রবি এমবি চেক । রবিতে এমবি চেক করার সকল পদ্ধতি ও কোড

রবি এমবি চেক করার কোড গুলো হলো:

  • *3#
  • *8444*88#
  • *222*81#
  • *123*3*5#

অনেক সময় দেখা যায়, আমাদের ফোনে রবির কয়েকটি কোড কাজ করে আবার কয়েকটি কোড কাজ করে না। তাই আমি আপনাদেরকে রবির এমবি চেক করার প্রত্যেকটি কোড উল্লেখ করেছি।

এবং এর যেকোনো একটি ব্যবহার করার মাধ্যমে বা ডায়াল করার মাধ্যমে আপনি আপনার পর্যাপ্ত এমবির ব্যালেন্স চেক করতে পারবেন। এমবি কেনার পর ব্যবহার করার মাধ্যমে আমাদের এমবি ধীরে ধীরে হ্রাস পায় এবং ব্যালেন্স থেকে কমতে থাকে।

এবং কমতে কমতে যখন শেষ হয়ে যায় তারপর আমাদের ফোনের রিচার্জিং ব্যালেন্স গুলো কাটতে থাকে।

এজন্যই মূলত এমবি চেক করে থাকি যেন কোন কারণবশত এমবি শেষ হয়ে যাওয়ার পর রিচার্জ ব্যালেন্স শেষ না হয়ে যায়।

উপরোক্ত কোডগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার রবিতে এমবি ব্যালেন্স কতটুকু রয়েছে তা জানতে পারবেন। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো *3# আপনার ফোনে ডায়াল করা।

কেননা এই কোডেটি অনেক বেশি ছোট এবং আপনার পক্ষে মনে বা স্মরণ করে রাখা অনেক বেশি সহজ হয়ে যাবে।

এই কোডটি মনে রাখার ফলে আপনাকে বারবার google এসে সার্চ করতে হবে না এবং বারবার তথ্য পেতে হবে না।

রবি তার এমবি চেক করার জন্য অনেক গুলো কোড প্রদান করেছেন এবং তার প্রত্যেকটি কোড আমি উল্লেখ করেছি আপনার সুবিধার জন্য। আপনি চাইলে যে কোন একটি কোড ব্যবহার করে আপনার এমবি চেক করতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবহার করতে পারবেন।

রবি এমবি চেক কোড ডায়াল পদ্ধতি

আমরা অনেকেই আছি যারা নতুন ফোন ব্যবহার করতেছে এবং নতুন করে রবি গ্রাহক হিসেবে নিযুক্ত হয়েছে।

অনেকেই রয়েছেন যারা রবি এমবি চেক কোড জানতে পারে কিন্তু কোথায় গিয়ে কিভাবে ডায়াল করতে হয় তা বুঝতে পারেনা।

আপনিও যদি এরকম একটি ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে, চিন্তা করার কোনো কারণ নেই কেননা এই পোস্টটিতে আপনি জানতে পারবেন কিভাবে কোড ডায়াল করবেন। ডায়াল করার পর দুই এক সেকেন্ডের মধ্যে আপনি আপনার এমবি চেক করতে পারবেন এবং তা উপভোগ করতে পারবেন।

রবি রবি এমবি চেক করার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়, যেগুলো হলো:

  • প্রথমে আপনাকে একটি মোবাইল ফোন বা স্মার্টফোনের প্রয়োজন হবে।
  • তারপর সেই ফোনটিতে একটি রবি সিম ইন্সটল বা প্রবেশ করা থাকতে হবে।
  • আপনার যদি বাটন ফোন হয় তাহলে বাটনে প্রয়োজনীয় সকল সংখ্যা উল্লেখ করা আছে।
  • বাটন ফোনের ক্ষেত্রে কোন ঝামেলা করতে হয় না আপনি সরাসরি ফোন চালু করার পর কোডে রাখা নাম্বারগুলো ডায়াল করে দিবেন।
  • আপনার যদি smartphone হয়ে থাকে তাহলে, আপনাকে আপনার ফোন কল নির্দেশিত একটি লগসহ অ্যাপ পরিলক্ষিত হবে।
  • এই অ্যাপে প্রবেশ করার পর আপনার ডায়াল প্যাড অপশন ওপেন হয়ে যাবে।
  • ডায়ালপ্যাডে প্রবেশ করার পর উপরোক্ত যে কোন একটি কোড ভালোভাবে ডায়াল করুন এবং কল বাটনে প্রেস করুন।

এমনভাবে কাজ করার মাধ্যমে আপনার কাছে দুই এক সেকেন্ডের মধ্যে একটি নোটিফিকেশন মেসেজ আসবে এবং সেই মেসেজে আপনার পর্যাপ্ত এমবি ব্যালেন্স পরিলক্ষিত হবে। রবিতে এসএমএস অফার চেক করা অনেক বেশি সহজ এবং এমবি চেক করা অনেক বেশি সহজ।

কেননা রবি তার গ্রাহকদেরকে পরিপূর্ণ সুবিধা প্রদান করার জন্য প্রতিবছর ক্ষুদ্র ক্ষুদ্র আকারে কোড আবিষ্কার করতেছে।

যার মাধ্যমে আমরা খুব সহজে রবিতে আমাদের পর্যাপ্ত ব্যালেন্স চেক করতে পারতেছি এবং উপভোগ করতে পারতেছি।

আশা করে এখন আপনি আপনার পর্যাপ্ত ইন্টারনেট ব্যালেন্স বা এমবি ব্যালেন্স চেক করতে পারবেন। আপনার পর্যাপ্ত ইন্টারনেট ব্যালেন্স চেক করার মাধ্যমে আপনি সঠিক সময় তা ব্যবহার করতে পারবেন এবং মেয়াদও দেখতে পারবেন।

রবি এমবি ব্যবহার করার পদ্ধতি

আমরা নানাভাবে এমবি ব্যবহার করে থাকি তবে আমাদের কিছু ভুল ব্যবহারের কারণে এমবির দ্রুত শেষ হয়ে যায়।

অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা চারপে পাঁচ মিনিট কাজ করে অনেক সময় অনেক বেশি এমবি খরচ করে ফেলি।

আপনার এমবি আপনি কিভাবে বাঁচাবেন এবং সঠিক নিয়মে কিভাবে ব্যবহার করবেন তা জানা প্রয়োজন। আপনার এমবি আপনি যত সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবেন আপনার এমবি তত সাশ্রয়ী হবে এবং বেশিদিন চালাতে পারবেন।

রবি এমবি ব্যবহার করার পদ্ধতি
রবি এমবি ব্যবহার করার পদ্ধতি

আপনি যদি আপনার এমবি বাঁচাতে চান এবং স্বাস্থ্রয় ব্যবস্থা অবলম্বন করে প্রয়োজনীয় সকল কাজ করার মাধ্যমে এমবি অবশিষ্ট রাখতে চান। তাহলে অবশ্যই আপনাকে আমাদের পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে এবং দিক নির্দেশনাগুলো মানতে হবে।

রবি এমবি ব্যবহার করার পদ্ধতির সময় নিচে উল্লেখ করা হলো:

  • প্রথমে এমবি কেনার পর অযথা ডাটা অন করে ভুলে ফোন বন্ধ করে দীর্ঘ সময় রাখবেন না।
  • এমবি কেনার পর যে কোন ব্রাউজার বা সার্চ ইঞ্জিনে গিয়ে বেশি সার্চ করবেন না।
  • কোন একটি ওয়েবসাইটে প্রবেশ করার পর দীর্ঘ সময় সেখানে অতিবাহিত করবেন না।
  • অযথা যে কোন ধরনের ভিডিও দেখাদেখি বন্ধ করুন অনলাইনে এবং শিক্ষামূলক গুলো দেখুন।
  • ফেসবুকে দীর্ঘ সময় অবস্থান করবেন না এবং আপনি চ্যাটিং করতে পারেন নির্দ্বিধায়।

এগুলো হলো কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোতে প্রবেশ করার ফলে আমাদের এমবি দ্রুত শেষ হয়ে যায়।

আপনি যদি আপনার রবি বা যে কোন সিমের এমবি দ্রুত ফুরাতে না চান তাহলে অবশ্যই এই পদ্ধতি গুলো অবলম্বন করুন।

এ পদ্ধতিগুলো অম্বলম্বন করার মাধ্যমে আপনার এমবি সাশ্রয়ী হবে এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনি আপনার এমবি ব্যবহার করতে পারবেন। ফলস্বরূপ আপনাকে বেশি এমবি ক্রয় করতে হবে না এবং আপনার আর্থিক ক্ষতি তেমন দেখা দিবে না।

এমন কেউ অনলাইন হতে কোন ধরনের গেমস অযথা ডাউনলোড করা উচিত নয় কেননা এর কারণেও এমবি দ্রুত শেষ হয়ে যায়।

আশা করি আপনারা আমার পদ্ধতিতে অবলম্বন করবেন এবং এমবি সাশ্রয়ের দিকে লক্ষ্য রাখবেন।

শেষ কথা

রবি সিমের এমবি চেক করার জন্য কি কি কোড ব্যবহার করতে হয় এবং কোন কোড ব্যবহার করে আপনি দ্রুত আপনার এমবি চেক করতে পারবেন তা নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনি পুরো আলোচনায় আমাদের সাথে ছিলেন এবং পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছেন।

আমরা সব সময় চেষ্টা করে আমাদের ভিজিটর গুলো যেন পরিপূর্ণ তথ্য পেয়ে যায় আমাদের একটি পোস্ট পড়ার মাধ্যমে। তাই আমি এই পোস্টে সকল কোড গুলো উল্লেখ করেছি যেন আপনি অন্য কোন পোস্টে লক্ষ্য না রাখতে হয়।

আপনার সুযোগ তৈরি করে দেওয়া আমাদের কাম্য এবং আপনাকে সাহায্য করা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

আশা করি আপনারা আমাদের পোস্টে পড়ে অনেক বেশি উপকৃত হয়েছেন, উপকৃত হয়ে থাকলে একটি কমেন্ট করে যান।

আপনার কমেন্ট পড়ার মাধ্যমে আমরা আরও বেশি অনুপ্রেরণিত হয় এবং বেশি বেশি করে ইনফরমেশন দিতে বাধ্য হয়।

আপনি যদি একজনও রবি গ্রাহক হয়ে থাকেন তাহলে এই পোস্টটি ছিল শুধুমাত্র আপনার জন্য।

এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে আমার একটি যোগাযোগ সৃষ্টি হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি পরবর্তীতে আর অন্য কোন পোস্টে যেতে হবে না এমবি চেক করার জন্য বা এমবি চেক করার কোড খুঁজে বের করার জন্য।

আজকের মত পোস্টটি ছিল এ পর্যন্তই, সকলকে জানাই আল্লাহ হাফেজ এবং শুভকামনা জীবনের প্রতিটি মুহূর্তের।

আরও পড়ুন: রবি ৫ টাকায় ৫০০ এসএমএস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top