ব্যবসায় পরিবেশ কি? ব্যবসায়িক পরিবেশ বলতে কী বোঝায় ব্যাখ্যা কর?

ব্যবসায় পরিবেশ কি: যে পারিপার্শ্বিকতার ওপর ভিত্তি করে একটি অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় সেটি হচ্ছে ব্যবসায় পরিবেশ। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যবলি, উন্নতি ও অবনতি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় যে পরিবেশ দ্বারা সেটি হচ্ছে ব্যবসায়িক পরিবেশ।

অর্থাৎ ব্যবসার যাবতীয় বিষয় যে পরিবেশ দ্বারা প্রভাবিত হয় সেই পরিবেশের সমষ্টি হচ্ছে ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ হচ্ছে কোন স্থানের উপর ভিত্তি করে উৎপাদন কিভাবে কমতেছে ও বাড়তেছে তার প্রভাব বিস্তারের মাধ্যম এবং এটি ব্যবসাকে প্রভাবিত করে।

তাহলে বলা যায় যে, পরিবেশের কারণে নির্দিষ্ট একটি অঞ্চলের মধ্যে ব্যবসার কাজ প্রভাবিত ও ত্বরান্বিত হয় সেটি হচ্ছে ব্যবসায় পরিবেশ।

ব্যবসায় পরিবেশের কারণে দেখা যায় নির্দিষ্ট কিছু অঞ্চলের মধ্যে ব্যবসা অনেক বেশি উন্নত হয়েছে এবং কিছু অঞ্চলে ব্যবসা নেমে গিয়েছে।

ব্যবসায় পরিবেশ কি
ব্যবসায় পরিবেশ কি?

যদি আমরা ব্যবসা পরিবেশের ব্যাখ্যা সম্পর্কে জানতে পারি তাহলে অবশ্যই এটি আমাদেরকে আরও বেশি পরিষ্কার করবে ব্যবসায় পরিবেশ নিয়ে।

আর ব্যবসার পরিবেশ যেহেতু অবশ্যই ব্যবসার জন্য বিশেষ একটি কারণ হয়ে দাঁড়িয়েছে প্রভাবিত হওয়ার।

তাই অবশ্যই আমাদেরকে ব্যবসা করার পূর্বে এই সকল পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা করতে হবে। যখন আমরা পরিবেশের উপর ভিত্তি করে উপযুক্ত পরিবেশ অনুযায়ী ব্যবসা পরিচালনা করবো তখন এটি আপনার ব্যবসাকে প্রভাবিত করে উন্নত করবে।

তাই চলুন আমরা ব্যবসা পরিবেশের ব্যাখ্যা জেনে নেই যেখান থেকে আমরা বুঝতে পারবো ব্যবসা পরিবেশ কিভাবে প্রভাবিত করে ব্যবসা।

আর ব্যবসা প্রভাবিত বলতে শুধুমাত্র ক্ষতির দিক বোঝানো হয়েছে এমনটি না বরং ব্যবসা প্রভাবিত হওয়ার অর্থ ব্যবসার উন্নতি হতে পারে।

ব্যবসায়িক পরিবেশ বলতে কী বোঝায় ব্যাখ্যা কর?

আমরা ইতিমধ্যে ব্যবসা পরিবেশের সম্পর্কে অনেকে কিছু জ্ঞান অর্জন করেছে এবং এর প্রত্যেকটি সংজ্ঞা অনুযায়ী ব্যাখ্যা ছিল। তবে মূল ব্যাখ্যা তখন স্পষ্টভাবে পরিলক্ষিত হবে যখন আমরা ব্যবসা পরিবেশের ব্যাখ্যাটি উদাহরণ দ্বারা প্রকাশ করতে পারব।

তাই যেন আমাদের ব্যবসা সম্পর্কে পরিবেশ নিয়ে বিষয়টি অনেক বেশি পরিষ্কার হয় এবং একাদশ শ্রেণীতে শিক্ষাটি কাজে লাগে।

সেজন্য চলুন আমরা উদাহরণ নিয়ে ব্যবসা পরিবেশ বলতে কী বোঝায় ব্যাখ্যা করি এবং এটি সহজ হবে বুঝতে ব্যবসা পরিবেশ নিয়ে।

মনে করুন, রহিম নামের একজন ব্যক্তি উপযুক্ত একটি পরিবেশে চাষাবাদ শুরু করেছে এবং তার ফসল যাবতীয় আবহাওয়া সঠিক মত উপভোগ করে। আবার ঠিক ওপর দিকে করিম নামক একজন ব্যক্তি এমন একটি পরিবেশে নিজের ফসল উৎপাদন করার জন্য নির্বাচন করেছে।

যেখানে সঠিক মত ফসল আলো, বৃষ্টি এবং শীত পায় না অর্থাৎ ফসলটি সঠিক আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না।

এবং করিম যেই অঞ্চলে ফসল রোপন করেছে সেখানে শুধুমাত্র বৃষ্টিপাত হতেই থাকে এবং অন্য কোন প্রাকৃতিক সুবিধা ফসলটি পায় না।

এর ফলে দেখা দিয়েছে যে উৎপাদনের সময় যদিও বা রহিম এবং করিম উভয় সমান পরিশ্রম করেছে এবং যত্ন নিয়েছে ফলে। কিন্তু উৎপাদনে দেখা গিয়েছে যে রহিম করিমের চেয়ে দুই গুণ বেশি ফসল উৎপাদন করেছে শুধুমাত্র ব্যবসায় পরিবেশের জন্য।

কেননা পরিশ্রম সমান হওয়া সত্ত্বেও করিমের জমিতে শুধুমাত্র বৃষ্টিপাত হয়েছে এবং ফসলগুলো সঠিক মত আলো ও মুক্ত বাতাস পায়নি।

এ সকল কারণে করিমের ফসল সঠিক যত্ন পাওয়া সত্ত্বেও উপযুক্ত আবহাওয়া ও পরিবেশ না থাকার কারণে ভালো ফসল দিতে পারেনি।

এটি হচ্ছে ব্যবসার পরিবেশ যে পরিবেশের ফলে ব্যবসা প্রভাবিত হয় এবং কারো ব্যবসা ভালো হয় ও কারো ব্যবসা খারাপ হয়। আর এইভাবে প্রভাবিত করে তুলেছে পরিবেশ আমাদের ব্যবসার মধ্যে এবং উপযুক্ত পরিবেশ অবশ্যই ব্যবসার জন্য ভালো হবে।

ব্যবসায় পরিবেশ এর প্রকারভেদ ও উপাদান

আমরা তো উপরে ব্যবসা পরিবেশ বিষয়টি ফসল উৎপাদনে নিয়ে বিশ্লেষণ করেছি ও আপনাকে ধারণা দিয়েছি ব্যবসা পরিবেশ নিয়ে।

তবে ব্যবসায় পরিবেশ যে শুধুমাত্র ফসলের জন্য প্রযোজ্য হবে এমন কিন্তু নয় বরং আরো অনেক ক্ষেত্রে ব্যবসার পরিবেশ প্রভাব ফেলে।

আর ব্যবসায় পরিবেশে যে সকল স্থানে ও কাজে প্রভাব ফেলে উন্নত ও অবনত হওয়ার ক্ষেত্রে চলুন সেই সকল প্রকারভেদ দেখি। কেননা ব্যবসা শুধুমাত্র একটি হতে পারে না এবং সে অনুযায়ী ব্যবসায় পরিবেশ শুধুমাত্র একটি হতে পারে না বরং একাধিক হতে পারে।

ব্যবসায় পরিবেশ প্রধানত ৬ প্রকার হয়ে থাকে, যেমন:

  • প্রাকৃতিক ব্যবসায় পরিবেশ।
  • অর্থনৈতিক ব্যবসায় পরিবেশ।
  • রাজনৈতিক ব্যবসায় পরিবেশ।
  • সামাজিক ব্যবসায় পরিবেশ।
  • আইনগত ব্যবসায় পরিবেশ।
  • প্রযুক্তিগত ব্যবসা পরিবেশ।

এগুলো ছিল ব্যবসায় পরিবেশের কিছু প্রকারভেদ এবং এই প্রকারভেদ গুলো হচ্ছে মূলত ব্যবসায় পরিবেশের উপাদান।

অর্থাৎ এই সকল উপাদানের মধ্যে ব্যবসায় পরিবেশ নিজের কাজ সম্পাদনের মাধ্যমে ব্যবসা প্রভাবিত করে এবং পরিবেশ অনুযায়ী পার্থক্য দেখা যায়।

ব্যবসায় পরিবেশ কি এবং ব্যবসায় পরিবেশ বলতে কী বোঝায় ব্যাখ্যা কর এটি ছিল আজকের আলোচনা আমাদের পোস্টে। আর অবশ্যই আপনি যদি ব্যবসার পরিবেশ সম্পর্কে জানতে চান তাহলে পুরো পোস্টটি পড়ুন এবং ব্যাখ্যাসহ প্রকারভেদ জানুন।

আরও পড়ুন: সিদ্ধান্ত গ্রহণ কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top