সাপের বৈজ্ঞানিক নাম Naja Naja (নাজা নাজা) এবং সাপ হচ্ছে একটি বিষাক্ত প্রাণী। সাপ সাধারণত বিষাক্ত হয়ে থাকে তবে এমন অনেক প্রজাতির সাপ রয়েছে যাদের বিষ নেই।
সাপ যদি বিষাক্ত হয় এবং সাপ যদি বিষাক্ত না হয় উভয় ক্ষেত্রে বৈজ্ঞানিক নামের কোন পরিবর্তন আসে না।
অর্থাৎ প্রত্যেকটি সাপের বিজ্ঞানসম্মত নামটির মধ্যে কোন প্রকার পরিবর্তন হয় না।
সাপ হচ্ছে একটি চিকন আকৃতির গোলাকার এবং লম্বা কার প্রাণী। যার শরীরের পুরোটা অংশ কাটা দিয়ে আবৃত থাকে এবং শরীর অনেক বেশি ফ্লাক্সিবল হয়। এরা অনেক দ্রুত চলাফেরা করতে পারে সাঁতরাতে পারে এবং আক্রমণ করতে পারে।

এই সাপ প্রধানত মাংসাশী হয়ে থাকে এবং সর্বদা যে কোন প্রাণীর স্বীকার করে থাকে। সাপের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিজু এবং ঈগল পাখি যেগুলো এদেরকেও আক্রমণ করে। সাপ তার পুরোটা জীবন অনেক বেশি সংগ্রামে কাটা কেননা সময় অনুযায়ী আবরণ পাল্টাতে হয়।
স্বীকার করার সময় নিজের চেয়ে বড় প্রাণীর সঙ্গে মুখোমুখি হতে হয় এবং অনেক ক্ষেত্রে আহত হতে হয়।
আবার বর্তমানে মানুষের অনেক বেশি প্রযুক্তি ও জাল ব্যবহার করার ফলে সাপ আটকে মৃত্যুবরণ করে।
সাপের খাদ্যাভ্যাস
সাপ বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকে এবং যেহেতু আছে সামনে জানতে আসছে তাই সাপের খাদ্যাভ্যাস জানব।
অর্থাৎ আমরা এখানে জানতে চলেছি সাপ তার খাদ্য হিসেবে কি গ্রহণ করে থাকে পরিবেশ থেকে এবং নিজের শক্তি অর্জন করে।
খাদ্য ছাড়া কখনো কোন প্রাণী নিজের শক্তি উৎপন্ন করতে পারবে না এবং শর্ত উৎপন্ন না করতে পারলে সংগ্রাম করতে পারবে না। আর পরিশেষে সংগ্রাম করতে না পারার কারণে উক্ত প্রাণীটি বিলুপ্ত হয়ে যাওয়া সম্ভাবনা সৃষ্টি হবে এবং এর জন্য খাদ্যাভ্যাস হবে দরকার প্রাণীর।
সাপের খাদ্যভাস হিসেবে স্বাদ যে সকল খাদ্য গ্রহণ করে থাকে সেগুলো নিচে উল্লেখ করা হলো:
- কীটপতঙ্গ, ছোট মাছ, বড় মাছ।
- ছোট মুরগি, ব্যাঙ, অন্যান্য ছোট প্রাণী।
- যে কোন প্রাণীর ডিম, হাঁসের বাচ্চা।
এগুলো ছিল কিছু খাদ্যাভ্যাস যেগুলো ছাপ তার খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে এবং সেই সাথে শক্তি অর্জন করে সংগ্রামের।
সাপ তার জীবন অনেক সংগ্রাম করে কাটিয়ে দেয় এবং এই সংগ্রাম করার জন্য প্রয়োজন হয় খাদ্যের এবং খাদ্যাভ্যাসের।
উপসংহার:
সাপের বৈজ্ঞানিক নাম কি এবং সাপের খাদ্য অভ্যাস নিয়ে আজকের আলোচনায় আমরা বিশেষ কিছু তথ্য উল্লেখ করেছি সাপ নিয়ে। যেহেতু আজকের আলোচনার আমাদের মূল বিষয়টি ছিল সাপ নিয়ে তাই আমি এখানে সাপের সম্পূর্ণ তথ্য উল্লেখ করার চেষ্টা করেছি যতটুকু প্রয়োজন।
বিষাক্ত প্রাণী হিসেবে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি সাপকে এবং একটি সাপ অন্য জীবকে মেরে ফেলতে সক্ষম।
আমরা উপরে যতগুলো খাদ্য উল্লেখ করেছি সাপের আসলে, সাপের খাদ্য এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় বরং সাপ আরো কিছু ভক্ষণ করে।
উদাহরণ হিসেবে বলতে গেলে বলা যাবে যে অজগর সাপ এবং এরা একটি মানুষকে ভক্ষণ করতে পারবে। তাই বোঝা গেল যে সাপ বিভিন্ন প্রকারের হয়ে থাকে এবং এই প্রকারভেদ অনুযায়ী সাপ বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকে শক্তি পাওয়ার জন্য।
তবে যাই হোক সাপের বিজ্ঞানসম্মত নাম নিয়ে আমাদের আজকের আলোচনা এখান থেকেই স্থির রাখলাম এবং সমাপ্ত করলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ কেননা আপনি আমাদের সামনে তৈরি করা পোস্টের মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন এবং সাপ সম্পর্কে জেনেছেন।
আরও পড়ুন: পেঁয়াজের বৈজ্ঞানিক নাম।