মুবাহ অর্থ কি?

মুবাহ অর্থ কি: মুবাহ একটি আরবি শব্দ যার কোন অর্থ নেই বরং এটিকে হালাল বলে অব্যাহত করা হয়। ইসলামে যেহেতু এই সকল কাজের কোন নিষেধ প্রকাশ করা হয়নি এবং আদেশ দেওয়া হয়নি সেজন্য এই সকল কাজকে হালাল বলা হয়।

বিখ্যাত সকল ব্যক্তির কথার ভিত্তিতে বেশিরভাগ ক্ষেত্রে মুবাহ কে হালাল বলে চিহ্নিত করা হয়েছে। মুবাহ হলো এমন একটি শব্দ যার দ্বারা হালাল এবং হারাম কিংবা আদেশ এবং নিষেধ কোনটাই বোঝানো হয়নি।

অর্থাৎ যে সকল কাজে ইসলামের পক্ষ হতে কোন বাধা এবং আদেশ প্রদান করা হয়নি সেই সকল কাজের সমষ্টিকে মুবাহ বলে।

আর এই মুবাহ সর্বদা হালাল হিসেবে অবহিত করা হয় কেননা যেহেতু ইহাতে কোন আদেশ এবং নিষেধ কোনটাই করা হয়নি।

মুবাহ অর্থ কি
মুবাহ অর্থ কি?

যদি হারাম হিসেবে বিবেচনা করা হতো তাহলে অবশ্যই কথা না কোথাও এ সকল কাজের উপর বাধা প্রদান করা হতো।

কিন্তু ইসলামে কোন অংশ নেই যেখানে মুবাহের কাজের উপর বাধা প্রদান করেছে এবং এটাই মূল কারণ একে হালাল বিবেচনা করার।

এই মুবাহ এর অর্থ হালাল কিনা হারাম এ বিষয়ের উপর কোন ব্যাখ্যা ইসলামের মধ্যে খুঁজে পাওয়া যায়নি।

আর অনেক বড় বড় বিশেষজ্ঞ আলেম ওলেমাদের মতে এই মুবাহ হচ্ছে হালাল কেননা হারাম হলে বাধা প্রদান করা হতো।

ইতিমধ্যে যতগুলো হারাম বিষয়ে রয়েছে তার প্রত্যেকটি নিয়ে ইসলামে আলোচনা করা হয়েছে কিন্তু মুবাহ এর অন্তর্ভুক্ত কাজগুলো নিয়ে কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। অর্থাৎ কোন প্রকার বাধা-বিপত্তি না থাকার কারণে বিখ্যাত আলেম ওলেমারা এটিকে হালাল বলে বিবেচনা করেছেন।

মুবাহ কাকে বলে?

যে সকল কাজ করলে কোনরূপ নেকী পাওয়া যায় না, আবার না করলে কোন গুনাহ হয় না এবং এ সকল কাজের কোন আদেশ ও নিষেধ নেই এরূপ কাজ সমূহকে মুবাহ বলে

অর্থাৎ মুবাহ কাকে বলে এর সংজ্ঞা দ্বারা এটি বোঝা যায় যে মুবাহের অন্তর্ভুক্ত কাজগুলো করলে কোন সওয়াব পাওয়া যায় না।

আবার সেই সাথে কোন প্রকার গুনাহ পাওয়া যায় না মুবাহের অন্তর্ভুক্ত কাজগুলো করার মাধ্যমে।

কেননা ইসলামে এই বিষয়ে কোন আদেশ নিষেধে প্রদান করা হয়নি এবং আদেশ-নিষেধ প্রদান না করার কারণে এর কোন নেকি নেই।

আবার সেই সাথে এর কোন গুনাহ নেই যদি আপনি আমি মুবাহের অন্তর্ভুক্ত কাজগুলো যথাযথভাবে পালন না করি।

তবে এই সকল বিষয়ের উপর আপনাকে ইসলামিক দিক দিয়ে কোন প্রকার অনুসরণ করার দরকার নেই। কেননা যেহেতু এটির উপর অনেক বেশি সন্দেহ কাজ করছে বা সন্দেহ তে আছে তাই অবশ্যই আপনাকে বিরত থাকা উচিত এ সকল কাজ থেকে।

যেহেতু এই সকল কাজ করার মাধ্যমে কোন সওয়াব পাওয়া যাবে না তাই অযথা সময় নষ্ট না করে সঠিক ইবাদত করা।

আপনি যে সময় মুবাহের কাজ করবেন ঠিক সেই সময় নেকি অর্জন করার জন্য কিছু বিশেষ আমল করেন তাতে লাভ হবে।

শেষ কথা:

মুবাহ অর্থ কি এবং মুবাহ কাকে বলে এই বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই পোস্টটিতে তথ্য দেওয়া হয়েছে। অবশ্য এ মুবাহ সম্পর্কে যতগুলো তথ্য জানা দরকার তার প্রত্যেকটি নিয়ে আলোচনা করেছি এবং এর বেশি আপনার জানার দরকার নেই।

আমল করার ক্ষেত্রে মুবাহ এর কোন গুরুত্ব নেই কেননা এই বিষয়ের উপর কোন আদেশ বা নিষেধ প্রদান করা হয়নি।

তাই অবশ্যই আপনাকে এই মুবাহ এর দিকে কোন লক্ষ্য না রেখে সুন্নত অথবা নফল আমল করলে অবশ্যই ভালো হবে।

আমি আবারও বলছি, যে সকল কাজে ইসলাম কোন প্রকার বাধা এবং আদেশ প্রদান করেনি সেই সকল কাজের সমষ্টি হচ্ছে মুবাহ।

আবার এই সকল কাজ আদায় করার ফলে কোনো প্রকার সওয়াব বা নেকি অথবা গুনাহ হয় আমাদের আমলনামায় দেওয়া হয় না।

যদিও বা বিশেষ আলেমদের মতে মুবাহ হালাল বলে বিবেচনা করেছে তবুও সোয়াব আছে কিনা এ বিষয়ে নিশ্চিত ধারণা প্রদান করেনি।

আর এই সকল বিষয়ে কোনো নিশ্চিত ধারনা না থাকার কারণে অবশ্যই আমাদেরকে এই সকল কাজ থেকে বিরত থাকা উচিত।

তবে আপনি চাইলে মুবাহের কাজ করতে পারেন কেননা এ সকল কাজ করতে গেলে কোন বাধা নেই তাই। আপনি চাইলেই মুবাহের অন্তর্ভুক্ত কাজগুলো করতে পারবেন এবং সেই সাথে মুবাহের অন্তর্ভুক্ত কাজগুলো আমল করতে পারবেন কোন বাধা নেই।

আরও পড়ুন: মুস্তাহাব অর্থ কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top