মসজিদে প্রবেশের দোয়া | মসজিদ থেকে বের হওয়ার দোয়া (বাংলা অর্থসহ)

মসজিদে প্রবেশের দোয়া “اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِك” (উচ্চারণ: আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রহমাতিক)। আপনি মসজিদে প্রবেশের সময় অবশ্যই এ দোয়াটি প্রবেশ করার সময় পরে নিবেন। মসজিদে প্রবেশের দোয়ার বাংলা অর্থ: হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা গুলো খুলে দিন।

অর্থাৎ মসজিদে প্রবেশ করার দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিকট হতে রহমত কামনা করি এবং প্রবেশ করি।

আর আপনাকে অবশ্যই আল্লাহ তায়ালার নিকট হতে রহমত কামাদা করতে হবে এবং এর জন্য সর্বোত্তম হবে মসজিদে প্রবেশ।

মসজিদে প্রবেশের দোয়া
মসজিদে প্রবেশের দোয়া

অবশ্যই আপনাদের আমাকে আল্লাহর নিকট হতে রহমত কামনা করা অনেক বেশি দরকার, আল্লাহর রহমত আমাদের জীবনের কল্যাণ। কেবলমাত্র আল্লাহ তাআলার রহমত দ্বারাই আমরা যেকোনো প্রকার সমস্যা থেকে সমাধান পাব এবং তিনি আমাদেরকে সমস্যায় ফেলবেন না।

আবার জটিল কোন রোগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে রহমত অনেক বেশি প্রয়োজন হয় এবং আল্লাহর রহমতে শাফায়াত পাওয়া যাবে।

এটি ছিল মসজিদে প্রবেশের দোয়া যার মধ্যে বাংলা উচ্চারণ সহ অর্থ উল্লেখ করা হয়েছে আপনি মসজিদে প্রবেশে দোয়াটি পড়বেন।

আশা করি এই তথ্যগুলো আপনাকে ইবাদত করার জন্য সাহায্য করবে এবং মসজিদে প্রবেশের আদব দেখাবে।

মসজিদ থেকে বের হওয়ার দোয়া

মসজিদ থেকে বের হওয়ার দোয়া “بِسْمِ اللَّهِ وَالصّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك، اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ” (উচ্চারণ: বিসমিল্লা-হি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ)। অবশ্যই মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ে নিবেন এবং এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহর নামে বের হচ্ছে।

অনেকে মনে করবেন যে এত বড় একটি দোয়ার অর্থ শুধুমাত্র এতটুকু এবং এতে সকলে হয়তোবা প্রশ্ন করতে পারেন।

তাদের আমি বলতে চাচ্ছি, হ্যাঁ অবশ্যই এর অর্থ শুধুমাত্র এতোটুকু কেননা, বড় শব্দের থেকে ছোট অর্থ এটা বিষয় না।

আপনি যদি আরবি দোয়া মুখস্ত করতে না পারেন তাহলে বাংলায় বলে নিলেও হয়ে যাবে এবং বাংলায় আপনি রহমত চাইবেন।

তবে পায়ে লক্ষ্য রাখবেন মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় কেননা প্রবেশ এবং বের হওয়ার সময় সঠিক পা বের করবে।

মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হয় কেননা এটি পবিত্র স্থান, আর অবশ্যই এটি বাইরের পৃথিবী থেকে পবিত্র।

আবার মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে হয় কেননা বাইরের জগত মসজিদ থেকে খারাপ এবং পাপযুক্ত।

শেষ কথা:

ধন্যবাদ আমাদের সাথে এই পোষ্টের মধ্যে শেষ পর্যন্ত থাকার জন্য এবং মসজিদের প্রবেশ ও বাহিরের দোয়া সম্পর্কে জানার জন্য। আপনাকে ইসলাম সম্পর্কে সামান্য উপকৃত করতে পেরে আমি অনেক বেশি খুশি হয়েছি এবং আপনাকে এই দোয়াগুলো পাঠ করতে হবে মসজিদে যাওয়ার ক্ষেত্রে।

আপনার যদি মসজিদে প্রবেশ নিয়া আর কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন নিচে কমেন্ট বক্স আপনার জন্য প্রশ্ন করার।

তবে অবশ্যই মনে রাখবেন যেন মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় দোয়া গুলো পড়েছেন কিনা আল্লাহর রহমতের জন্য।

আমাদেরকে সর্বদা আল্লাহ তায়ালার নিকট থেকে রহমত কামনা করতে হবে এবং তিনার রহমতে আমাদের জীবন সুবিধা হবে। তাই জীবন সুবিধা হওয়ার জন্য এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে মসজিদে প্রবেশসময় আল্লাহ তায়ালার কাছে রহমত চাইতে হবে।

আর মসজিদে প্রবেশের সময় আল্লাহ তায়ালার নিকট রহমতে চাওয়ার জন্য আমাদেরকে মসজিদের প্রবেশের ও বাহিরের দোয়া জানতে হবে।

আর জানার পর আমাদেরকে এটি আমলে আনতে হবে, কারণ যখন আমরা আমলে আনব তখন আল্লাহ তা’আলা আমাদের উপর রহমত দিবেন।

আরও পড়ুন: মসজিদ শব্দের অর্থ কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top