লিমিটিং বিক্রিয়ক কি: লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সেই বিক্রিয়ক যা সম্পূর্ণরূপে বিক্রিয়া করে শেষ হয়ে যায় বা সম্পূর্ণরূপে বিক্রিয়া করে ফেলে।
লিমিটিং বিক্রিয়ক সংজ্ঞা: রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সে বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে।
রাসায়নিক বিক্রিয়া কোনো বিক্রিয়াটি লিমিটিং বিক্রিয়ক হবে তা বিক্রিয়ক এর পরিমাণের উপর নির্ভর করে এবং কতটুকু বিক্রিয়া করবে বা কতটুকু অবশিষ্ট থাকবে এবং কোন উৎপাদন কতটুকু উৎপন্ন হবে ইত্যাদি লিমিটিং বিক্রিয়কের হিসাব করে বের করা হয়।
লিমিটিং বিক্রিয়ক নির্ধারণের গুরুত্ব
আপাতত দৃষ্টিতে লিমিটিং বিক্রিয়ক এর গুরুত্ব অনেক বেশি রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব আমরা দুইটি বিষয় পাই। তাই আমরা এখানে লিমিটিং বিক্রিয়কের দুটি গুরুত্ব নিয়ে নিচে আলোচনা করব বা নিচে এই দুটির নাম উল্লেখ করবো:
- বিক্রিয়ায় কতটুকু উৎপাদ তৈরি হবে তা জানা যায়,
- কতটুকু বিক্রিয়ক বিক্রিয়ায় অবশিষ্ট থাকবে তা জানা যায়।
এগুলো ছিল লিমিটিং বিক্রিয়ক নির্ধারণের গুরুত্ব এবং এই গুরুত্বগুলো অবশ্যই একটি বিক্রিয়ার জন্য জানা প্রয়োজন।
আরও পড়ুন: স্টয়কিওমিতি কাকে বলে?