স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে: নিজ অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলতে পারে কেননা এটি ঘূর্ণন নির্দেশ করে।

একটি পরমাণুর মধ্যে উপস্থিত ইলেকট্রনসমূহ তার অক্ষের ভিতর সর্বদা ঘুরতেই থাকে এবং শক্তির শোষণ বা বিকিরণ ঘটায়। কিন্তু এই ঘূর্ণন বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করার জন্য যে সংখ্যার ব্যবহার করা হয় সেই সংখ্যাটি হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা।
স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার বলে দাও?
আসলে সংজ্ঞা থেকেই স্প্রিন কোয়ান্টাম সংখ্যার ব্যবহার সম্পর্কে বোঝা যায় কিন্তু আপনি না বুঝতে পারলে অসুবিধা নেই। আমরা এখনই আপনাকে স্পিন কোয়ান্টাম সংখ্যার ব্যবহার বলে দিব এবং আপনারা এই কোয়ান্টাম সংখ্যাটির ব্যবহার জানতে পারবেন।
আসলে স্পিন কোয়ান্টাম সংখ্যার একটি ব্যবহার রয়েছে এবং এই ব্যবহার হল ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করা। অর্থাৎ একটি ইলেকট্রন কিভাবে ঘুরছে বা কোন দিকে ঘুরছে এটি নির্দেশ করার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়।
আরও পড়ুন: কোয়ান্টাম কি?