বিক্রিয়ক কাকে বলে: যে সকল পদার্থ নিয়ে আর আসনে বিক্রি শুরু করা হয় সেই সকল পদার্থকে বিক্রিয়ক বলে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য রাসায়নিক বিক্রিয়া শুরু করতে বিক্রিয়ক এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক।
কেননা রাসায়নিক বিক্রিয়া শুরু করার জন্য প্রথমে যে বিষয়টি প্রয়োজন হবে সেটি হচ্ছে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ।
অর্থাৎ বিক্রিয়া হওয়ার সময় সম্পূর্ণ পরিবর্তন এ বিক্রিয়কের হয়ে থাকে এবং এই বিক্রিয়ক থেকে উৎপাত পাওয়া যায়।
বিক্রিয়ার বিভিন্ন প্রকার হয়ে থাকে এবং রাসায়নিকভাবে বিক্রিয়াগুলো আলাদা আলাদা নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়। কিন্তু বিক্রিয়া যত প্রকারই হোক না কেন প্রত্যেকটি বিক্রিয়ার জন্য অধ্যাবস্যীয় এবং প্রয়োজনীয় বিষয় হচ্ছে বিক্রিয়ক।
অর্থাৎ বিক্রিয়ক না থাকলে বিক্রিয়া সংঘটিত হয় না এবং বিক্রিয়া সংঘটিত না হওয়ায় উৎপাতে পাওয়া যায় না।
আর উৎপাত না পাওয়া গেলে রসায়নের কোন সূচনায় ঘটে না এবং এক্ষেত্রে রসায়নে বিক্রির অনেক ভূমিকা রেখেছে বলতে পারি।
বিক্রিয়ক বলতে কী বোঝানো হয়?
বিক্রিয়ক বলতে এমন একটি পদার্থকে বোঝানো হয়, যার দ্বারায় মূলত বিক্রিয়া সূচনা বা শুরু বা আরম্ভ হয়। আর এই বিক্রিয়ক না থাকলে বিক্রিয়া সূচনা ঘটবে না এবং বিক্রিয়ার সূচনা না ঘটার ফলে আমরা রাসায়নিক পরিবর্তন দেখতে পারবো না।
রসায়ন যেহেতু পরিবর্তন নিয়ে আলোচনা করে, কিন্তু রাসায়নিক কোন পরিবর্তন না হওয়ার কারণে এটি কষ্টকর।
আর এটি কষ্টকর হওয়ার কারণে মূলত রসায়নের সূচনা আমরা চিন্তা করতে পারি না শুধুমাত্র এই বিক্রিয়ক বিষয়টি ছাড়া।
আরও পড়ুন: রাসায়নিক সমীকরণ কাকে বলে?