শিক্ষক যোগ্যতা কি: শিক্ষক যোগ্যতা হলো শিক্ষকের এমন কতগুলো দক্ষতার সমষ্টি যা শ্রেণীকক্ষে প্রয়োগের মাধ্যমে তিনি কার্যকর শিখন-শেখানো কাজ পরিচালনায় সার্থক হন। অর্থাৎ শিক্ষক যোগ্যতা তাকেই বলে যার যোগ্যতা আছে দক্ষতা, আর এই দক্ষতা হচ্ছে শিক্ষার্থীদেরকে শেখানোর দক্ষতা।
অর্থাৎ শিক্ষক হতে গেলে কিছু জ্ঞানের প্রয়োজন হয় এবং সেই সাথে প্রয়োজন হয় দক্ষতার শিক্ষার্থীকে শেখানোর।
আমরা মূলত যাদের বয়স্ক হয়ে গেছে এবং সাধারণ জ্ঞানটুকু অর্জন করতে পেরেছি তারা মোটামুটি শিক্ষার্থীদের সকল বই সম্পর্কে কিছুটা অবগত।
অর্থাৎ আমাদের মাঝে জ্ঞান আছে, তবে শিক্ষা দেওয়ার মত দক্ষতা নেই যে শিক্ষার্থীকে কিভাবে শিখানো হয়। তাহলে মোটেও একটি শিক্ষক যোগ্যতার মান পূর্ণ হবে না এবং এ অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া অসম্ভব হয়ে উঠবে।
শিক্ষক হতে হলে এবং শিক্ষার্থীদের কে শিক্ষা প্রদান করতে গেলে অবশ্যই শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে। আর এই শিক্ষক যোগ্যতা হচ্ছে একজন শিক্ষকের ওই দক্ষতা যে দক্ষতা প্রয়োগ করে তিনি শ্রেণীকক্ষে উপস্থিত প্রত্যেকটি শিক্ষার্থীকে শান্ত করে শিক্ষা প্রদান করাতে পারবেন।
শিক্ষা জীবনে প্রত্যেকটি শিক্ষার্থী থাকে অনেক বেশি উশৃংখল এবং সেই সাথে এরা মানতে চায় না কোন প্রকার বাধা ও বিপত্তি।
কিন্তু শিক্ষক হতে হলে এমনভাবে নিজেকে দক্ষতা অর্জন করতে হবে যেন প্রত্যেকটি উশৃংখল শিক্ষার্থীকে শৃঙ্খলাবাদ জাগিয়ে শিক্ষা প্রদান করা যায়।
এই শিক্ষক যোগ্যতা বলতেই শিক্ষকের কতগুলো দক্ষতা সমষ্টিকে বোঝানো হয় যে দক্ষতা গুলো দ্বারা সে শিক্ষার্থীকে খুব সহজে জ্ঞান প্রদান করতে পারবে। জ্ঞান প্রদান করলে শুধু হবে না যেন শিক্ষার্থীরা উপযুক্ত সময় উপযুক্ত সকল জ্ঞান অর্জন করে ভালো কিছু ফলাফল করতে পারে এ বিষয়েও লক্ষ্য রাখতে হবে একজন শিক্ষকে।
শিক্ষক যোগ্যতার ক্ষেত্র কয়টি?
শিক্ষক যোগ্যতা কি এ বিষয়ে ধারণা লাভ করতে গেলে শিক্ষক যোগ্যতার ক্ষেত্র কয়টি এ বিষয়টি পরিলক্ষিত হয় আমাদের মাঝে।
আমরা এখন জানবো শিক্ষক যোগ্যতার ক্ষেত্র কয়টি এবং তা কি কি এ বিষয়ে বিস্তারিত জ্ঞান। শিক্ষক যোগ্যতার ক্ষেত্র মোট তিনটি, যেমন:
১. পেশাগত জ্ঞান ও উপলব্ধি (Professional knowledge and understanding)
২. পেশাগত অনুশীলন (Professional practice)
৩. পেশাগত মূল্যবোধ ও সম্পর্কস্থাপন (Professional values and relationships)
১. পেশাগত জ্ঞান ও উপলব্ধি:
একটি শিক্ষককে প্রেশাগত ভাবে যে জ্ঞানটি উপলব্ধি করতে হবে তা একজন শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে থাকতে হবে।
অর্থাৎ সে যে একজন শিক্ষক এ বিষয়ে তাকে উপলব্ধি করতে হবে এবং তার পেশাগত জ্ঞান পরিপূর্ণ ভাবে থাকতে হবে।
২. পেশাগত অনুশীলন:
পেশাগত অনুশীলন বলতে, অবশ্যই তাকে পূর্ব থেকে তার পেশার জন্য যে সকল কাজ করতে হবে তার বিষয় অনুশীলন থাকতে হবে।
অর্থাৎ শিক্ষক যোগ্যতায় তাকে শিক্ষক বিষয় অনুশীলন থাকতে হবে বা অনুশীলন করতে হবে।
৩. পেশাগত মূল্যবোধ ও সম্পর্কস্থাপন:
শিক্ষক যোগ্যতায় শিক্ষককে অবশ্যই পেশাগতম মূল্যবোধ ও সম্পর্কে স্থাপন করতে পারতে হবে।
অর্থাৎ এখানে শিক্ষককে তার পেশাগত ভাবে নিজের পেশাকে মূল্য দিতে হবে এবং শিক্ষার্থী, শিক্ষার্থীর অভিভাবক এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবীদের ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারতে হবে।
শিক্ষক মান কি?
শিক্ষক যোগ্যতা কি এবং শিক্ষক মানে কি এই সকল বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্লেষণ করার মাধ্যমে আজকের এই প্রশ্নটি সাজানো হয়েছে।
বুঝতে পারছেন শিক্ষক যোগ্যতা বলতে ওই যোগ্যতাকে বোঝানো হয় যে যোগ্যতা দ্বারা একজন শিক্ষক নিজেকে দক্ষতা সম্পর্কে জানাতে পারেন।
শিক্ষক মান কি: শিক্ষকতা জন্য যে জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হয় সেটাকেই বলা হয় শিক্ষক মান বা সেটাই হচ্ছে শিক্ষক মান।
এখানে জ্ঞান হলো বিভিন্ন বিষয় অবগত থাকার বিশেষ জ্ঞান। পেশাগত জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা হলো শিক্ষক পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা, যা দ্বারা সে শিক্ষার্থীদেরকে পড়াবে।
- শিক্ষক মান হচ্ছে মোট: ৬+১৩+৮=২৩টি
- শিখনের ক্ষেত্র হচ্ছে মোট: ৫+৬+ ৪=১৫তি
- শিক্ষক যোগ্যতা হচ্ছে মোট= ৩৭টি
শুধু শিক্ষক হলে হবে না বা শিক্ষক হতে চাইলে শিক্ষক হয়ে যাব এমন না বরং এর জন্য যোগ্যতার প্রয়োজন হয়।
আর একজন শিক্ষক হতে গেলে যে সকল যোগ্যতার প্রয়োজন হয় সে সকল যোগ্যতা, দক্ষতা এবং জ্ঞানগুলোকে একত্রে শিক্ষক যোগ্যতা বলে।
একজনের শিক্ষককে উপযুক্ত সময় উপযুক্ত মতামত গ্রহণ করার মাধ্যমে সঠিক শিক্ষা প্রদান করে শিক্ষার্থীর জীবন গড়ে তুলে দিতে হয়। অর্থাৎ পাঠদান করালে শুধু হবে না বরং নির্দিষ্ট পরিমাণ বইয়ের অংশ প্রতিনিয়ত পড়িয়ে, সঠিক মত আদায় করিয়ে নিয়ে, পরীক্ষার জন্য প্রস্তুত করে, ফলাফল অর্জন করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে একজন শিক্ষকের।
অর্থাৎ শিক্ষক যোগ্যতা হলো কতগুলো দক্ষতা সমষ্টি যেগুলো দ্বারা শিক্ষার্থী শিক্ষা অর্জন থেকে ভালো ফলাফল পর্যন্ত সাহায্য পায় শিক্ষক থেকে।
বর্তমানে শিক্ষক হতে গেলে এবং শিক্ষকতার চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে শিক্ষক যোগ্যতার মান সম্পূর্ণরূপে পূরণ করতে হবে।
আরও পড়ুন: শিক্ষক নিবন্ধন কি?