শিক্ষাক্রম কি? শিক্ষাক্রম কাকে বলে? যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম কি?

শিক্ষাক্রম কি: শিক্ষার্থীদেরকে পাঠদান করার জন্য যে সূচিপত্র ব্যবহার করে শিক্ষা প্রদান করা হয়, সেই সূচিপত্রই হচ্ছে শিক্ষাক্রম।

সংজ্ঞা নম্বর ১: একটি শিশুর ব্যক্তিত্ব বিকাশে এবং আচরণের পরিবর্তনে বিদ্যালয় যে সকল কার্যক্রম বা পদ্ধতি গ্রহণ করে থাকে তাকে শিক্ষাক্রম বলে।

সংজ্ঞা নম্বর ২: যেকোনো ধরনের বিশেষ স্তরের শিক্ষা সম্পর্কিত কার্যক্রম এবং অভিজ্ঞতার পূর্ণাঙ্গ দলিল যা কোন দায়িত্বশীল সংগঠন দ্বারা গৃহীত, পরিচালিত এবং প্রচারিত হয়ে থাকে তাকে বলা হয় শিক্ষাক্রম।

শিক্ষাক্রম কি
শিক্ষাক্রম কি?

সংজ্ঞা নম্বর ৩: এই সময়কালীন জীবনের প্রতিফলন ঘটাতে দায়িত্বশীল একটি সংগঠন থেকে যে কার্যক্রম নেওয়া হয়ে থাকে তাকে শিক্ষাক্রম বলে।

সংজ্ঞা নম্বর ৪: যে বৃত্তাকার প্রক্রিয়ায় শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার অভিজ্ঞতা নির্বাচন, বিষয়বস্তু সংগঠন এবং মূল্যায়নসহ নির্দিষ্টভাবে পরিচালনা করা হয়ে থাকে একে শিক্ষাক্রম বলে।

৫ নম্বর সংজ্ঞা: দেশের উন্নতি রক্ষায় এবং শিশুকাল থেকে শিশুর আচরণ পরিবর্তনের উদ্দেশ্যে যে পদ্ধতি বা ব্যবস্থা একটি নির্দিষ্ট সংগঠন হতে পরিচালনা করা হয়ে থাকে তাকে শিক্ষাক্রম বলে।

English definition: curriculum means education related full of records with experience for any special status which is performed and directed by any responsible organisation. like NCTV for BD. 

যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম কি?

যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম কি: যে শিক্ষা ক্রমে প্রাথমিক স্তরের শিক্ষা শেষে প্রত্যেক বিষয়ে ও শ্রেণীর নির্ধারিত অর্জন উপযোগী যোগ্যতাগুলো ক্রমান্বয়ে বা ক্রম অনুযায়ী অর্জন করার লক্ষ্যে বিন্যস্ত করা হয়েছে বা বিন্যস্ত করা আছে তাকে যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম বলে।

২ নম্বর সংজ্ঞা: প্রাথমিক শিক্ষা অর্জনের পর আরো বেশি জ্ঞান অর্জন এবং চরিত্র পরিবর্তনের উদ্দেশ্যে যে সকল শিক্ষা ব্যবস্থা বিন্যস্ত করা আছে সেগুলোকে বলা হয় যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম।

সংজ্ঞা নম্বার ৩: প্রাথমিক স্তরের শিক্ষা সমাপ্ত ঘটার পর যে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরকে বিন্যস্ত করা হয়েছে সেই সকল স্তরের শিক্ষা পদ্ধতিকে বলা হয় যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম।

প্রাথমিক শিক্ষা পরিচালিত হয় একটি নির্দিষ্ট সরকার অনুমোদিত সংগঠন দ্বারা এবং মাধ্যমিক স্তরের শিক্ষা পরিচালিত হয় তাও হয় সরকার অনুমোদিত।

তবে উচ্চমাধ্যমিক বা উচ্চ পর্যায়ে যে সকল শিক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো পরিচালিত হয়ে ব্যক্তিগত বা নির্দিষ্ট সংগঠন দ্বারা। 

যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম হচ্ছে একটি ব্যবস্থা যেখানে ছাত্রকে নিজের যোগ্যতা অর্জন করার জন্য সরকার হতে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না।

তবে সরকারের সম্মতি ছাড়া কোন ব্যবস্থা বা পদ্ধতি পরিবর্তন করা যায় না। 

প্রাথমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়ন পদ্ধতি বা ধাপ

এই শিক্ষাক্রমের কিছু পদ্ধতি বা ধাপ রয়েছে যে ধাপগুলো দ্বারা শিক্ষাক্রম সম্পূর্ণরূপে শিক্ষা বাস্তবায়নে ভূমিকা পালন করে।

তাহলে প্রথমে আমরা জেনে নেই প্রাথমিক স্তরে শিক্ষা প্রণয়ন পদ্ধতি বা ধাপ কিভাবে কাজ করে বা কি কি থাকে।

প্রাথমিক স্তরের শিক্ষাক্রম প্রণয়ন পদ্ধতি বা ধাপসমূহ বিশেষভাবে নিচে উপস্থাপন করা হলো:

  • প্রাথমিক স্তরের শিক্ষার লক্ষ্য নির্ধারণ।
  • প্রাথমিক স্তরের শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ।
  • প্রান্তিক যোগ্যতা নির্বাচন ও নির্ধারণ।
  • বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা নির্ধারণ।
  • শিক্ষণ ফল চিহ্নিতকরণ বা নির্ধারণ।
  • পাঠ্যবস্তু বা পাঠ্যপুস্তক বা বিষয়বস্তু প্রণয়ন ও নির্ধারণ।
  • পঠন পাঠন প্রক্রিয়া বা শিখন শেখান কার্যাবলী পদ্ধতি ও উপায়।
  • শেষে মূল্যায়ন ও যাচাই করুন।
  • সর্বশেষ হলো ফিডব্যাক বা ফলাফল।

এগুলো হলো প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষাক্রমের কিছু ধাপ এবং এই ধাপগুলো দ্বারা আমরা বর্তমানে প্রাথমিক শিক্ষার স্তর সমাপ্ত করি।

অর্থাৎ ইহার দ্বারা স্পষ্ট যে শিক্ষাক্রম হচ্ছে শিশুর মেধা বিকাশের জন্য পরিপূর্ণ একটি সূচিপত্র ফলাফল প্রদান করা পর্যন্ত সময়ের জন্য।

এই প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষাক্রমের ধাপের মতো প্রত্যেকটি শিক্ষা ক্ষেত্রে ধাপ অতিবাহিত হয় এবং সে অনুযায়ী শিক্ষা প্রদান করা হয়।

শিশুর মেধা বিকাশে শিক্ষা গ্রহণ করা থেকে পরীক্ষা দিয়ে ফলাফল অর্জন করা পর্যন্ত পুরো সময় শিক্ষাক্রম দ্বারা অতিবাহিত হয়।

আরও পড়ুন: প্রাক প্রাথমিক শিক্ষা কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!