সর্বদাই স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়।

Female শব্দটি দ্বারা গঠিত কয়েকটি বাক্যের বাংলা অনুবাদ:

  • This is a beautiful Female (এটি একটি সুন্দর মহিলা)।
  • The Female is much loyal (এই মহিলাটি খুব সৎ)।
  • The Female is much intelligent (এই মহিলাটি খুব বুদ্ধিমান)।

ফিমেল বা Female অর্থ ছেলে না মেয়ে

Female যেহেতু একটি স্ত্রীবাচক শব্দ সুতরাং বলা যায় যে Female অর্থ হচ্ছে মেয়ে। ফিমেল শব্দটি আমরা নানাভাবে নানা ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দকে ইঙ্গিত করানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তবে বাংলায় আমরা ফিমেল শব্দটি খুব কম ব্যবহার করে বরং এর বাংলা প্রতিশব্দ অর্থাৎ মহিলা বা নারী শব্দটি বেশি ব্যবহার করে থাকি।

অবশ্যই আমরা যেহেতু বাঙালি তাই মুখে Female শব্দটির চেয়ে মহিলা বা নারী শব্দটি বেশি বের হয়ে কারণ এটি আমাদের মাতৃভাষা।

Female শব্দটি ইংলিশ প্রধান দেশ যেমন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ব্যবহার করে থাকে স্ত্রীবাচক শব্দ বোঝানোর ক্ষেত্রে।

Female শব্দটি যেহেতু একটি স্ত্রীবাচক শব্দ এবং ইহা দ্বারা মেয়ে বোঝানো হয়, তাই এই শব্দটি দ্বারা আমরা অন্যান্য যে সকল স্ত্রী লিঙ্গ প্রাণী আছে তাদেরকেও বুঝাতে পারব। ইংরেজি কথা বলতে গিয়ে আমরা নানাভাবে ফিমেল শব্দটি ব্যবহার করে থাকি এবং পাঠ্য বইয়ের এর ব্যবহার রয়েছে অনেক বেশি।

স্ত্রীবাচক শব্দ হিসেবে আমাদের পাঠ্য বই অর্থাৎ ইংলিশ বইয়ে Female শব্দটির চেয়ে Girl শব্দটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে যাই হোক না কেন দুটো দাঁড়ায় একটি জিনিস বোঝানো হয় আর সেটি হচ্ছে স্ত্রীবাচক।

শুধুমাত্র পার্থক্য এটুকুই যে Female শব্দটি দ্বারা যুবক একটি মহিলাকে বোঝানো হয় এবং Girl দ্বারা ছোট মেয়েদেরকে বোঝানো হয়ে থাকে।

শেষ কথা

Female শব্দটি নিয়ে আজকের আমাদের পোস্টটি ছিল এ পর্যন্ত এবং আশা করি আপনারা এই পোস্টটি পড়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে।

পোস্টটিতে আমরা Female শব্দের অর্থ কি এ বিষয়ে পরিপূর্ণ ধারণা প্রদান করেছি বা প্রদান করার চেষ্টা করেছে।

আশা করি আমাদের পোস্টটি আপনাকে অনেক বেশি ভালো লেগেছে, ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। Female শব্দটি নিয়ে আপনাদের যদি আর অন্য কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন।

আমাদের টিম অবশ্যই আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং আপনার নিকট পৌঁছে দেওয়ারও চেষ্টা করবে।

আজকের মত বিদায় নিচ্ছি, ভাগ্য থাকলে দেখা হবে অন্য কোন তথ্যপূর্ণ পোস্ট নিয়ে আল্লাহ হাফেজ।

আরও পড়ুন: এর বাংলা অর্থ কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top