সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যারের প্রকারভেদ? উদাহরণ দাও

সিস্টেম সফটওয়্যার কি: সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারে উপস্থিত হার্ডওয়ার এবং অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালিত করার এবং ডিজাইন প্রদর্শন করার একটি মাধ্যম। অর্থাৎ মোট কথায় বলতে গেলে, কম্পিউটারে উপস্থিত যেকোনো এপ্লিকেশন হার্ডওয়্যার দ্বারা প্রদর্শন করার মাধ্যমকে সিস্টেম সফটওয়্যার বলে।

সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের এমন প্রোগ্রাম যার দ্বারা পুরো কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায় এবং ব্যবহারকারীকে উপযুক্ত আউটপুট প্রদান করা যায়।

অর্থাৎ কম্পিউটারের প্রত্যেকটি হার্ডওয়ার সঠিক মত ইনপুট ও আউটপুট আদান প্রদান করার মাধ্যমে সক্রিয় করে গড়ে তোলার মাধ্যম হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ব্যতীত কম্পিউটার একটি হার্ডওয়্যারও ঠিকমতো ইনপুট আউটপুট দিতে পারবে না।

সিস্টেম সফটওয়্যার কি
সিস্টেম সফটওয়্যার কি?

একটি কম্পিউটার সঠিক মত চালানোর জন্য এবং সকল কাজ করার জন্য এর সাথে অনেকগুলো হার্ডওয়ার বা উপাদান সংযুক্ত হয়ে থাকে।

আর কম্পিউটারে এই সকল হার্ডওয়্যার বা উপাদান সমূহ কে সঠিক কর্মদক্ষতা প্রদান করতে দিক নির্দেশনা প্রদান করে থাকে সিস্টেম সফটওয়্যার।

আবার সেই সাথে আমরা কম্পিউটারকে সক্রিয় করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি কিন্তু সিস্টেম সফটওয়্যার ব্যথিত এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোন কাজে আসবে না। অর্থাৎ কম্পিউটারের যাবতীয় কাজের নিয়ন্ত্রণ এবং সকল কিছুর উপর ভিত্তি স্থাপন করতে সর্বদাই সিস্টেম সফটওয়্যার প্রয়োজন।

কম্পিউটারে উপস্থিত হার্ডওয়ার এবং যেকোনো সফটওয়্যার সঠিক মত কাজ করার জন্য প্রথমে কম্পিউটারের মধ্যে সিস্টেম সফটওয়্যার উপস্থিতি থাকতে হয়। এই সিস্টেম সফটওয়্যার এর সহায়তার পরবর্তীতে অন্যান্য সফটওয়্যার, হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন কার্যকর হয়।

সিস্টেম সফটওয়্যার কত প্রকার ও কি কি

সিস্টেম সফটওয়্যার দ্বারা কম্পিউটারে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করা হয় এবং সেই সাথে সঠিক অনুপাতে কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়।

আমাদের কম্পিউটারের যে সকল সিস্টেম সফটওয়্যার ব্যবহৃত হয় তার উপর ভিত্তি করে এটিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।

অর্থাৎ সিস্টেম সফটওয়্যার এর কিছু প্রকারভেদ রয়েছে এবং এই প্রকারভেদ গুলোর বিভিন্ন প্রকার কাজ রয়েছে কম্পিউটারের মধ্যে। প্রত্যেকটির সিস্টেম সফটওয়্যার এর মধ্যে নতুন কোন বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর জন্য কম্পিউটারের বিভিন্ন কর্মদক্ষতা খুলে যায় ও কাজ করা যায়।

সিস্টেম সফটওয়্যার ব্যবহারের উপর ভিত্তি করে সিস্টেম সফটওয়্যার কে 5 ভাগে ভাগ করা যায়, যেমন

  • Operating system (অপারেটিং সিস্টেম)
  • Device Driver (ডিভাইস ড্রাইভার)
  • Firmware (ফার্মওয়্যার)
  • Language Translator (ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর)
  • Utility Software (ইউটিলিটি সফটওয়্যার)

এগুলো হলো সিস্টেম সফটওয়্যার এর কিছু প্রকারভেদ এবং এর প্রকারভেদ গুলো সর্বদাই আমরা কম্পিউটারের মধ্যে বিভিন্ন কাজে ব্যবহার করি। একটি কম্পিউটার সক্রিয় ভাবে গড়ে তোলার জন্য এবং হার্ডওয়্যার এর কাজ নিয়ন্ত্রণের জন্য সিস্টেম সফটওয়্যার গুলো দরকার হয়।

আর উপরে উল্লেখিত প্রত্যেকটি সিস্টেম সফটওয়্যার এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য ও কর্মদক্ষতা ভিন্ন ভিন্ন ভাব বিদ্যমান রয়েছে।

আর আমরা এ সকল সিস্টেম সফটওয়্যারগুলো হার্ডওয়ার দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য ব্যবহার করে থাকি।

সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ সমূহ

আমরা সিস্টেম সফটওয়্যার কি এবং সিস্টেম সফটওয়্যার এর প্রকারভেদ সম্পর্কে জানলাম তবে উদাহরণ সম্পর্কে জ্ঞান অর্জন করা বাকি রয়েছে।

অর্থাৎ কোন কোন প্রোগ্রাম গুলো সিস্টেম সফটওয়্যার অন্তর্ভুক্ত এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে নিজের মাথায়।

আপনি যদি একজন কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ ও কাজ সম্পর্কে ধারণা লাভ করতে হবে। যেগুলোর মাধ্যমে আপনি আপনার হার্ডওয়ারকে সক্রিয় ভাবে গড়ে তুলতে পারবেন এবং নিজের ইচ্ছামত বিভিন্ন কাজে হার্ডওয়ারগুলো ব্যবহার করতে পারবেন।

নিচে উল্লেখযোগ্য কিছু সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ বা উপাদানসমূহ উল্লেখ করা হলো:

  • Operating system এর উদাহরণ: MS Word office program, Android function, iOS, Linux and MacOS etc.
  • Device Driver এর উদাহরণ: BIOS Driver, Display Driver, Sound card driver and USD driver etc.
  • Firmware এর উদাহরণ: BIOS, UEFI, Embedded System, Computer Peripherals, Computer Application etc.
  • Language Translator এর উদাহরণ: Interpreter, Compiler and Assembler etc.
  • Utility Software এর উদাহরণ: WinRAR, WinZip, Avast Antivirus, Virus Cleaner etc.

এগুলো হলো সিস্টেম সফটওয়্যার এর কিছু উপাদান এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে এই সকল সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইন্সটল করি।

আর অবশ্যই উল্লেখিত প্রত্যেকটি সিস্টেম সফটওয়্যার কাজে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে কাজ সম্পন্ন করার দিকে।

যেহেতু একটি কম্পিউটার পরিচালনা করার জন্য সিস্টেম সফটওয়্যার দরকার সেজন্য আমাদেরকে সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ গুলো জানতে হবে। আমরা সাধারণভাবে কম্পিউটার চালানোর জন্য যে সকল সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে থাকি তার প্রত্যেকটি উপরে উল্লেখ করার চেষ্টা করেছি, ধন্যবাদ।

আরও পড়ুন: অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top