শিখা পরীক্ষা কাকে বলে? শিখা পরীক্ষায় HCL এর গাঢ় দ্রবণ ব্যবহার করা হয় কেন

শিখা পরীক্ষা কাকে বলে: কোন লবণের মধ্যে কি ক্যাটায়ন আছে তা বুনসেন বার্নারের শিখার মাধ্যমে শনাক্ত করার পদ্ধতিকে শিখা পরীক্ষা বলে। অর্থাৎ মঠ কোথায় বলতে গেলে শিখা পরীক্ষা শুধুমাত্র লবণের ক্ষেত্রে প্রযোজ্য এবং ইহার দ্বারা ক্যাটায়নের পরিমাণ নির্ণয় করা হয়।

ক্যাটায়ন কাকে বলে এ বিষয়টি নিয়ে আশা করি আপনাদেরকে কোন প্রশ্ন করতে হবে না বা আপনাকে উত্তর দিতে হবে না।

কেননা পাঠ্য বইয়ে ক্যাটায়ন চ্যাপ্টার সমাপ্ত হওয়ার পর একাদশ শ্রেণীতে ওঠার পর শিখার পরীক্ষা সম্পর্কে জ্ঞান শুরু হয়।

শিখা পরীক্ষা কাকে বলে
শিখা পরীক্ষা কাকে বলে?

আর অবশ্যই রসায়ন গবেষণায় এবং পাঠ করার সময় শিখা পরীক্ষার ব্যবহার অনেক বেশি রয়েছে মৌল নিয়ে। আর এজন্য আমাদেরকে সম্পূর্ণ ধারণা অর্জন করতে হবে এই শিখা পরীক্ষা সম্পর্কে এবং আমি অবশ্যই এখানে শিখা পরীক্ষা উল্লেখ করব।

চলুন এবার জেনে নেই শিখা পরীক্ষায় HCL এর গাঢ় দ্রবণ ব্যবহার করা হয় কেন এ বিষয়টি নিয়ে ধারণা অর্জন করব।

আশা করি শিখা পরীক্ষা কাকে বলে এই বিষয় সম্পর্কে আমি ধারণা প্রদান করতে পেরেছি ভালোভাবে।

শিখা পরীক্ষায় HCL এর গাঢ় দ্রবণ ব্যবহার করা হয় কেন?

শিখা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন লবণের মধ্যে উপস্থিত ধাতব মূলক [যেমনঃ Na+,Ca+ ইত্যাদি] সনাক্ত করা হয়। আর এই পরীক্ষা করার জন্য গাঢ় HCl ব্যবহার করা হয়। এর কারণ হলো গাঢ় HCl এ সিক্ত ধাতব লবণ সমূহ বুনসেন দীপ শিখায় বিভিন্ন বর্ণ সৃষ্টি করতে পারে। 

হাতল লবণ গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে উদ্ধায়ী ধাতব ক্লোরাইড তৈরি করে থাকে।

এই  উদ্ধায়ী ধাতব ক্লোরাইড বুনসেন বার্নারের শিখার তাপে বাষ্পে পরিণত হয় এবং ধাতব আয়নসমূহ দিপশিখায় বিভিন্ন তরঙ্গের বর্ণ শোষন করে।

এবং এর পরিপূরক বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দীপশিখার মধ্যে দৃশ্যমান বর্ণালীর সৃষ্টি করে।

যেমন: Ca2+ আয়ন ইটের মত লাল বর্ণ সৃষ্টি করে

  • CaCO3+2HCl……CaCl2+CO2+H2O
  • CaCl2 + তাপ……CaCl2(বাষ্প)

এই সকল বিষয়বস্তু দ্বারা এটি স্পষ্টভাবে বোঝা যায় যে কেন শিখা পরীক্ষায় গারো হাইড্রোক্লোরিক এসিড ব্যবহার করে আমরা। তবে এই ব্যাখ্যাটি সর্বক্ষেত্রে যে প্রয়োজন হবে এমনটি না বরং শুধুমাত্র পরীক্ষার সময় মেধা চাচার জন্য শিখা পরীক্ষার এই প্রশ্নটা আসতে পারে।

তবে এ প্রশ্নের উত্তর দেওয়া কোন কঠিন বিষয় নয় বরং স্বাভাবিক একটি বিষয় যা আমাদের এই পোস্টটি থেকে বোঝা সম্ভব।

আর শিখা পরীক্ষায় সর্বক্ষেত্রে গারো সালফিউরিক এসিড আমরা বেশি ব্যবহার করে থাকি শিখা পরীক্ষা সহজে সম্পন্ন করার জন্য।

শেষ কথা:

শিখা পরীক্ষা কাকে বলে এবং শিখা পরীক্ষায় গারো হাইড্রোক্লোরিক এসিড ব্যবহার করা হয় কেন এর ব্যাখ্যা এই পোস্টে রয়েছে। রসায়নে যেহেতু শিখা পরীক্ষা অনেক বেশি ব্যবহার হয়ে থাকে বিভিন্ন মৌলের তথ্য নির্ণয়ের সেহেতু এই শিখা পরীক্ষা সম্পর্কে এখান থেকে জ্ঞান অর্জন করা প্রয়োজন।

যেহেতু এই শিখা পরীক্ষার মাধ্যমে লবণের বের করতে পারে এবং রসায়নে ক্যাটায়নের কাজ রয়েছে।

সুতরাং বলা চলে যে অবশ্যই শিখা পরীক্ষা দ্বারা আমরা লবণের ক্যাটায়ন বের করার মাধ্যমে আমরা উক্ত লবণের ব্যবহার জানতে পারি।

কেননা আমরা যে সকল লবণ ব্যবহার করি এবং রসায়নে পরীক্ষার যেসকল লবণ ব্যবহার হয় তার মধ্যে কিছু মানের পার্থক্য রয়েছে। আর মানের পার্থক্য অনুযায়ী আমরা বিভিন্ন বিক্রিয়া সঠিক মাত্র পরিচালনা করতে পারে এবং রসায়ন সার্থকভাবে উন্নত করতে পারি গবেষণায়।

সুতরাং সর্বক্ষেত্রে এটি বলা যায় যে অবশ্যই শিখা পরীক্ষার গুরুত্ব অপরিসীম এবং এ জন্য শিখা পরীক্ষা আমাদেরকে জানতে হবে।

আর যেন শিখার পরীক্ষা সম্পর্কে জানতে পারেন সেজন্য আমাদের এই পোষ্টের মধ্যে শিখা পরীক্ষার সম্পূর্ণ তথ্য ও কারণ উল্লেখ করেছি।

আরও পড়ুন: যোজনী কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top