রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? রুই মাছের শ্রেণীবিন্যাস

রুই মাছের বৈজ্ঞানিক নাম কি: রুই মাছের বৈজ্ঞানিক নাম হলো: Labeo rohita বাংলায়: লাবেও রোহিত বা লাবেও রোহিতা। যেখানে রুই মাছের গণ হচ্ছে Labeo বা লাবেও এবং প্রজাতির নাম হচ্ছে rohita বা রোহিত।

বৈজ্ঞানিকভাবে প্রায় প্রত্যেকটি জীবের ও উদ্ভিদের নামকরণ করা হয়েছে এবং ঠিক অনুরূপভাবে রুই মাছের বৈজ্ঞানিক নামকরণটি এখানে উল্লেখ করেছে। রুই মাছের মত আরো অনেক মাছ রয়েছে যাদের বৈজ্ঞানিক ভাবে নামকরণ করা হয়েছে।

বৈজ্ঞানিক নামকরণ এবং দ্বিপদ নামকরণ একই কথা এবং রুই মাছের দ্বিপদ নামকরণ হচ্ছে Labeo rohita. অর্থাৎ সবকিছু মিলিয়ে বলতে গেলে রুই মাছের হোক আর অন্য কোন মাসের হোক সর্বক্ষেত্রে দ্বিপদ নামকরণ এবং বৈজ্ঞানিক নাম একই হয়ে থাকে।

রুই মাছের বৈজ্ঞানিক নাম কি
রুই মাছের বৈজ্ঞানিক নাম কি?

আমাদের আশেপাশে বিভিন্ন পুকুরের রুই মাছ চাষ করা হয় লাভজনকভাবে এবং এটি আমাদের কাছে পরিচিত একটি মাছ।

কিন্তু পরিচিত মাছ হওয়া সত্ত্বেও বৈজ্ঞানিক ধারণা না থাকার কারণে আমরা অনেকে রুই মাছের বৈজ্ঞানিক নাম জানতাম না।

আমরা তো এখানে বৈজ্ঞানিক নাম সম্পর্কে জানালাম রুই মাছের তবে এই রুই মাছের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রুই মাছের বিজ্ঞানসম্মত নাম জানা বা জানতে চাওয়া অর্থ হচ্ছে রুই মাছ নিয়ে বিশেষ জ্ঞান অর্জন করার আকাঙ্ক্ষা থাকা।

আর সেই সাথে রুই মাছের বৈজ্ঞানিক সকল কিছু জানার জন্য অবশ্য আমাদেরকে রুই মাছের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পর্কে বিশ্লেষণ করতে হবে।

রুই মাছের শ্রেণীবিন্যাস

আমরা যখন রুই মাছের শ্রেণীবিন্যাস দেখব তখন সেখানে আমরা রুই মাছের অনেক তথ্য পেতে পারবো এবং এই তথ্য গুলোর মধ্যে গণ ও প্রজাতির নাম থাকবে। আবার সেই সাথে এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা রুই মাছ কোন পর্ব এবং কোন কোন অন্যান্য বিষয়ের সাথে সংযুক্ত আছে সে সম্পর্কে জানতে পারব।

যদি রুই মাছের এই সকল বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন এবং শ্রেণীবিন্যাস দেখতে চান তাহলে অবশ্যই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

কেননা এখনই আমি এই রুই মাছের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসটির নিচে উল্লেখ করব এবং আপনাদেরকে রুই মাছের শ্রেণীবিন্যাস দেখাবো।

আপনাদের মাঝে রুই মাছের শ্রেণীবিন্যাসটি সম্পূর্ণরূপে নিচে জ্ঞানমূলক হিসেবে উপস্থাপন করা হলো:

  • রুই মাছের জগৎ: প্রাণী জগৎ (Animalia)
  • রুই মাছের পর্ব: কর্ডাটা (Cordata)
  • মাছটির উপপর্ব: ভার্টিব্রাটা (Vertebrata)
  • রুই মাছের শ্রেণি: রশ্মি-পাখনার মাছ
  • রুই মাছের বর্গ: সিপ্রিনিফর্মেস (Cypriniformes)
  • মাছটির পরিবার: কার্প পরিবার (Carp family)
  • রুই মাছের গণ: লেবে (Labeo)
  • রুই মাছের প্রজাতি: এল. রহিটা (L. rohita)

এটি রুই মাছের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস এবং এই শ্রেণীবিন্যাস থেকে দেখা যায় আমরা রুই মাছ কথা কোথা এসেছে সম্পর্কে জানতে পারছি।

রুই মাছ যে প্রাণিজগতের একটি প্রাণী এবং সেই সাথে করা ডাটা পর্বের একটি মাছ তা আমরা থেকে জানতে পারি।

আর এরকম আরো অনেক তথ্য আমরা উপরোক্ত শ্রেণীবিন্যাস থেকে জানতে পারি যা রুই মাছের মধ্যে বিদ্যমান রয়েছে। আর রুই মাছ সম্পর্কে বা রুই মাছের বৈজ্ঞানিক বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য অর্জন করার জন্য আমাদেরকে এর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসটি সঠিকমত বিশ্লেষণ করতে হবে।

শেষ কথা:

রুই মাছের বৈজ্ঞানিক নাম কি এবং রুই মাছের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে আজকের এই পোস্টটির মূল আলোচনা ছিল।

রুই মাছের বৈজ্ঞানিক বিষয় নিয়ে আজকের এই আলোচনায় প্রদান করার পর প্রত্যেকটি তথ্য আশা করি আপনি আয়ত্ত করেছেন।

অবশ্যই আপনাকে রুই মাছের এই সকল তথ্য নিজের মাথায় আয়ত্ত করতে হবে কেননা, এখন আপনার এই নামটি জানা যেমন দরকার হয়েছে পরবর্তীতে এই নামটি জানার দরকার হতে পারে। তাই আমি সর্বদা বলব আপনি রুই মাছের বৈজ্ঞানিক নাম এবং শ্রেণীবিন্যাস যথাযথভাবে স্মরণ রাখুন এবং অন্যকে জানিয়ে দিন।

বর্তমানে আমরা সকলে রুই মাছ দেখেছি এবং অনেকেই আমরা যারা মাছ প্রিয় লোক আছে তারা রুই মাছ খেয়েছি। তবে আমাদেরকে এই বিজ্ঞানের দুনিয়া বেঁচে থাকতে হলে অবশ্যই রুই মাছের বিজ্ঞানসম্মত বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে।

আমাদের দেওয়া ধারণা, যেখানে বিজ্ঞানসম্মত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে রুই মাছ নিয়ে আপনি এটি মনে রাখবেন।

ধন্যবাদ, আমাদের সাথে শেষ পর্যন্ত থেকে আপনার সময় কাজে লাগানোর জন্য এবং রুই মাছ সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা অর্জন করার জন্য।

আরও পড়ুন: ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!