সবুজ রসায়ন কি? সবুজ রসায়ন কাকে বলে? সবুজ রসায়নের প্রয়োজনীয়তা

আজকে আমরা এই পোস্টটিতে সবুজ রসায়ন কি এবং সবুজ রসায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে যেহেতু সবুজ রসায়ন প্রয়োজন, তাই সবুজ রসায়নের জ্ঞান রাখাটা আমাদের দরকার।

বর্তমান সময় আমাদের আশেপাশে বিভিন্ন প্রকার দূষণের কারণে পরিবেশগত বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে।

আর এই সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে একমাত্র সবুজের রসায়ন অথবা সবুজ রসায়ন থেকে পাওয়া জ্ঞান ও উপাদান।

সবুজ রসায়ন কি
সবুজ রসায়ন কি?

সবুজ রসায়ন কি: পরিবেশ দূষণ কম এবং ঝুঁকিমুক্ত করতে রাসায়নিক প্রক্রিয়ায় গবেষণা ও অনুসন্ধানের নাম সবুজ রসায়ন।

অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং ঝুঁকিমুক্ত করতে রাসায়নিকভাবে অনুসন্ধান করার প্রক্রিয়া হচ্ছে সবুজ রসায়ন।

পরিবেশের ভারসাম্য ধরে রাখতে এবং পরিবেশের সকল অস্বাভাবিক কার্যকলাপ থেকে মুক্তি পেতে। আবার সেই সাথে পরিবেশকে ঝুকিমুক্তভাবে গঠন করতে অবশ্যই সবুজ রসায়ন কাজ করে এবং অনুসন্ধান করে পরিবেশ রক্ষার।

সবুজ রসায়ন কাকে বলে?

আমাদের আশে পাশের পরিবেশ বর্তমান সময় বিভিন্ন কারণে দূষিত হচ্ছে এবং আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আর পরিবেশের এই সকল ভারসাম্য স্থির করে ধরে রাখতে এবং ঝুঁকিমুক্ত করতে সবুজ রসায়নের বিকল্প নেই।

তাই অবশ্যই সবুজ রসায়নকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, আর সবুজ রসায়নের কাজকে সার্থক করতে হবে।

পরিবেশ দূষণ বলতে শুধুমাত্র মাটি, পানি এবং বায়ুকে বোঝানো হয় না বরং আরো বিশেষ কিছু বিষয় রয়েছে।

সবুজ রসায়ন কাকে বলে: পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে এবং ঝুঁকিমুক্ত করতে রসায়নের গবেষণাকে সবুজ রসায়ন বলে। আর এই সবুজ রসায়ন মূলত রসায়নের একটি বিশেষ একটি শাখা, যেটি পরিবেশের উপর কাজ করে।

পরিবেশকে ঝুঁকিমুক্ত করার মাধ্যমে আমরা উপযুক্ত পরিবেশ পেতে পারি, যেখানে স্বাস্থ্যকর জীবন হয়।

আর তাই মানুষের জীবনধারা সঠিক মত পরিচালনা করতে সবুজ রসায়নের গুরুত্ব অপরিসীম এবং উপকারী গবেষণা।

সবুজ রসায়নের প্রয়োজনীয়তা

আমরা তো জানতে পারলাম যে সবুজ রসায়ন মূলত পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে কাজ করে থাকে। চলুন এবার জেনে নেওয়ার চেষ্টা করি যে এই সবুজ রসায়ন কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের পর থেকে পরিবেশের জন্য।

সবুজ রসায়ন এর প্রয়োজনীয়তাসমূহ নিচে উল্লেখ করা হলো:

  • পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে এবং ঝুঁকিমুক্ত করতে সবুজ রসায়নের প্রয়োজনীয়তা অনেক।
  • যেকোনো ধরনের পরিবেশ থেকে আসা স্বাস্থ্যহানিকর বিষয় থেকে বাঁচতে সবুজ রসায়ন প্রয়োজন।
  • পরিবেশ থেকে অস্বাভাবিক বিষয়গুলো সম্পূর্ণরূপে দূর করে ফেলার জন্য সবুজ রসায়ন প্রয়োজন।
  • গবেষণার উপর ভিত্তি করে পরিবেশগত কোনো সমস্যার সমাধান বের করতে সবুজ রসায়ন প্রয়োজন।
  • যেকোনো ধরনের তেজস্ক্রিয় বিষয়গুলো থেকে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবুজ রসায়ন প্রয়োজন।
  • মাটি, পানি এবং বায়ুতে আসা দূষণমুক্ত করতে উপযুক্ত প্রতিকার পেতে সবুজ রসায়ন প্রয়োজন।
  • মানসম্মত আসবাবপত্র ব্যবহার করে জীবন প্রযোজনা করতে সবুজ রসায়ন প্রয়োজন।
  • পণ্য উৎপাদনের সময় পণ্যের নির্ভরতা বৃদ্ধি করার ক্ষেত্রে সবুজ রসায়ন প্রয়োজন।
  • পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য নিরাপদের সকল খাবার সরবরাহ করতে সবুজ রসায়ন প্রয়োজন।

এগুলো ছিল সবুজ রসায়নের কিছু প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয়তা গুলো অবশ্যই সবুজ রসায়নকে সার্থক করে। আর এই সকল প্রয়োজনীয়গুলো দ্বারা এটি স্পষ্টভাবে বলা যায় যে, সবুজ রসায়ন অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: রসায়ন ইংরেজি কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top