ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি এ সম্পর্কে সঠিক উত্তর অনেকেই আছেন যারা জানিনা। বাগেরহাট জেলার নাম শুনলেই চোখের সামনে প্রথমে ভেসে ওঠে ষাট গম্বুজ মসজিদের কথা বা স্থানের নাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ গুলোর মধ্যে এই মসজিদটি অন্যতম একটি পুরনো মসজিদ।
মসজিদের নির্মাতা হচ্ছেন খান উল আজম উলুঘ খান ই জাহান এবং প্রকৃত নাম হচ্ছে উলুঘ খান। পঞ্চদশ শতাব্দীর দিকে এই মসজিদের নির্মাণ হয় এবং বর্তমানে ঐতিহ্যবাহী মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত। সর্ববৃহৎ আয়তাকার ও দৈর্ঘ্যের দিক দিয়ে এই মসজিদটি অনেক বেশি পরিচিত অর্জন করেছে।
মসজিদেটি নির্মাণে যে সকল উপকরণ ব্যবহার করা হয়েছিল সেগুলো হলো পোড়ামাটির তৈরি টালিইট, চুনাসুরকি, পাথর এবং সুন্দর সুন্দর টেরাকোটা।
মসজিদেটি প্রায় ৪৮.৮০x৩২.৯৫ m এলাকা জুড়ে বিস্তৃত একটি ঐতিহ্যবাহী স্থান।
মসজিদেতে নির্মাণকার্য একবার দেখতে পেলে এ বিষয়ে আর কোন সন্দেহ থাকে না যে এই মসজিদের নির্মাতা হচ্ছেন খান উল আজম।
ধারণা যে, ১৫০০ শতাব্দীতে এই মসজিদ নির্মাণ, মসজিদ বাহিরের দিকে উত্তর দক্ষিণে ১৬০ ফুট এবং ভেতরের দিকে ১৪৩ ফুট লম্বা।
মসজিদের পূর্ব দেয়ালে ১১টি খেলানযুক্ত দরজা আছে যেগুলো অনেক বেশি মনোমুগ্ধকর। এই 11 টি দরজার মধ্যে মধ্যবর্তী দরজা অনেক বেশি বড় এবং সহজে চিহ্নিত করা যায় মাঝখানের দরজা কে। সেই সাথে মসজিদে চার কোণে চারটি মিনার রয়েছে যেগুলো দৈর্ঘ্যের দিক দিয়ে অনেক বড়।
এখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছিল এবং আযান দেওয়ার জন্য সুস্পষ্ট স্থান চিহ্নিত করা হয়েছিল।
মসজিদে টের ভেতরের দিকে সাতটি স্তম্ভ বা পিলার রয়েছে যেগুলো অনেক বেশি শক্তিশালী করে তৈরি করা হয়েছিল।
ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি
ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি: ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে মোট ৭৭ টি এবং যেগুলো অনেক বেশি সৌন্দর্যপূর্ণ। অনেকে আছেন যারা ষাট গম্বুজ বলতে এর গম্বুজ সংখ্যা ৬০ এটি মনে করে থাকেন আসলে এমনটা কখনো সত্য না বরং শুধু নাম রাখা হয়েছে এটি।।
যা অবশ্যই ভুল ধারণা এই পোস্টটি তাদের জন্য যারা ভুল ধারণা পেষণ করে থাকে, ষাট গম্বুজ মসজিদে ষাটটি গম্বুজ আছে।
এই পোস্টটিতে আমরা ষাট গম্বুজ মসজিদের সম্পর্কে অনেক কিছু জ্ঞান প্রদান করার চেষ্টা করেছি যেগুলো উপকারী এবং সংখ্যা দিয়েছি গম্বুজের।
আশা করে এখান থেকে আপনারা জানতে পারলেন যে ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কয়টি দিয়ে তৈরি করা। তবে এই মসজিদটি ৭৭ টি গম্বুজ দ্বারা তৈরি হওয়ার কারণে এই মসজিদটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং আধুনিকতার পরিচয় পর্যন্ত ফুটে ওঠে।
অর্থাৎ সেই সময় যে আধুনিকের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল এবং তার উপর ভিত্তি করে এ মসজিদ তৈরি করা হয়েছিল।
এ বিষয়টি আমরা উক্ত মসজিদ দেখলে বুঝতে পারব এবং বর্তমানের অধিক নতুন মসজিদ ষাট গম্বুজ মসজিদের মতো সুন্দর হতে পারেনি।
উপসংহার:
ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি এবং আসলে কি এই মসজিদে গম্বুজে ৬০টি রয়েছে তার ব্যাখ্যা এখানে দিয়েছে। আর ব্যাখ্যা অনুযায়ী স্পষ্টভাবে এটি বলা যায় যে ষাট গম্বুজ মসজিদের নাম ষাট দ্বারা হলেও ইহাতে ব্যবহৃত গম্বুজ সংখ্যা ৭৭ টি।
পরিলক্ষন হিসেবে এবং পর্যবেক্ষণ হিসেবে এই মসজিদে অনেক কিছু খুঁজে পাওয়া যায় এবং আধুনিক মসজিদের সমতুল্য হয়।
যদিওবা এই মসজিদ অনেক আগে তৈরি করা হয়েছিল এবং ইহাতে বিদ্যমান রঙগুলো আগের সেজন্য শুধুমাত্র এটিকে প্রাচীন দাবি করা যায়।
তবে ডিজাইনের দিক দিয়ে এবং সৌন্দর্যতার দিক দিয়ে বর্তমানে নতুন তৈরি করা মসজিদ গুলো অত সুন্দর করে তৈরি করা হয়নি।
তাহলে বুঝা গেল যে এই ষাট গম্বুজ মসজিদে প্রাচীন হওয়া সত্ত্বেও অনেক বেশি আধুনিকতার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে যা অবশ্যই সৌন্দর্যপূর্ণ।
আপনি যদি ইসলামিক ব্যক্তি হয়ে থাকেন এবং মসজিদ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই ষাট গম্বুজ মসজিদ দেখতে পারেন।
এই মসজিদেটি দেখতে যত সুন্দর তা চেয়েও বেশি সুন্দর হচ্ছে ইহাতে বিদ্যমান গম্বুজ গুলোর উচ্চতা ও গম্বুজে তৈরি করা কারুকার্য।
আরও পড়ুন: আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?