বৈজ্ঞানিক নাম বলতে কী বোঝায়: কোন জীবের গণ এবং প্রজাতির নাম একসঙ্গে যুক্ত করার মাধ্যমে জীবকে বৈজ্ঞানিকভাবে যে নাম প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক নাম বলে। অর্থাৎ একটি জীবকে বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করার জন্য যে নাম প্রদান করা হয়ে থাকে সে নামকে বৈজ্ঞানিক নাম বলা হয়।
প্রত্যেকটি জীবের শনাক্ত করার জন্য শ্রেণীবিন্যাস রয়েছে এবং এই শ্রেণীবিন্যাস থেকে উক্ত জীবের সকল অংশের তথ্য পাওয়া যায়।
তবে একটি প্রাণীকে সনাক্ত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে উক্ত প্রাণীর গণ এবং প্রজাতির নাম।
প্রাণীর সনাক্তকরণের এই প্রক্রিয়াটি সহজ করার জন্য বৈজ্ঞানিক নাম দেওয়া হয় যার মধ্যে গণ এবং প্রজাতির নাম উল্লেখ থাকে। আবার গণ এবং প্রজাতির নাম জানার মাধ্যমে আমরা প্রাণীটি কোন জগতের তা জানতে পাই এবং সেই সাথে জগৎ এর মাধ্যমে অন্যান্য তথ্য জানতে পারি।

অর্থাৎ বৈজ্ঞানিক নাম হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে জীবের গণ এবং প্রজাতি উভয়ের ধারণা একসঙ্গে পাওয়া যায়। যেমন: মানুষের বৈজ্ঞানিক নাম হলো Homo sapiens এবং ইহা দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে মানুষ হলো Homo গণ এবং sapiens প্রজাতির একটি প্রাণী।
উদাহরণটি দেওয়ার মাধ্যমে আশা করা যায় আপনি খুবই সহজেই এ বৈজ্ঞানিক নামের গুরুত্ব এবং নাম দেওয়ার কারণ জানতে পারলেন।
তবে কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম প্রদান করার পূর্বে কিছু নিয়ম অবলম্বন করতে হয় এবং সেই নিয়ম অনুযায়ী নাম লেখা হয়।
আপনি যদি নিয়ম না মেনে অযথা একটি বৈজ্ঞানিক নাম দেন তাহলে অবশ্যই সেই বৈজ্ঞানিক নামটি কখনো সঠিক হবে না। আর যেকোনো বৈজ্ঞানিক নাম সঠিক করার জন্য আপনাকে অবশ্যই বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম গুলো সম্পর্কে জানতে হবে যা আমি উল্লেখ করবো।
বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম
মূলত বৈজ্ঞানিক নাম লেখার সময় সর্বদাই ল্যাটিন শব্দ ব্যবহার করা হয়ে থাকে এবং এই ল্যাটিন শব্দ ব্যবহার করার নাম উল্লেখ করা হয়। আর এই বৈশিষ্ট্য বা নিয়মটি হচ্ছে অনেক বেশি দরকার প্রত্যেকটি প্রাণীর ও উদ্ভিদের বৈজ্ঞান নাম লেখার জন্য।
শুধুমাত্র একটি নিয়ম দ্বারা বৈজ্ঞানিক নাম লেখা যায় না বরং বৈজ্ঞানিক নাম লেখার আরো কিছু নিয়ম রয়েছে যা জানতে হবে।
আর এই নিয়মগুলো জানার মাধ্যমে আমরা যে কোন প্রাণী বা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম একবার দেখেই স্মরণ করে নিতে পারব।
বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম গুলো নিচে আপনাদের মাঝে উপস্থাপন করা হলো:
- বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর হবে Capital letter দ্বারা শুরু।
- বৈজ্ঞানিক নামের পরের অংশ এবং দ্বিতীয় অংশ উভয় হবে Small letter দ্বারা শেষ।
- বৈজ্ঞানিক নাম লেখার সময় সব সময় ইটালিক অক্ষর ব্যবহার করা হয়।
- ইটালিক অক্ষর ব্যবহার করা বলতে বাঁকা করে লেখা বোঝানো হয়।
- এরপর প্রথমে জীবের গণ এর নাম এবং পরে প্রজাতির নাম দ্বারা বৈজ্ঞানিক নাম গঠন করতে হবে।
- বৈজ্ঞানিক নাম গঠন হওয়ার পর গণ এবং প্রজাতি উভয় নামের নিচে (-) ডেস চিহ্ন ব্যবহার করতে হবে।
- ডেস চিহ্ন ব্যবহার করার মাধ্যমে আমরা গণ এবং প্রজাতির নাম পৃথকভাবে আইডেন্টিফাই করতে পারব।
এগুলো হলো বৈজ্ঞানিক নাম লেখার কিছু নিয়ম এবং আপনি যদি বৈজ্ঞানিক নাম লিখতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে।
বৈজ্ঞানিক নাম লেখা শেষ হলে গণ এবং প্রজাতির নামের নিচে আন্ডারলাইন দিতে হবে চিহ্নিত করতে কোনটি গণ এবং কোনটি প্রজাতি।
আর অবশ্যই আপনাকে আমাকে এই নিয়মগুলো সম্পর্কে অবগত হওয়া উচিত কেননা নিয়ম ছাড়া আমরা বৈজ্ঞানিক নাম লিখতে পারবো না। আর বৈজ্ঞানিক নাম না জানতে পারলে ভালো লিখতে পারলে আমরা কোন প্রাণী বা উদ্ভিদের সঠিক শ্রেণীবিন্যাস বের করতে পারবো না।
শেষ কথা:
বৈজ্ঞানিক নাম বলতে কী বোঝায় এবং বৈজ্ঞানিক নাম লেখার নিয়মের উপর ভিত্তি করে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে। আর অবশ্যই বৈজ্ঞানিক নাম সম্পর্কে যতগুলো তথ্য দেওয়া হচ্ছে তার প্রত্যেকটি আপনার অনেক বেশি দরকার হবে বৈজ্ঞানিক নাম লেখার জন্য।
এখন আমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে যে বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা কি এবং কেন আমরা বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম গুলো জানব।
তাই নিচে কয়েকটি প্রয়োজনীয়তা উল্লেখ করলাম যেগুলোর জন্য আপনি বৈজ্ঞানিক নাম লেখার বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন।
- কোন প্রাণী বা উদ্ভিদের বৈজ্ঞানিক নামের সঠিক ও সত্যতা যাচাই করার জন্য আমাদেরকে এই নিয়ম গুলো জানতে হবে।
- আবার কোন কারনে যদি বৈজ্ঞানিক নাম স্মরণ না থাকে তাহলে গণ এবং প্রজাতির নাম ব্যবহার করে আমরা সহজে লিখতে পারব।
- দেখা যায় যে, আপনাকে বৈজ্ঞানিক নাম বলা হয়েছে এবং এখান থেকে আপনাকে গণ এবং প্রজাতির নাম শনাক্ত করতে বলতে পারে।
- আর এই সময়ে বৈজ্ঞানিক নাম থেকে গণ এবং প্রজাতির নাম শনাক্ত করাতে আপনাকে বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম সম্পর্কে জানতে হবে।
এগুলো হলো কিছু প্রয়োজনীয়তা যেগুলোর জন্য আমরা বইটার নাম সম্পর্কে জানব বা বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম সম্পর্কে জানব।
অর্থাৎ এই প্রয়োজনীয়তা গুলো তারা এটি স্পষ্ট যে বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম জানার মাধ্যমে আমরা বিভিন্নভাবে সাহায্য পেতে পারি।
ধন্যবাদ, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য এবং বৈজ্ঞানিক নাম বলতে কী বোঝায় ও লেখার নিয়ম সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান অর্জন করার জন্য। বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম সম্পর্কে আমাদের দেওয়া তথ্য গুলো অবলম্বন করুন এবং বৈজ্ঞানিক নাম লেখার চর্চা বা অনুশীলন করুন।
আরও পড়ুন: মানুষের বৈজ্ঞানিক নাম কি?