ভরসংখ্যা কাকে বলে: কোন মৌলের পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। ভরসংখ্যা (A) = প্রোটন সংখ্যা (Z) + নিউট্রন সংখ্যা (n)। যেমন: ম্যাগনেসিয়াম পরমাণুতে ১২ টি প্রোটন এবং ১২ টি নিউট্রন আছে। অতএব ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা হচ্ছে ১২ + ১২ = ২৪। ভর সংখ্যাকে (A) প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।
আপনি চিন্তা করুন একটি পরমাণু বা মৌলের ভর সংখ্যা তখনই নির্ণয় করা যাবে যখন মৌলটির প্রত্যেকটি উপাদান যোগ করব।
এখন আপনি প্রশ্ন করবেন মৌলের যদি প্রত্যেকটি উপাদান যোগ করি তাহলে ইলেকট্রনের মত একটি গুরুত্বপূর্ণ উপাদান কেন আমরা বাদ দিলাম।
আপনি পাঠ্য বই দেখলে জানতে পারবেন যে ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে ০ অর্থাৎ এর ভর নেই। আর যেহেতু ইলেকট্রনের ভর শূন্য তাই মৌলের ভর নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রনের ভর যোগ করার প্রয়োজন হয় না আমাদের।
এগুলো তো ছিল ভর সংখ্যা কাকে বলে তার একটি ব্যাখ্যা কিন্তু এ ভর সংখ্যা নির্ণয়ের সূত্র রয়েছে। যে সূত্রের উপর ভিত্তি করে আমরা উপরে যে ভর সংখ্যার সংজ্ঞা উল্লেখ করেছে সেটি স্পষ্ট ভাবে প্রতিষ্ঠিত হয়েছে ও জ্ঞান প্রদান করেছে।
ভরসংখ্যা নির্ণয়ের সূত্র
আমরা ইতিমধ্যে ভর সংখ্যা সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছি এবং সেখানে জেনেছি যে ভর সংখ্যার একটি সূত্র রয়েছে।
অর্থাৎ ভর সংখ্যা যে নির্ণয় করতে হয় কোন মৌলের এটি নির্ণয় করার জন্য আমাদেরকে সূত্র প্রয়োগ করে বের করতে হয়।
একটি মৌলের ভর সংখ্যা কত হবে তা নির্ণয় করার জন্য একটি সূত্র রাসায়নিকভাবে পাঠ্য বইয়ে উল্লেখ করা হয়েছে। আর আমরা এই সূত্রটি পাঠ্য বই থেকে সংরক্ষণ করেছে এবং বর্তমানে আপনাকে এই সূত্রটি প্রদান করতেছি ভর সংখ্যার।
ভর সংখ্যা নির্ণয়ের সূত্রটি হলো:
ভরসংখ্যা (A) = প্রোটন সংখ্যা (Z) + নিউট্রন সংখ্যা (n)।
বা, A = Z + n
এখানে, A = ভর সংখ্যা, Z = প্রোটন সংখ্যা এবং n = নিউট্রন সংখ্যাকে বোঝানো হয়।
এটি ছিল ভর সংখ্যা নির্ণয়ের সূত্র এবং তারপর ছিল উক্ত সূত্রে ব্যবহৃত চিহ্নগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তার যথার্থ তথ্য। ভর সংখ্যা সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনাকে এই সূত্রটি সম্পর্কে অবগত হতে হবে যার উপর ভিত্তি করে ভর সংখ্যা দাঁড়িয়ে রয়েছে।
মূলত এই ভরসংখ্যা নির্ণয়ের সূত্রটি ব্যবহার করার মাধ্যমে ভর সংখ্যা সম্পর্কে স্পষ্ট ভাবে ধারণা লাভ করতে পারি এবং বুঝতে পারি।
শেষ কথা:
ভর সংখ্যা কাকে বলে এবং ভর সংখ্যা নির্ণয়ের সূত্র আমাদের এই পোস্টের মধ্যে বিশেষভাবে আপনার জন্য সহজে উল্লেখ করা হয়েছে।
আমাদের এই পোস্টের মধ্যে ভর সংখ্যা নিয়ে যাবতীয় তথ্য এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন আপনি সহজে বুঝতে পারেন।
আপেক্ষিক যেকোনো বিষয় মৌলের বের করতে হলে আপনাকে ভর সংখ্যা সম্পর্কে জানতে হবে এবং এর জন্য সূত্র প্রয়োগ করতে হবে। আর যে সূত্র প্রয়োগ করার মাধ্যমে আপনি একটি মৌলের ভর সংখ্যা বের করতে পারেন তা আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি।
ভর সংখ্যা হচ্ছে কোন মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল এবং প্রোটন ও নিউট্রন দ্বারা নিউক্লিয়াস গঠিত।
আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন রসায়নের তাহলে আপনাকে যেকোনো মৌলের ভর সংখ্যা বের করার জন্য উক্ত সূত্র প্রয়োগ করতে হবে।
ধন্যবাদ, ভর সংখ্যা সম্পর্কে তৈরি করা আজকের আমাদের এই পোষ্টের মধ্যে আপনার দীর্ঘ সময় জ্ঞান অর্জনের পিছনে থাকার জন্য।
আরও পড়ুন: পারমাণবিক সংখ্যা কাকে বলে?