সালাত শব্দের অর্থ কি: সালাত শব্দের অর্থ হলো দোয়া, ক্ষমা ও প্রার্থনা করা এবং রহমত কামনা করা, সালাত হচ্ছে আরবি শব্দ। সালাত একটি আরবি শব্দ যার ফারসি রূপ হলো নামাজ।
আমরা যখন সালাত আদায় করি তখন বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার কাছ থেকে বিভিন্ন বস্তু চাই আর এটি করাই হচ্ছে সালাত।
সালাত বলতে একদিকে যেমন ফরজ ইবাদতকে প্রাধান্য দেওয়া হয় ঠিক অপরদিকে দোয়া করার বিষয়টি অর্থ দ্বারা প্রকাশ পায়।
সালাতের সংজ্ঞা: আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জনের জন্য কতিপয় ধাপ অবলম্বন করে আল্লাহর নিকট সিজদা করার মাধ্যমে দোয়া করার প্রক্রিয়াকে সালাত বলে। আর এ সালাত আদায় করা ফরজ বলে অভিহিত করা হয়েছে এবং সেই সাথে কিছু কিছু নফল, সুন্নত ও ওয়াজিব সালাত রয়েছে।

যেহেতু সালাতের মাধ্যমে বান্দা তার প্রভুর নিকট দোয়া করে, রহমত এর কামনা করে, ক্ষমার প্রার্থনা করে এবং কল্যাণ লাভের উদ্দেশ্যে সালাত আদায় করে তাই এটি একটি সর্বশ্রেষ্ঠ ইবাদত।
ইসলামের সর্বপ্রধান বিষয় হচ্ছে ঈমান অর্জন করে সালাত আদায় করা এবং পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ।
সালাতের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে সিজদা করে আল্লাহ তায়ালার নৈকট্য হাসিল করার বিষয়টি।
কেননা আমরা সর্বদাই সালাত আদায় করে থাকি আল্লাহ তায়ালার নৈকট্য হাসিল করার জন্য এবং আমাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করার জন্য। আর এই গুনাহ মাফ করার জন্য আমাদেরকে আল্লাহর নিকট থেকে ক্ষমা চাওয়া লাগে যা সালাতের মাধ্যমে সম্পন্ন করা যায়।
সালাতের পরিচয়
সালাত শব্দের অর্থ কি এবং সালাতের সংজ্ঞা নিয়ে সম্পূর্ণ জ্ঞানের জন্য আমাদেরকে সালাতের পরিচয় সম্পর্কে অবগত হতে হবে। আর এই সালাতের পরিচয় জানার মাধ্যমে আমরা সালাত কায়েম করতে বা সালাত প্রতিষ্ঠা করতে অনেক বেশি সক্রিয় হয়ে উঠবো।
এই সালাত হচ্ছে ইসলামের একটি প্রধান বিষয় যার মাধ্যমে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে এবং এটি হচ্ছে জান্নাতের প্রবেশের চাবি।
অর্থাৎ জান্নাতের দরজা রয়েছে এবং দরজা খুলে ভেতরে প্রবেশ করার জন্য আমাদেরকে সালাত আদায় করার মাধ্যমে চাবি তৈরি করতে হবে।
সালাত একটি আরবি শব্দ, এর ফারসি প্রতিশব্দ বা ফার্সি রূপ হল নামাজ। সালাত হচ্ছে আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করা ও রহমত কামনা করার সর্বশ্রেষ্ঠ উপায়।
যেহেতু আমরা সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর নিকট দয়া, ক্ষমা ও রহমত কামনা করি তাই এটি আমাদের জন্য অধিক কল্যাণকর।
ইসলাম ধর্ম মোট পাঁচটি রুকুনের বা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এবং এই স্তম্ভগুলোর মধ্যে সালাত হচ্ছে দ্বিতীয় নম্বর স্তম্ভ।
বান্দা আল্লাহ তায়ালার নিকট দয়া, ক্ষমা ও রহমত কামনা করার জন্য পছন্দনীয় যে ইবাদতটি করে থাকে তাকে সালাত বলা হয়।
আমরা তো সালাতের পরিচয় সম্পর্কে জানালাম তবে সালাতের আবার কিছু প্রকারভেদ রয়েছে যেগুলোর উপর সালাত আদায় করতে হয়। অর্থাৎ সালাত আদায় করার পূর্বে আমরা যে নিয়ত করে থাকে সেখানে সালাতের এই প্রকারভেদ গুলো উল্লেখ করতে হয়।
অবশ্যই আমাদেরকে সালাতের নিয়ত সঠিকভাবে করার জন্য সালাতের এই সকল প্রকারভেদ সম্পর্কে সকলের জানা উচিত।
সালাতের প্রকারভেদ
আমরা পূর্বে উল্লেখ করেছি যে সালাত আদায় করার জন্য নিয়ত বাধার সময় আমাদেরকে সালাতের প্রকার সম্পর্কে জানতে হয়। তাই আপনি যেন সঠিক প্রকারভেদ উল্লেখ করার মাধ্যমে আপনার সালাত সঠিকভাবে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন তাই এখানে সালাতের প্রকারভেদ উল্লেখ করব।
আর আপনি যদি আরবি না জেনে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাংলা বলার মাধ্যমে সালাতের পূর্বে সঠিক নিয়ত বেঁধে নেওয়া।
কেননা নিয়ত বাঁধার মাধ্যমে আমাদের সালাতের প্রথম ধাপ শেষ হয় এবং আপনার নিয়ত অবশ্যই মন থেকে হতে হবে।
ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী সালাত মোট চারটি ভাগে বিভক্ত, যেমন:
- ফরজ সালাত বা নামাজ, উদাহরণ: পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা।
- ওয়াজিব সালাত বা নামাজ, উদাহরণ: দুই ঈদের নামাজ ও জানাজার নামাজ আদায় করা।
- সুন্নত সালাত বা নামাজ, উদাহরণ: নবীজির প্রিয় নামাজ যেমন বেতের নামাজ।
- নফল সালাত বা নামাজ, উদাহরণ: তাহাজ্জুদের নামাজ।
এগুলো হলো সালাতের কিছু প্রকারভেদ এবং আপনি যখন যে সালাত আদায় করবেন তার নাম উল্লেখ করে নিয়ত বেঁধে নিবেন।
সালাতে শব্দের অর্থ কি এবং সালাতের প্রকারভেদের সম্পর্কে যতগুলো তথ্য আপনার জানার প্রয়োজন ছিল তা এখানে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে।
ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে এবং আল্লাহ ও নবীর প্রধান আদেশ পালন করতে আমাদেরকে সালাত আদায় করতে হবে।
ইসলামের অনেক ক্ষেত্রে সালাত আদায় করার বিষয় বা সালাত কায়েম করার বিষয় নিয়ে অনুপ্রেরণা দেওয়া হয়েছে প্রত্যেকটি বান্দাকে।
আরও পড়ুন: হাক্কুল ইবাদ অর্থ কি?