সক্রিয় যোজনী কাকে বলে: কোন যৌগে কোন মৌলের কার্যকর যোজনীকে সক্রিয় যোজনী বলে। কোন মৌলের যে যোজনী কার্যকরী অবস্থায় বিরাজ করে অর্থাৎ ব্যবহারিত হয় তাকে ঐ মৌলের সক্রিয় বা কার্যরত যোজনী বলে।
উদাহরণস্বরূপ: কার্বন ডাই অক্সাইড এর একটি কার্বন পরমাণুর সাথে দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়।এখান থেকে এ কথাটি স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে কার্বন এর সক্রিয় যোজনী এখানে দুই আর অক্সিজেনের সক্রিয় যোজনী এক কারণ এরাই কার্যরত।
একটি বিক্রিয়া থেকে আমরা যে কোন একটি মৌলের সক্রিয় যোজনে বের করতে পারে কেননা সক্রিয় যোজনী ব্যবহার হয়েছে।
আর সক্রিয় যোজনী ব্যবহার হয়েছে বিধায় সেখানে সক্রিয় যোজনীর উল্লেখ রয়েছে এবং বিক্রিয়াটি সম্পন্ন হয়েছে যোজনী ব্যবহারের মাধ্যমে।
আর সক্রিয় যোজনী ছাড়া কখনো বিক্রিয়া সম্পন্ন হবে না এবং বিক্রিয়া সম্পন্ন না হলে রসায়ন গবেষণা স্থির থাকবে। তাই অবশ্যই বলা যায় যে সক্রিয় যোজনী আমাদেরকে বের করতে হবে এবং বের করার জন্য কিছু নিয়ম রয়েছে যে নিয়মে সক্রিয় যোজনী বের হয়।
নিয়ম না জেনে যে কেউ অযথা কোনো বিক্রিয়া হতে যে কোন একটি মৌলের সক্রিয় যোজনী বের করতে পারবে না।
আপনি যেন সক্রিয় যোজনী বের করেন সেজন্য আমরা নিয়ম উল্লেখ করবো যেন আপনি বিক্রিয়া থেকে সক্রিয় যোজনী বের করতে পারেন।
সক্রিয় যোজনী বের করার নিয়ম
সক্রিয় যোজনী বের করা হচ্ছে অনেক বেশি সহজ এবং একবার বুঝে ফেললে আপনি সক্রিয় যোজনী বের করতে পারবেন।
এই সক্রিয় যোজনী বের করার প্রথমে আপনাকে প্রথমে কিছু জ্ঞান অর্জন করতে হবে বা রাখতে হবে, যেমন:
মনে রাখবেন যৌগ বিক্রিয়া শেষে যোজনী বিনিময় করে, যার যোজনী বের করতে বলবে তার বিপরীত মৌলের যোজনী হবে সক্রিয় যোজনী।
শুধুমাত্র এই দুইটা কথার উপর ভিত্তি করে আপনি খুব সহজেই যেকোনো মৌলের সক্রিয় যোজনে বের করতে পারবেন।
নিচে উদাহরণসহ এর ব্যাখ্যা প্রদান করা হলো:
cacl2 এই যৌগটি লক্ষ্য করুন এবং আমাদের উপরের নিয়মটি ব্যবহার করে দেখুন। প্রথমে বলা হয়েছিল যে বিক্রিয়াকালে মৌলগুলো তাদের যোজনী বিনিময় করে। যোজনী বিনিময় করে বলতে বোঝানো হয়েছে Ca এর যোজনী Cl এর কাছে লক্ষ্য করা যায়।
বিনিময়ে অনুযায়ী Cl এর যোজনী Ca মধ্যে লক্ষ্য তাহলে বুঝতে পারলাম Ca এর যোজনী 2 এবং cl এর যোজনী 1।
সুতরাং এই একটি নিয়ন দ্বারা আমরা বুঝতে পারলাম যে Ca এর সক্রিয় যোজনী 2 কেননা এটি বিক্রিয়া ব্যবহৃত হয়েছে।
আবার দ্বিতীয় নিয়ম অনুযায়ী যদি ব্যবহার করতে চাই তাহলে এই নিয়মটি আরো অনেক বেশি সহজ। এই নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে যে মৌলের যোজনী বের করতে বলবে তার বিপরীত মৌলের যোজনী হবে ওই মৌলের সক্রিয় যোজনী।
অর্থাৎ উপরোক্ত বিক্রিয়ায় যদি Ca এর যোজনী বের করতে বলা হয় তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে এর বিপরীত মৌল।
বিক্রিয়া তে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে ca এর বিপরীত মৌল Cl এবং ক্লোরিনের নিচে যোজনী দেওয়া আছে 2।
যেহেতু বিপরীত মৌলের যোজনী হবে উক্ত মৌলের সক্রিয় যোজন এর সুতরাং বলা যায় যে Ca এর সক্রিয় যোজনী হচ্ছে 2।
উপসংহার:
সক্রিয় যোজনী কাকে বলে এবং সক্রিয় যোজনে বের করার নিয়মের উপর ভিত্তি করে আজকের পোস্টটিতে তথ্য দেওয়া। আর অবশ্যই আমরা এখানে চেষ্টা করেছে আপনাকে সম্পূর্ণ সঠিক নিয়ম দেওয়ার যে নিয়মে আপনি কোন বিক্রিয়া সক্রিয় যোজনী বের করতে পারেন।
তাহলে সক্রিয় যোজনী হচ্ছে ঐ যোজনী যে যোজনী বিক্রিয়া অংশগ্রহণ করে বিক্রিয়া সম্পন্ন করে থাকে মৌল দ্বারা।
আর সক্রিয় যোজনী ব্যবহার না হওয়া পর্যন্ত বিক্রিয়া সম্পন্ন হবে না এবং বন্ধন গঠন করবে না একটি মৌল ওপরের সঙ্গে।
আর আপনাকে অবশ্যই সক্রিয় যোজনী বের করতে হবে যখন আপনি বিক্রিয়া থেকে নির্দেশ করতে চাইবেন কোন কিছু। কেননা কোন কিছু নির্দেশ করলে তো হবে না বরং উক্ত মৌলের যোজনী জানতে হবে যে কিভাবে বিক্রিয়া সম্পন্ন করেছে মৌলগুলো।
এর জন্য অবশ্যই আমাদেরকে প্রয়োজন হবে সক্রিয় যোজনে বের করার উক্ত বিক্রিয়া থেকে এবং অবশ্যই সঠিক বের করতে হবে।
আর সঠিক এবং সহজে সক্রিয় যোজনী বের করার জন্য আমাদেরকে অবশ্যই উপরে দেওয়ার নিয়ম অবলম্বন করতে হবে।
আরও পড়ুন: সর্বোচ্চ যোজনী কাকে বলে?