মুস্তাহাব অর্থ কি এর সবচেয়ে যে সঠিক উত্তর বা বেশি ব্যবহৃত উত্তর সেটি হচ্ছে পছন্দনীয়। আর ইসলামে এটিকে পছন্দনীয় ইবাদতের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে যা প্রিয় নবী পছন্দ করে থাকে। মুস্তাহাব অর্থ হলো পছন্দনীয়, উত্তম, মঙ্গলকর এবং ভালো ইত্যাদি। ইসলামে শরীয়তের পরিভাষায় মুস্তাহাব শব্দের সবচেয়ে বেশি ব্যবহৃত অর্থ হলো পছন্দনীয়।
অর্থাৎ আমাদের প্রিয় নবীর নিকট যে সকল ইবাদত বা আমল পছন্দনীয় ছিল সেগুলোকে মুস্তাহাব বলা হয়। এমন কিছু কিছু আমল রয়েছে যেগুলো আমাদের প্রিয় নবী অনেক বেশি পছন্দ করতেন ফরজ না হওয়া সত্বেও এবং এই সকল ইবাদত গুলোই হচ্ছে মুস্তাহাব।
আপনি আমি যদি আমাদের প্রিয় নবীর শাফায়াত পেতে চায় তাহলে অবশ্যই মুস্তাহাব অবলম্বন করতে হবে কেননা ইহাতে সুন্নতের মতো সওয়াব পাওয়া যাবে। কেননা আমরা জানি যে আমাদের প্রিয় নবী কখনো তার উম্মতকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না বা করতে চাইবে না।
কিন্তু আপনি আমাদের প্রিয় নবীর উম্মত প্রমাণ করাতে অবশ্যই আপনার মাঝে সুন্নতে থাকতে হবে যা দ্বারা প্রমাণ হবে আপনি উম্মত।
কিন্তু আপনি যদি মুস্তাহাব অথবা সুন্নত কিছুই পালন না করেন তাহলে কিভাবে প্রমাণিত হবে যে আপনি প্রিয় নবীর উম্মত।
তাই অবশ্যই আল্লাহ তায়ালার নিকট যদি নবীর শাফায়াত পেতে চান তাহলে অবশ্যই এই মুস্তাহাব আমল করা দরকার।
আর মুস্তাহাবের সাথে অবশ্যই সুন্নতে আপনাকে পালন করতে হবে এবং সেই সাথে আল্লাহর দেওয়া ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করতে হবে।
মুস্তাহাব এর সংজ্ঞা বা কাকে বলে?
যে সকল কাজের প্রতি রাসূলুল্লাহ (স.) উম্মতকে উৎসাহ প্রদান করেছেন এবং নিজে করতে পছন্দ করতেন এবং এ সকল কাজ করলে নেকি পাওয়া যায়, তবে না করলে গুনাহ হইবে না শরীয়তের পরিভাষায় এই সমস্ত কাজকে মুস্তাহাব বলে।
অর্থাৎ এই মুস্তাহাবকে সুন্নতের অন্তর্ভুক্ত করা যাবে কেননা আমাদের এই মুস্তাহাব যেহেতু নবীজির প্রিয় ইবাদত এবং সুন্নত হচ্ছে প্রিয় ইবাদতের অন্তর্ভুক্ত তাই। শুধুমাত্র এই একটি কারণের জন্যই আমরা মূলত মুস্তাহাবিকা সুন্নতের অন্তর্ভুক্ত বলে গণনা করতে পারে তবে এমনটা সঠিক নাও হতে পারে।
এই সকল বিষয়ের উপর কোন ব্যাখ্যা না থাকার কারণে আমি এর সঠিক উত্তর কখনোই বলবো না যে মুস্তাহাব সুন্নতের অন্তর্ভুক্ত।
তবে ভাবভঙ্গি হিসেবে সুন্নতের অন্তর্ভুক্ত হওয়ার কথা এমনটি চিন্তাভাবনা করা যাবে না কেননা বেদায়াতের অন্তর্ভুক্ত হতে পারে।
তাই অবশ্যই আপনাকে আমাকে মুস্তাহাবের সকল ইবাদত করতে হবে কেননা যে সকল ইবাদত প্রিয় নবীর প্রিয় ছিল সেগুলো অবশ্যই ভালো হবে। আর যখন আমরা প্রিয় নবীর প্রিয় কাজগুলো বা ইবাদত গুলো পালন করব তখন অবশ্যই এটি আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা পাবে।
তাই আল্লাহ তায়ালার গ্রহণযোগ্যতা পাওয়ার মাধ্যমে আমরা খুবই সহজে তিনার সন্তুষ্টি অর্জন করতে পারব।
আর আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমরা খুব সহজে ইহকাল এবং পরকাল উভয় জীবনে কল্যাণ এবং কল্যাণ লাভ করব।
যেহেতু প্রিয় নবী আপনাকে আমাকে অনুপ্ররিত করেছে এই সকল ইবাদত করার জন্য এবং আমিও আপনাকে অনুপ্রেরিত করলাম মুস্তাহাব পালন করার জন্য। যে সকল কাজ করা মুস্তাহাবের অন্তর্ভুক্ত হবে সে কাজগুলো চলুন দেখে নেই যেন আপনি আদায় করতে পারেন।
মুস্তাহাব এর উদাহরণ
ইতিমধ্যে আমরা মুস্তাহাব শব্দের অর্থ কি সম্পর্কে এবং মুস্তাহাবের সংজ্ঞা সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করে ফেলেছি।
কিন্তু কোন কাজগুলো করলে মুস্তাহাব হবে এ বিষয়ে সম্পর্কে কিছু জ্ঞান লাভ করে নি তাই এখানে সেগুলো আলোচনা করব।
ফরজ, ওয়াজিব এবং সুন্নত ব্যতীত অতিরিক্ত সব ধরনের ইবাদত ও ভালো কর্মকে মুস্তাহাব হিসেবে গণ্য করা হয়েছে, অর্থাৎ সকল প্রকার নফল ইবাদত হচ্ছে মুস্তাহাব। উদাহরণ:
- প্রতি ওয়াক্তে দুই রাকাত করে নফল নামাজ আদায় করা মুস্তাহাব।
- মধ্যরাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা মুস্তাহাব।
- ফজরের নামাজের পর ইশরাক নামাজ আদায় করা মুস্তাহাব।
- যে কোনো সময় তওবা পাঠ করা হচ্ছে মুস্তাহাব।
- তাহিয়্যাতুল ওযু করা ও পবিত্র থাকা হচ্ছে মুস্তাহাব।
এগুলো হলো মুস্তাহাব এর কিছু উদাহরণ এবং আপনি যদি মুস্তাহাবের ইবাদত গুলো পালন করতে চান তাহলে অবশ্যই এগুলো পালন করুন।
কেননা আমাদের প্রিয় নবী যেহেতু এই কাজগুলো পছন্দ করত, সে অনুযায়ী অবশ্যই আল্লাহ তাআলার নিকট এটি গ্রহণযোগ্যতা পাবে সন্তুষ্টির।
আর অবশ্যই মুস্তাহাব একটি পছন্দনীয় ইবাদত হওয়ার কারণে আমাদের প্রিয় নবীর কাজ থেকে শাফায়াত লাভ করা যাবে।
কেননা ইহার মাধ্যমে আমরা আমাদের প্রিয় নবীর উম্মত হিসেবে নিজেকে পরিচয় দিতে পারব এবং প্রমাণ করতে পারব।
আর যখন আমরা নবীজির শাফায়েত পাব তখন আমাদের কে আল্লাহ তায়ালা অবশ্যই দয়া মায়া করে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর অবশ্যই আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবীর শাফায়াত সহজে অমান্য করতে পারবে না।
মুস্তাহাব এর প্রতিশব্দ
মুস্তাহাব এর প্রতিশব্দ হলো নফল বা মানদুব এবং মুস্তাহাবকে নফল বা মানদুবও বলা হয়ে।
এটি হচ্ছে মুস্তাহাবের প্রতি শব্দ এবং আপনি যদি মুস্তাহাবকে এই নামে ডেকে থাকেন তাহলে কোন অসুবিধা হবে না। আর এই সকল প্রতিশব্দগুলো আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে সংগ্রহ করেছি যা অবশ্যই আপনাকে জ্ঞান অর্জন করতে সাহায্য করবে।
অবশ্য বিভিন্ন বোর্ড পরীক্ষা ও স্কুল পরীক্ষায় মুস্তাহাব এর প্রতিশব্দ নিয়ে প্রশ্ন আসতে পারে তাই এখানে উল্লেখ করেছি।
যেন আপনার সম্পূর্ণ জ্ঞান অর্জন করে আপনার কাছে এরকম প্রশ্ন আসলে তার সঠিক উত্তর দিয়ে পূর্ণ নম্বর পেতে পারেন।
আর আবার বলে নিয়েতেছি যে, অবশ্যই মুস্তাহাব হচ্ছে পছন্দনের ইবাদত যা আমাদের প্রিয় নবী আমল করতে পছন্দ করতেন।
আমাদের প্রিয় নবীর পছন্দনীয় সকল কাজ, বাণী এবং আমল সমষ্টির বিশেষ নাম হচ্ছে মুস্তাহাব।
আর অবশ্যই আপনাকে আমাকে মুস্তাাহের উপর বিশ্বাস অর্জন করতে হবে এবং সেই সাথে আমলগুলো সঠিক মত আদায় করতে হবে।
মুস্তাহাব পালন করার মাধ্যমে অবশ্যই আমরা পেতে পারি অনেক সওয়াব কেননা ই হাতে আল্লাহ তায়ালা সন্তুষ্টি হতে পারেন।
আরও পড়ুন: সুন্নাত কাকে বলে?