ইঞ্জিন ও মেশিন কাকে বলে? ইঞ্জিন ও মেশিনের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য?

মেশিন কাকে বলে: কোন একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে যে যান্ত্রিক বস্তু গঠন করা হয় তাকে মেশিন বলে। অর্থাৎ একটি মেশিনে বেশ কয়েকটি যন্ত্রাংশ থাকে এবং মেশিন ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল হতে পারে।

ইঞ্জিন কাকে বলে: ইঞ্জিন হলো একটি প্রাইম মুভার বা যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি একটি স্বয়ংক্রিয় যন্ত্র। যা জ্বালানি পুড়িয়ে তাপ শক্তি উৎপন্ন করতে সক্ষম এবং উৎপন্ন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে নিজে চলে এবং অন্যান্য যন্ত্রাংশকে নিয়ন্ত্রণ করে তাকে ইঞ্জিন বলে।

মেশিন কাকে বলে
মেশিন কাকে বলে?

এখানে ইঞ্জিন ও মেশিনের মধ্যে যে সংজ্ঞা বিদ্যমান রয়েছে তা উল্লেখ করা হয়েছে আপনার জ্ঞান বৃদ্ধি করার জন্য।

তবে এই ইঞ্জিন ও মেশিনকে আমরা অনেকেই আছি যারা একই বলে ধারণা করি এবং এ ধারণাটি অবশ্য একটি ভুল ধারণা।

কেননা ইঞ্জিন ও মেশিন কখনোই একই ধরনের বস্তু নয় এবং এদের মধ্যে রয়েছে অনেক বেশি বৈসাদৃশ্য ও পার্থক্য। নিচে উল্লেখযোগ্য কিছু বই সাদৃশ্য ও পার্থক্য উল্লেখ করব যা আপনাকে অনেক বেশি অনুপ্রেরিত করবে ইঞ্জিন ও মেশিন সম্পর্কে ধারণা লাভ করার জন্য।

ইঞ্জিন ও মেশিনের মধ্যে পার্থক্য কি?

আমাদের মধ্যে অনেকে আছে যারা ইঞ্জিন ও মেশিনের মধ্যে সাধারণ পার্থক্যটুকু জানি না, আর অবশ্যই আপনাদেরকে আমাকে এই বিষয় সম্পর্কে জানতে হবে। তাই আমি নিচে ইঞ্জিন ও মেশিনের মধ্যে পার্থক্য সমূহ বিশেষভাবে উপস্থাপন করলাম:

ইঞ্জিনমেশিন
১.) ইঞ্জিন চালার জন্য জ্বালানি পুড়াতে হয় এবং তা থেকে তাপ শক্তি উৎপন্ন করতে হয়।১.) মেশিন চালানোর জন্য জ্বালানি পুড়াতে হয় না।
২.) ইঞ্জিন হচ্ছে একটি স্বয়ংক্রিয় যন্ত্র, যা নিজেই নিজের শক্তি উৎপাদন করতে পারে।২.) মেশিন একটি স্বয়ংক্রিয় যন্ত্রণায় এবং এটি নিজে নিজে শক্তি উৎপন্ন করতে সক্ষম নয়।
৩.) ইঞ্জিন তৈরি করা হয় বিভিন্ন ধরনের যন্ত্রাংশ একসঙ্গে নিয়ন্ত্রণ ও শক্তি প্রদান করার জন্য।৩.) মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ একসঙ্গে নিয়ন্ত্রণ করা সম্ভব তবে শক্তি প্রদান করা সম্ভব নয়।
৪.) ইঞ্জিন দ্বারা বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা সম্ভব হয়।৪.) মেশিনের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করা সম্ভব তবে তা জ্বালানি পুড়িয়ে নয়।
৫.) ইঞ্জিন দ্বারা যে কোন ধরনের শক্তি এবং বাস্তব কাজ করা সম্ভব।৫.) মেশিন এর মাধ্যমে যেকোনো ধরনের শক্তি উৎপাদন করা সম্ভব নয় তবে বাস্তব কাজ করা সম্ভব।
ইঞ্জিন ও মেশিনের মধ্যে পার্থক্য কি?

এগুলো হলো ইঞ্জিন ও মেশিনের মধ্যে পার্থক্য এবং আশা করি এই পার্থক্যগুলো দ্বারা আপনারা ইঞ্জিন ও মেশিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে সক্ষম। যদিও বা ইঞ্জিন ও মেশিন সম্পর্কে সম্পূর্ণ ধারণা শুধুমাত্র এতোটুকু তথ্য দিয়ে জানা সম্ভব নয় তবুও আপনারা অনেকটুকু জেনেছেন।

ইঞ্জিন এবং মেশিন এই দুইটা যন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো জ্বালানি কেননা ইঞ্জিন জ্বালানি ছাড়া চলতে পারে না।

আর ওপার দিকে মেশিন খুব সহজে জ্বালানি ছাড়া চলতে পারে এবং নিজেকে সক্রিয়ভাবে কাজে লাগিয়ে কাজ সম্পন্ন করতে পারে।

মেশিনের কাজ

প্রযুক্তিগত এই পৃথিবীতে আমরা সর্বদা মেশিন ও যন্ত্রপাতির উপর এত বেশি নির্ভর হয়ে পড়েছি যে চলার পথে প্রযুক্তি ব্যবহার করছি।

এ প্রযুক্তি বলতে মেশিনের কথা বিশেষভাবে উল্লেখ হতে পারে যদিও বা মেশিন দ্বারা পুরো প্রযুক্তি জগৎ সনাক্ত করা সম্ভব নয়।

মেশিন আমাদেরকে নানাভাবে কাজের সহযোগিতা করে এবং নিজে বিভিন্ন প্রকার কাজ করে থাকে। উল্লাসযোগ্য কিছু মেশিনের কাজ নিচে আপনাদের মাঝে সহজ ভাষায় উপস্থাপন করা হলো:

  • মেশিন এর মাধ্যমে সেলাই করার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা সম্ভব হয়।
  • মেশিন এর মাধ্যমে কৃষি ক্ষেত্রে ধান কাটা ও চাষ দেওয়া অতি সাধারণ বিষয় হয়েছে।
  • মেশিন এর মাধ্যমে বর্তমানে চুল কাটা সম্ভব হয়েছে।
  • যেকোনো ধরনের কাপড় দ্রুত ধৌত করার জন্য মেশিন কাজ করে।
  • যেকোনো বস্তুর নির্ভুল এবং সঠিক ওজন মাপার জন্য মেশিন ব্যবহার করা হয়।
  • যেকোনো ছবির ফটোকপি বের করার জন্য মেশিন কাজ করে।
  • ব্লেন্ডার দিয়ে যেকোনো কিছু দ্রুত কাটার জন্য মেশিন কাজ করে।
  • যে কোন খাবার মিক্সার দিয়ে মিক্স করার জন্য মেশিন কাজ করে।
  • ডায়াবেটিস চেক বা মাপার জন্য মেশিন ব্যবহার করা হয়।
  • বাসা বাড়ির ঘাস কাটার জন্য মেশিন কাজ করে।

এগুলো হলো মেশিনের কিছু কাজ এবং মেশিন দ্বারা আমরা সর্বদা এই সকল কাজ সম্পূর্ণ করার জন্য ব্যবহার করতে পছন্দ করে।

মেশিনের কাজ শুধুমাত্র এতোটুকুতেই সীমাবদ্ধ নয় বরং আরো অনেক বেশি ব্যবহার ও কাজ রয়েছে যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করেই চলেছি।

আরও পড়ুন: ইঞ্জিন কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top