স্বপ্নের মাঝে আমরা বিভিন্ন অবস্থায় ঘুমানোর মাঝে গরুকে দেখতে পাই এবং গরু হচ্ছে আমাদের দেশের একটি বহুল প্রচলিত গবাদি পশু। স্বপ্নে গরু দেখলে কি হয়: স্বপ্নে গরু দেখার মাধ্যমে বিভিন্ন ধরনের সুলক্ষণ ও কুলক্ষণ পরিলক্ষিত হয়।
আর গরু কিভাবে সে দেখেছে এর উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার লক্ষণ উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো:
১.) কেউ যদি স্বপ্নযোগে দেখে, যে সে একটি গরু যবেহ করলে এবং তা প্রতিবেশীদের মধ্যে ভাগ বন্টন করে দিল।
তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে ওই ব্যক্তিটি মৃত্যুবরণ করবে, আর এ বিষয়ে বাকি ঘটনা আল্লাহই বেশি জানেন।
২.) কেউ যদি স্বপ্নযোগে একটি কর্মক্ষম বা কর্ম উপযোগী নয় এরকম গরু দেখেন তাহলে ওই ব্যক্তিটি সেখানেই মারা যাবেন। এবং ওই ব্যক্তিটির যত সকল মাল সম্পদ ছিল সবগুলো ভাগ হয়ে যাবে।
৩.) কেউ যদি স্বপ্নে শিং যুক্ত গরু দেখে তাহলে এর ব্যাখ্যা: ক্ষমতাশালী প্রশাসক যার নিকট হতে সাময়িকভাবে উপকৃত হওয়া যাবে।
আর যদি কেউ স্বপ্ন যোগে শিংবিহীন গরু দেখে তাহলে বোঝায়, লোকসমাজে যে লাঞ্ছিত এবং ঘৃণিত এমন ব্যক্তি।

৪.) কেউ যদি স্বপ্নযোগে গরুর পিঠে চড়ে ভ্রমণ করতেছে বা গরুর মালিক হয়েছে এরকম দেখে তাহলে এর ব্যাখ্যা হবে:
ওই ব্যক্তি বাদশাহও হতে উচ্চপদে লাভ করতে পারবে অথবা কর্মসংস্থান হিসেবে ভালো চাকরি পাবে।
৫.) একটি গরু তার ঘরে প্রবেশ করেছে এবং সে সেই গরুটিকে কাবু করতে পেরেছে তাহলে এর ব্যাখ্যা হলো: ওই ব্যক্তিটি তার অর্জিত সম্পদ রক্ষা করতে পারবে বা সংরক্ষণ করতে পারবে এবং সে গরু দ্বারা উপকৃত হবে।
৬.) যদি স্বপ্নে দেখে সে বিপুল সংখ্যক গরুর মালিক হয়েছে তাহলে ব্যাখ্যা হলো: ওই ব্যক্তিটি অনেক সম্পদের মালিক হতে যাচ্ছে।
৭.) যদি কেউ স্বপ্নে দেখে তার গরুর শিং ভেঙ্গে গেছে: তাহলে ব্যাখ্যা হলো ওই ব্যক্তিটি তার কৃতকার্যে বিপর্যয় লাভ করবে।
এগুলো হলো স্বপ্নে গরু দেখলে কি হয় এ বিষয়টি নিয়ে বিস্তারিত একটি সাহায্য পোষ্ট।
স্বপ্নে গরু দেখা কি ভালো লক্ষণ
অবশ্যই স্বপ্নে গরু দেখা একটি ভালো লক্ষণ এর মধ্যে উল্লেখ হতে পারে, তবে গরু সে কোন অবস্থায় দেখেছে এর উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার ব্যাখ্যা আমাদের মাঝে পরিলক্ষিত হয়। কিছু কিছু ক্ষেত্রে এমন রয়েছে যে অবস্থায় গরুকে দেখলে কখনোই তার সুলক্ষণ হিসেবে গ্রহণ করা হয় না।
তবে অধিকাংশ ক্ষেত্রে যেটি প্রমাণিত হয়েছে সেটি হলো যে গরু দেখায় বা স্বপ্নে গরু দেখা হলে একটি ভালো লক্ষণ।
তবে আপনি স্বপ্নে গরুকে কি হিসেবে দেখেছেন তা মনে রাখার চেষ্টা করবেন কেননা উহার মাধ্যমে ব্যাখ্যা পাবেন আপনার স্বপ্নের ।
অবশ্যই একটি গাভীকে স্বপ্নে দেখা বা বাছুরকে দেখা ভালো লক্ষণ গুলোর মধ্যে অন্তর্ভুক্ত। আপনার আমাদের জীবনের সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে তার খবর একমাত্র সেই মহান রব্বুল আলামীন ছাড়া আর কেউ সুস্পষ্ট ভাবে জানেনা।
তাই এ বিষয়ে বেশি মতামত না করা আমাদের বেশি উত্তম কেননা এ বিষয়ে সুস্পষ্ট হাদিস এখনো আমি দেখতে পারিনি।
শেষ কথা:
স্বপ্নে গরু দেখার ফলে তেমন কোনো প্রকার ক্ষতির শিকার হবেন এমনটা না বরং বিভিন্ন তথ্য অনুযায়ী উপরে এগুলো উল্লেখ করা হয়েছে। আল্লাহ যদি চান তাহলে কেবল আপনার ভালো কিংবা মন্দ নির্ধারিত হবে বা সে অনুযায়ী ফল পাবেন।
আল্লাহ যদি না চান তাহলে আপনি স্বপ্নে গরু দেখেন বা ছাগল দেখেন বা অন্য প্রাণী দেখেন তবুও সমস্যা হবে না।
সব কিছুর উপর আল্লাহ শ্রেষ্ঠ এই বিষয়টির উপর বিশ্বাস রেখে, চিন্তা ভাবনা না করে স্বপ্নে কি দেখেছেন তা ভুলে যান।
অতীত নিয়ে বারবার চিন্তা ভাবনা করা এবং স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় থাকা দুটোই বোকামি ছাড়া আর কিছুই না বলে মনে করছি। কেননা আল্লাহ তাআলার আদেশ ব্যতীত কোন কাজ অযথা সংঘটিত হবে না এবং আপনার কোন ক্ষতি সাধিত হবে না, তাই স্বপ্নের ব্যাখ্যা না জানালেও চলবে।
তবুও স্বপ্নে গরু দেখলে কি হয় বিষয়ে সম্পর্কে জেনে রাখা ভালো, কেননা ব্যাখ্যা জানার পর দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা যায়।
যদি স্বপ্নে গরু দেখে থাকেন এবং ব্যাখ্যা পেতে চান তাহলে উপরে কয়েকটি ব্যাখ্যা লিখেছে সেগুলো জেনে জ্ঞান অর্জন করতে পারেন।
আরও পড়ুন: গরুর রচনা।