সুপ্ত যোজনী কাকে বলে: মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর বিয়োগফলকে সুপ্ত যোজনী বলে। অর্থাৎ সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর অন্তর বা পার্থক্য। সুপ্ত যোজনী কেবলমাত্র ওই সকল মৌলের মধ্যে পাওয়া যায় যাদের মধ্যে পরিবর্তনশীল যোজনী বিদ্যমান।
কেননা একমাত্র পরিবর্তনশীল যোজনী সম্পন্ন মৌল গুলোর মাঝে একাধিক যোজনী দেখা যায়। আর এই একাধিক যোজনী গুলোর মধ্যে কোন একটি সর্বোচ্চ যোজনী থাকে এবং কোন একটি সক্রিয় যোজনী থাকে। আর সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী থাকার মাধ্যমে আমরা খুবই সহজে সুপ্ত যোজনী বের করতে পারে।
কোন মৌলের সুপ্ত যোজনে কত হবে তা নির্ভর করে মৌলটি কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তার উপর।
কেননা অংশগ্রহণ করার মাধ্যমে আমরা জানতে পারবো যে মৌলটির সক্রিয় যোজনী কত।

এবং সক্রিয় যোজনী জানার মাধ্যমে আমরা উক্ত মৌলের সর্বোচ্চ যোজনী তারা তা বিয়োগ করে দিতে পারব। সর্বোচ্চ যোজনী অবশ্যই আমাদেরকে মুখস্ত রাখতে হবে বা মনে রাখতে হবে এটি দরকারি। একটি বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা সুপ্ত যোজনী সম্পর্কে আরো ধারণা লাভ করতে পারি।
উদাহরণ: Fecl2 এখানে আয়রন এর সক্রিয় যোজনী হচ্ছে ২ এবং আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে তিন।
সুতরাং এই বিক্রিয়া অনুযায়ী আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে (৩-২) = ১, অর্থাৎ আয়রনের সুপ্ত যোজনী দ্বারা সনাক্ত করা হয়েছে এক।
যেহেতু সত্য যোজনী বলতে সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্য বোঝানো হয় তাই বিয়োগ করা হয়েছে।
সুপ্ত যোজনীর বৈশিষ্ট্য
আমরাতো উপরের সুপ্ত যোজনী নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করেছে কিন্তু এই সুপ্ত যোজনার আবার কিছু বৈশিষ্ট্য রয়েছে। যে বৈশিষ্ট্য গুলোর উপর ভিত্তি করে সুপ্ত যোজনী কে বেশি করে চিহ্নিত করা যায় এবং সেই সাথে ধারণা অর্জন করা যায় বিশেষ সুপ্ত যোজনীর।
তাই এখন আমরা চেষ্টা করবো ধানেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা যে বৈশিষ্ট্যগুলো আমরা সুপ্ত যোজনীতে দেখতে পাই।
অবশ্যই আপনাকে সুপ্ত যোজনীর বৈশিষ্ট্য গুলো দেখে নিতে হবে এবং মনে রাখতে হবে যে সুপ্ত যোজনীতে কি কি বৈশিষ্ট্য রয়েছে।
নিচে উল্লেখযোগ্য কিছু সুপ্ত যোজনীর বিশেষ বৈশিষ্ট্য উপস্থাপন করা হলো:
- সুপ্ত যোজনীর মাধ্যমে বড় মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য জানা যায়।
- এই যোজনীর মাধ্যমে কোন মৌলের সক্রিয় যোজনীকে চিহ্নিত করা যায়।
- কোন পরিবর্তনশীল যোজনী সম্পন্ন মৌলের সর্বোচ্চ যোজনী কত তা জানা যায়।.
- সুপ্ত যোজনীর দ্বারা বিক্রিয়া অংশগ্রহণকারী মৌলের রাসায়নিক পরিস্থিতি উপলব্ধি করা যায়।
- ওজনের মাধ্যমে যে কোন মৌলের পরিবর্তনশীল যোজনী আছে কিনা তা জানা যায়।
এগুলো ছিল সুপ্ত যোজনী এর কিছু বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি সুপ্ত যোজন এর মধ্যে আমরা পাই দেখতে। আর সুপ্ত যোজনী বলতে কী বোঝানো হয় এ বিষয়ে তো ইতিপূর্বে উল্লেখ্য করেছে যে প্রশ্নের উত্তর আপনারা সংজ্ঞা থেকে পেতে পারেন সুপ্ত যোজনীর।
উপসংহার:
সুপ্ত যোজনী কাকে বলে এবং সুপ্ত যোজনীর বৈশিষ্ট্যসহ সুপ্ত যোজনী বলতে কী বোঝায় তা উল্লেখ করার চেষ্টা করেছি।
আমার চেষ্টা সার্থক হবে যখন আপনি এই পোস্টটি থেকে সুপ্ত যোজনী সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন এবং সুপ্ত যোজনী জানবেন।
তাই অবশ্যই আমি আপনাকে বলব আপনারা যেন পুরো পোস্টে সুপ্ত যোজনী নিয়ে আলোচনা উপস্থিতি থাকেন। এর ফলে দেখা যাবে যে আপনি আমাদের পোস্টটি থেকে সুপ্ত যোজনী সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে পেরেছেন এবং সাথে বৈশিষ্ট্য জানতে পেরেছেন সুপ্ত যোজনীর।
তাহলে বলা যায় যে কোন মৌলের যদি একাধিক যোজনী থাকে তাহলে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী বিয়োগফল হচ্ছে সুপ্ত যোজনী।
তাহলে এটি স্পষ্ট যে সত্য যোজনী বের করতে হলে আমাদেরকে বিয়োগফল বের করতে হবে তাও আবার সর্বোচ্চ এবং সক্রিয় যোজনীর।
আপনাকে আমাদের এই সুপ্ত যোজনী নিয়া তৈরি করা পোস্টটিতে উপস্থিতি দেখতে পেয়ে আমরা অনেক বেশি অনুপ্রেরিত। আর অবশ্যই আমরা আপনাদের অনুপ্রেরণায় নতুন নতুন আরো তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব যেমনটি হাজির হয়েছে আজকে সুপ্ত যোজনীর সংজ্ঞা নিয়ে।
আরও পড়ুন: পরিবর্তনশীল যোজনী কাকে বলে?