রেডক্স বিক্রিয়া কাকে বলে: যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান বা জারণ বিজারণ ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে।
রেডক্স বিক্রিয়া বলতে কী বোঝানো হয়: রেডক্স বিক্রিয়া বলতে একই সাথে জারণ বিজারণ প্রক্রিয়াকে বোঝানো হয়।
আসলে এই রেডক্স বিক্রি হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া এবং এ বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ প্রক্রিয়া একই সাথে ঘটে। যেহেতু জারণ বিজারণ প্রক্রিয়া একই সাথে ঘটে সে এত সহজ ভাষায় বলতে গেলে এই বিক্রিয়া ইলেকট্রন আদান-প্রদান একই সাথে হয়।
রেডক্স বিক্রিয়া পদার্থ কি অবস্থায় পরিবর্তিত হয় বলে দাও?
রেডক্স বিক্রিয়া পদার্থগুলো অক্সিডেশন অবস্থার পরিবর্তিত হয় এবং এই অক্সিডেশন হচ্ছে ইলেকট্রন দান করার পর ক্রিয়া। অর্থাৎ রেডক্স বিক্রির যে পরিবর্তন ঘটে সে পরিবর্তনের শুরুটাই হয় ইলেকট্রন দান করার মাধ্যমে এবং এটি হচ্ছে অক্সিডেশন।
তাহলে আমরা আশা করতে পারি যে আপনি বুঝতে পেরেছেন রেডক্স বিক্রিয়া পদার্থ গুলো কি অবস্থায় পরিবর্তন ঘটে। আসলে এই পরিবর্তন ঘটার মাধ্যমে রেডক্স বিক্রিয়া সম্পন্ন হয় এবং এ বিষয়টি আপনাকে জানতে হবে বা বুঝতে হবে, ধন্যবাদ।
আরও পড়ুন: তাপহারী বিক্রিয়া কাকে বলে?