হুন্ডের নীতি কি? ব্যাখ্যা কর

হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি হলো: একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে।

হুন্ডের নীতি কি
সংজ্ঞা: হুন্ডের নীতি কি?

এটি হচ্ছে হুন্ডের নীতি এবং এই নীতি অনুযায়ী এটি বলা হয়েছে ইলেকট্রন গুলো কিভাবে স্পিন গ্রহণ করে। অর্থাৎ আমরা জানি যে মৌলে উপস্থিত ইলেকট্রন গুলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো থাকে এবং নির্দিষ্ট স্পিনে ঘুরতে থাকে।

হুন্ডের নীতি ব্যাখ্যা করো?

ব্যাখ্যা বলতে গেলে যখন আমরা ইলেকট্রনকে তাদের স্প্রিন অনুযায়ী সাজায় তখন অর্ধ তির চিহ্ন দিয়ে উপর এবং নিজ ব্যবহার করে। কিন্তু এক্ষেত্রে প্রথমে একটি করে অর্থাৎ বেজোড় অর্থ তীর চিহ্ন পূরণ করা হয় এবং তারপর দ্বিতীয় পূরণ করা হয়।

আর এইভাবে মূলত হুন্ডের নেগেটিভ প্রদান করা হয়েছে কেননা, ইলেকট্রন গুলোর স্পিন প্রথমে একমুখী হয়ে থাকে। আর এই একমুখী স্পিন গুলো মূলত বিজোড় বা অযুগ্ম অবস্থায় সারিবদ্ধ ভাবে সাজানো হয় বা সাজানো থাকে এবং পরে দ্বিতীয় স্পিন যুক্ত হয়।

আরও পড়ুন: স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top