ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে: বাস্তব নয় তবে বাস্তবতার বিভ্রম সৃষ্টিকারী বিজ্ঞান নির্ভর কল্পনা প্রস্তুতকারী প্রসেসিংকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। টিভিতে বা বই হতে কোন ঘটনা শুধু পড়া যায় বা দেখা যায় এবং সেই ঘটনার সাথে সক্রিয়ভাবে জোড়া যায় না।
তবে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উক্ত ঘটনার সঙ্গে সম্পূর্ণরূপে জড়ানো যায় এবং জ্ঞান অর্জন করা যায়। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে অনেকটা ভিডিও গেমসের মতো তবে আপনাকে বাস্তবতার অনুভূতি দিবে। বাস্তবতার অনুভূতি প্রদান করার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি প্রদান করা হয় বা ব্যবহার করা হয়।
ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিনোদন মাধ্যম হিসেবে খ্যাতি অর্জন করেছে। ইহার মাধ্যমে আপনি ভ্রমণসহ বিভিন্ন প্রকার বিনোদন সুবিধা উপভোগ করতে পারবেন ঘরে বসে। তবে ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে উচিত মূল্য সরবরাহ করতে হবে।
আশা করা যায় বিগত কয়েক বছরের মধ্যে এর দাম অনেকটা হ্রাস পাবে এবং মানুষের হাতের নাগালে চলে আসবে। অবাস্তব বস্তু বাস্তবতার রূপ প্রদান করার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। তবে ভার্চুয়াল রিয়েলিটি শুধুমাত্র একটি ব্যক্তি বিনোদন গ্রহণ করতে পারে। অবশ্যই এ বিনোদনটি বাস্তবতার সম্পূর্ণ অনুভূতির যোগান দেয়।
ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় যা সকলে ব্যবহার করেছে আবার ব্যবহার না করলে অন্ততপক্ষে লক্ষ্য করেছে।
আপনি যদি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কিছু জানতে চান তাহলে এই পোস্টটি পুরোটা পড়ুন।
ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত সফটওয়্যার
আমরা বুঝতে পারতেছি যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটি প্রযুক্তি এবং এ প্রযুক্তি তৈরিতে ব্যবহৃত হয়েছে অনেকগুলো যন্ত্র। তবে শুধুমাত্র যন্তরের ব্যবহার দাঁড়াই যে ভার্চুয়ালিটি গঠিত হয়েছে এমন নয় বরং ইহাতে ব্যবহৃত হয়েছে কিছু সফটওয়্যার।
এখানে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার সমূহ হচ্ছে:
- UNITY 3D, UNREAL, ENGINE (UE4)
- 3DS NAS & MAYA, BLENDER, SKETCHUP
- THREE.JS, A-FRAME, REACT VR
- VIZOR.IO, JANUS WEB ইত্যাদি।
এগুলো হলো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত কতগুলো সফটওয়্যার সমূহ এবং এগুলো অবশ্যই প্রয়োজন হবে ভার্চুয়ালি রিয়েলিটিতে।
ভার্চুয়াল রিয়েলি এত বেশি উন্নত এবং কার্যকর হওয়ার পেছনে এই সফটওয়্যার গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শেষ কথা:
ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে এবং ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত সফটওয়্যার সমূহ নিয়ে আজকের পোস্টটি সাজানো। আশা করি আজকের এই সাজানো পোস্টটি আপনাকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা প্রদান করেছে এবং জানিয়েছে ভার্চুয়াল রিয়েলিটি।
এই ভার্চুয়াল রিয়েলিটি বলতে অবাস্তব বস্তু বাস্তবে গঠন করাকে বোঝানো হয়, এর ক্ষেত্রে উচ্চ প্রসেসিং প্রোগ্রাম কম্পিউটার প্রয়োজন হয়।
আর এই ডিভাইসের মূল্য অনেক বেশি হয়ে থাকে যদি আবার ডিভাইস দেখতে ছোট।
ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে অবাস্তব বস্তু বাস্তব হিসেবে গঠন করার প্রসেসিং, ইহার মাধ্যমে বাস্তবতার সম্পূর্ণ অনুভূতির যোগান পাওয়া সম্ভব।
যদিওবা বাস্তবে নয় কিন্তু তবুও বিষয়টিকে বাস্তবের মত অনুভূতি প্রদান করার প্রযুক্তির নাম ভার্চুয়াল রিয়েলিটি বা প্রযুক্তি।
তবে অবশ্যই মনে রাখিবেন যে ভার্চুয়াল রিয়েলিটি কোন বাস্তবে জগতে নয় বরং এটি একটি ধারণা গত অবস্থা জগৎ।
আর এই জগতে সকল বিষয়ের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা সম্ভব আপনাদের মাঝে যা আপনি কল্পনা করতে চেয়েছিলেন বা কল্পনা করতে চান।
আরও পড়ুন: ভার্চুয়াল রিয়েলিটি কি?