শাপলার বৈজ্ঞানিক নাম কি: শাপলার বৈজ্ঞানিক নাম হলো: Nymphaea nouchali, বাংলা উচ্চারণ: নিম্ফিয়া নৌচালি। শাপলার ফুলের বৈজ্ঞানিক নাম থেকে এটা বোঝা যায় যে শাপলা ফুলের গণ হচ্ছে Nymphaea এবং প্রজাতির নাম হচ্ছে nouchali.
এটি হচ্ছে শাপলার ফুলের বৈজ্ঞানিক নাম এবং শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল তাই আমাদেরকে এর বৈজ্ঞানিক বিষয় জানতে হবে।
বর্তমান হচ্ছে প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগ এবং এই যুগে অবশ্যই আমাদেরকে জাতীয় ফুল শাপলার বৈজ্ঞানিক জ্ঞান মাথায় রাখতে হবে।
জাতীয় ফুল বাংলায় হচ্ছে শাপলা এবং এই ফুলটি বৈজ্ঞানিক ভাষায় লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে Nymphaea nouchali বা নিম্ফিয়া নৌচালি। বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা এবং এই শাপলার বিজ্ঞানসম্মত নাম এর ধারণা আমাদের সকলের মাথায় রাখা প্রয়োজন।
আবার সেই সাথে, শাপলার বৈজ্ঞানিক সকল বিষয় সম্পর্কে জানতে হবে যা আমরা এর শ্রেণীবিন্যাস থেকে পেতে পারি। অর্থাৎ শাপলার যাবতীয় বৈজ্ঞানিক ধারণা লাভ করার জন্য আমাদেরকে শাপলার বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস পড়তে হবে বা জানতে হবে।
শাপলা ফুলের শ্রেণীবিন্যাস
জাতীয় ফুল শাপলা সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে যেহেতু এর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস দেখতে হবে।
তাই আমারা এই পোষ্টের মধ্যে শাপলার বিজ্ঞানসম্মত যে শ্রেণীবিন্যাস প্রদান করা হয়েছে বইয়ে তা এখানে উল্লেখ করব এবং আলোচনা করব।
নিচে শাপলা ফুলের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে উল্লেখিত সকল বিষয় উপস্থাপন করা হলো:
- শাপলা ফুলের জগৎ: প্লান্টি (Plante)
- শাপলা ফুলের গোষ্ঠী: ট্র্যাকিওফাইটস (Tracheophytes)
- শাপলা ফুলের বর্গ: (Nymphaeales)
- শাপলা ফুলের ক্লেড: অ্যাঞ্জিওস্পার্মস (Angiosperms)
- শাপলা ফুলের পরিবার: নিম্ফিয়াচেয়া (Nymphaeaceae)
- শাপলা ফুলের গণ: (Nymphaea )
- শাপলা ফুলের প্রজাতি: (Nouchali)
এগুলো হলো শাপলা ফুলের বৈজ্ঞানিক ছেলেপিনাশ উল্লেখিত সকল তথ্য, বিষয় এবং জ্ঞানের সমাহার যা আমাদের লাভ করতে হবে। অর্থাৎ এই সকল বিষয়ের উপর বিশেষ জ্ঞান অর্জন করার মাধ্যমে আমাদেরকে জাতীয় ফুল শাখা সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা প্রচার করতে হবে।
শেষ কথা:
শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কি এবং শাপলা ফুলের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস এর উপর ভিত্তি করে যেগুলো তথ্য এখানে প্রদান করা হয়েছে। তার প্রত্যেকটি তথ্য আপনাকে অনেক বেশি জ্ঞান অর্জন করে জ্ঞানী করতে সাহায্য করবে এবং শাপলা ফুলের জ্ঞান ক্ষুধা নিবারণ করবে।
আর অবশ্যই, আমাদেরকে আমাদের জাতীয় ফুল সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞান রাখা অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করে থাকি।
আর আপনার এই জ্ঞান অর্জন করার বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই পোস্টটি শাপলা ফুলের বিজ্ঞানসম্মত জ্ঞান ও ধারণা দিয়েছি।
অন্যান্য ফুল যেমন স্থানে হয় কিন্তু শাপলা ফুল পানিতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাদা শাপলা ফুল দেখতে পাই। আর অবশ্যই আমাদেরকে এই সাদা শাপলা ফুলকে মূল্য দিতে হবে জাতীয় ফুল হিসেবে এবং জ্ঞান রাখতে হবে এই ফুলের উপর বিশেষ কিছু নিয়ে।
শাপলা ফুল নিয়ে বিশেষ কিছু জ্ঞান নিজের মাথায় রাখার জন্য সবচেয়ে উপযোগী জ্ঞান হচ্ছে বিজ্ঞানসম্মত জ্ঞান বর্তমান যুগের জন্য।
এজন্যই এই পোস্টের মাধ্যমে আপনাকে বিজ্ঞানসম্মত জ্ঞান প্রদান করেছে শাপলা ফুলের এবং আশা করি আপনারা এই জ্ঞান গ্রহণ করেছেন, ধন্যবাদ।
আরও পড়ুন: চিংড়ি মাছের বৈজ্ঞানিক নাম?