মেহগনি গাছের বৈজ্ঞানিক নাম Swietenia mahagoni (বাংলায়: সুইতেনিয়া মহাগনি)। মেহগনি গাছের দ্বিপদ নামটি তার নিজ নামের সাথে কিছুটা মিল রয়েছে। আমরা কাঠ গাছ হিসেবে মেহগনিকে বিশেষভাবে চিনে থাকে এবং এটি ছিল এই কাঠ গাছের দ্বিপদ নাম।
কাঠ গাছ হিসেবে আমরা মেহগনি গাছকে চিনে থাকি এবং এই মেহগনি গাছকে আমরা বাংলা ভাষায় মেহগনি বলে ডাকি।
কিন্তু বৈজ্ঞানিকভাবে বা বৈজ্ঞানিক ভাষা কি আসলে মেহগনিকে আজকে মেহগনি বলে ডাকা হয় বা মেহগনি বলে ডাকার কোন ব্যবস্থা আছে।
আসলে আমরা মেহগনি গাছকে কখনোই বৈজ্ঞানিকভাবে বা বৈজ্ঞানিক ভাষায় মেহগনি বলে আখ্যায়িত করতে পারবো না। আমরা মেহগনিকে আজকে শুধুমাত্র বাংলা ভাষায় মেহগনি বলে আখ্যায়িত করতে পারবো এবং কাঠ গাছ হিসেবে মেহগনির নাম বলতে পারব।
তবে বৈজ্ঞানিক ভাষায় মেহগনির কোন ব্যবস্থা নেই যে আমরা একে মেহগনি বলে ডাকতে পারবো গাছটি চিহ্নিত করতে।
বৈজ্ঞানিক ভাষায় মেহগনি গাছকে চিহ্নিত করতে এর বিজ্ঞানসম্মত একটি নাম রয়েছে যে নামের মধ্যে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে মেহগনি গাছের।
মেহগনি গাছের বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম
মেহগনি গাছের দ্বিপদ নাম লেখার জন্য প্রথমে আমাদেরকে, মেহগনি গাছের গণ এবং পরবর্তীতে প্রজাতির নাম উল্লেখ করতে হবে।
এই মেহগনি গাছের গণ এবং প্রজাতির নাম একসঙ্গে উল্লেখ করে লেখার মাধ্যমে আমরা এর দ্বিপদ নাম লিখতে সক্ষম হব।
এখানে মেহগনি গাছের গণ হলো Swietenia এবং প্রজাতির নাম হলো: mahagoni.
মেহগনি গাছের গণ এবং প্রজাতির নাম একসঙ্গে লিখে, এর দ্বিপদ নামটি দাঁড়ায় Swietenia mahagoni.
তাহলে আমরা বুঝতে পারতেছি যে দ্বিপদ নাম লেখার উপর ভিত্তি করে আমাদের মেহগনি গাছের বিজ্ঞানসম্মত নামটি সঠিক।
কেননা মেহগনি গাছের বিজ্ঞানসম্মত নামটির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে গণ এবং প্রজাতির নাম সঠিকভাবে উল্লেখ করে লেখা হয়েছে।
আর এখানে দেওয়া নিয়মটি যে শুধুমাত্র মেহগনি গাছের জন্য এমন না বরং প্রত্যেকটি ক্ষেত্রে দ্বিপদ নাম লিখতে এ নিয়ম ব্যবহার হয়। বিজ্ঞানসম্মত নামকরণকে আমরা আরেকভাবে দ্বিপদ নামকরণ করতে পারে এবং এটি ছিল মেহগনি গাছের দ্বিপদ নামকরণ লেখার নিয়ম।
শেষ কথা:
মেহগনি গাছের বৈজ্ঞানিক নাম কি এবং মেহগনি গাছের দ্বিপদ নাম লেখার উপর ভিত্তি করে আপনাকে মেহগনি তথ্য দেওয়া হয়েছে।
মেহগনি গাছ থেকে আমরা মেহগনি ফল পাই এবং এই মেহগনি গাছের ফলের ভেতর থাকে কিছু পাতার মত বীজযুক্ত উপাদান।
কাঠের গাছ হিসেবে এবং কাঠ ভালো মানের পাওয়ার জন্য আমরা অনেকে মেহগনি গাছ ব্যবহার করে থাকি। আমরা যারা বাঙালি আছি তারা অনেকেই মেহগনি গাছের দ্বিপদ নাম জানতো না এবং বাংলা ভাষায় একে শুধুমাত্র মেহগনি বলে ডাকতো।
তবে বর্তমান সময় আমাদেরকে কোন বিষয়ে অভিজ্ঞ না থাকলে সকল কিছুতে প্রাধান্য দেওয়া হয় না বা মূল্য দেওয়া হয় না।
আর যেখানে আমরা কথা বলি বৈজ্ঞানিক যুগের কথা অর্থাৎ এই সময় সেখানে বৈজ্ঞানিক সকল ধারণা রাখতে হবে মূল্য পাওয়ার জন্য।
আর কাঠের ক্ষেত্রে মেহগনি গাছের যে সকল বৈজ্ঞানিক ব্যবস্থা, নামো তথ্য রয়েছে তা আমাদেরকে জানতে হবে। কেননা আমরা যখন এটি জানতে পারবো তখন আমাদের বৈজ্ঞানিক অভিজ্ঞতা বাড়বে মনে কাজ সম্পর্কে এবং আমরা মূল্য পাব নিজের যোগ্যতার।
তাহলে আমি সর্বশেষে আবার বলতে চাই যে, মেহগনি গাছের দ্বিপদ নাম Swietenia mahagoni (বাংলায়: সুইতেনিয়া মহাগনি)।
আরও পড়ুন: আমের বৈজ্ঞানিক নাম কি?