সাইটোপ্লাজম কাকে বলে এ বিষয়ের উপর অধিকাংশ বইয়ের কোন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়নি। বরং শুধুমাত্র প্রত্যেকটি বইয়ের সাইটোপ্লাজমের অঙ্গাণু গুলো দিয়ে বেশি চিন্তা-ভাবনা ও গবেষণা করা হয়েছে।
আপনাদের সাইটোপ্লাজম সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে কিনা তা আমি সঠিক জানিনা। আর এ কারণে আপনাদেরকে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য আজকের এই পোস্টটি লেখা। আপনারা যদি সাইটোপ্লাজম সম্পর্কে না জানেন অথবা এর সংজ্ঞা না জানেন তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য।
প্রথমেই বলেন এই সাইটোপ্লাজম হচ্ছে একটি প্রোটোপ্লাজমের অংশ যার মধ্যে কয়েক প্রকার অঙ্গানু ও মাতৃকা বিদ্যমান থাকে। এই মাতৃকা গুলো সম্পর্কেও তেমন কোনো তথ্য প্রদান করা হয়নি কেননা এগুলো সাইটোপ্লাজমের ভিত্তি।
সাইটোপ্লাজম জেরুপ হবে তার ভিডিও ঠিক সেইরূপ হবে এবং ভিত্তি অনুযায়ী মাতৃকার পরিবর্তন হতে পারে।
তো অযথা কথা বলে না করে দেরি সরাসরি সাইটোপ্লাজমীয় যাবতীয় তথ্য নিয়ে পোস্টটি লেখা শুরু করি।
সাইটোপ্লাজম কাকে বলে?
নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কৌশলী দিয়ে পরিবেশিত প্রোটোপ্লাজমীয় অংশের নাম হলো সাইটোপ্লাজম।
আবার, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে যে জেলির মত বস্তু থেকে যায় সেটিকে সাইটোপ্লাজম বলে।
সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গারও বিদ্যমান থাকে যাদের প্রত্যেকের কাজ আলাদা হয়ে থাকে।
তবে কাজ আলাদা হওয়া সত্ত্বেও কাজ করার ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল।
সাইটোপ্লাজমে অবস্থিত কোষগুলো বা অঙ্গাণু গুলো কোনটি ঝিল্লিযুক্ত আবার কোনটা ঝিল্লিবিহীন।
এগুলো ছিল সাইটোপ্লাজম এর সংজ্ঞা নিয়ে কিছু তথ্য তবে এই সাইটোপ্লাজমে ধারণা আমাদের মাঝে এখান নয়। বরং সাইটোপ্লাজমের ভিতরে কিছু তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে আমাদেরকে এখন জানতে হবে সাইটোপ্লাজমকে ভালোভাবে বুঝতে।
সাইটোপ্লাজমের ভিতরেগত যে বৈশিষ্ট্যটি রয়েছে বা বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সাইটোপ্লাজমা উপস্থিত অঙ্গানুসমূহ।
অর্থাৎ এই সাইটোপ্লাজম একা একাই সৃষ্টি হয়নি বরং কয়েকটি উপাদান বা অঙ্গানুর সমন্বয় সাইটোপ্লাজম গঠিত হয়েছে।
সাইটোপ্লাজমের অঙ্গাণু গুলো কি কি?
আমরা তো সাইটোপ্লাজম সম্পর্কে অনেক কিছু জানলাম তবে এই সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু বিদ্যমান রয়েছে। সাইটোপ্লাজমে উপস্থিত এই সকল অঙ্গানু বিভিন্ন কাজের জন্য উপস্থিত হয়েছে সাইটোপ্লাজমে এবং এরা সাইটোপ্লাজমের মূল উপাদান হিসেবে বিবেচিত।
সাইটোপ্লাজমে যাবতীয় অঙ্গাণুগুলোর নিচে উল্লেখ করা হলো:
- সাইটোপ্লাজমীয় মাতৃকা প্লাস্টিড, মাইটোকনড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
- রাইবোজোম, গোলকি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম।
- মাইক্রো টিভিয়ালস, ক্ষুদ্রান্ত এবং নির্জীব পদার্থ ইত্যাদি।
এগুলো ছিল সাইটোপ্লাজম এর কিছু অঙ্গানু এবং এই অঙ্গানু গুলো দ্বারা মূলত সাইটোপ্লাজম গঠিত হয়। উপাদান বিহীন কোন সাইটেপ্লাজম সজীব হয়ে থাকতে পারতো না এবং জীবিত থাকতে পারত না তাই সাইটোপ্লাজমের জন্য অঙ্গানু গুরুত্বপূর্ণ।
শেষ কথা:
সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং সাইটোপ্লাজম এর সংজ্ঞা নিয়ে আজকের এই পোস্টটি তৈরি করা হয়েছিল আপনাদের জন্য। আশা করি উত্তরপত্রের মাধ্যমে আমরা আপনাদের পরিপূর্ণ জ্ঞান প্রদান করতে সক্ষম হয়েছি।
সাইটোপ্লাজমীয় অঙ্গাণু গুলোর যে সকল নাম উল্লেখ করেছে তার ব্যাখ্যা বা সেগুলো নিয়ে পরবর্তী পোস্ট তৈরি করা হবে।
আপনারা যদি এই সকল বিষয় নিয়ে আরো গভীর তথ্য পেতে চান তাহলে কমেন্ট করতে পারেন।
আমাদের টিম যে কোন সময় আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে এবং আপনাকে সাহায্য করবে।
কমেন্ট করার ফলে আপনি নূন্যতম একদিনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন খুব সহজে।
ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য এবং সাইটোপ্লাজম সম্পর্কে জানার জন্য, শুভ বিদায়।
আরও পড়ুন: কোষঝিল্লি কাকে বলে?