বাঘের বৈজ্ঞানিক নাম কি? বাঘের বৈশিষ্ট্য

বাঘের বৈজ্ঞানিক নাম কি: বাঘের বৈজ্ঞানিক নাম Panthera tigris, বাংলা উচ্চারণ: প্যানথেরা টাইগ্রিস। বাঘ বলতে এখানে রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নামকে বোঝানো হয়েছে কেননা রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে এটি।

রয়েল বেঙ্গল টাইগার এর বৈজ্ঞানিক নাম থেকে আমরা এটি বুঝতে পারি যে এর কোন হচ্ছে Panthera এবং প্রজাতির নাম হচ্ছে tigris। আর আমরা রয়েল বেঙ্গল টাইগারের গন ও প্রজাতির নাম তার বৈজ্ঞানিক নাম থেকে জানতে পারি যা, বৈজ্ঞানিক নাম লেখার নিয়মের উপর ভিত্তি করে আছে।

বাঘের বৈজ্ঞানিক নাম কি
বাঘের বৈজ্ঞানিক নাম কি?

বাঘ একটি হিংস্র প্রাণী হলেও বর্তমানে এই বাঘ আমাদের জাতীয় পশু হিসেবে বিবেচনা করা হয়েছে এবং বাংলাদেশের বাঘ বলতে রয়েল বেঙ্গল টাইগার কে বোঝানো হয়। কেননা যেহেতু জাতীয় পশু হিসেবে আমরা রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাই তাই বাঘ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের নাম রয়েছে।

আমাদের সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার পাওয়া যায় এবং এই বাঘ বা টাইগারের অনেক বৈশিষ্ট্য রয়েছে।

আর অবশ্যই আমাদেরকে রয়েল বেঙ্গল টাইগারের এই সকল বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে হবে, এই পোস্টের মাধ্যমে।

সুন্দরবনের বাঘের বৈশিষ্ট্য

আমরা ইতিমধ্যে বাঘের বৈজ্ঞানিক নাম জানলাম তবে এই বাঘের কিছু বৈশিষ্ট্য রয়েছে তা আমরা এখন এইখানে জানব।

আপনি যদি বাঘের বৈজ্ঞানিক নাম জানার পর এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই পোস্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো।

নিচে বিশেষভাবে বাঘের বৈশিষ্ট্য সমূহ আপনাদের মাঝে উল্লেখ করা হলো:

  • এরা দলগত ভাবে বসবাস করতে শিকার করতে পছন্দ করে না।
  • এরা অনেক বেশি হিংস্র হয় এবং একাই জীবন যাপন করে।
  • এরা অনেক ক্ষমতা সম্পন্ন হয় এবং দ্রুত দৌড়াতে পারে।
  • এরা যে প্রাণীকে শিকার করতে চায়, তার উপরে নিজের টার্গেট ধরে রাখে।
  • বিড়াল প্রজাতির এ প্রাণীটি হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এবং দুর্দান্ত।

এগুলো হলো বাঘের কিছু বৈশিষ্ট্য এবং এ বৈশিষ্ট্য গুলো দারা আমরা বাঘের অনেক তথ্য জানতে পারলাম যা হয়তোবা বৈজ্ঞানিক নাম দিয়ে জানা সম্ভব ছিল না। বাংলাদেশের সুন্দরবনের বাঘের সংখ্যা বেশি অন্যান্য দেশের তুলনায় রয়েছে বলে এটি আমাদের জাতীয় পশু হিসেবে বিবেচনা করা হয়েছে।

শেষ কথা:

বাঘের বৈজ্ঞানিক নাম কি এবং বাঘের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আজকের এই পোস্টের সম্পূর্ণ আলোচনা ছিল যা উল্লেখ করেছি।

আপনাকে বিষয়টি মনে রাখতে হবে, বাঘ একটি হিংস্র প্রাণী এবং এই হিংসার প্রাণীর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেখানে উল্লেখ হয়েছে।

বৈশিষ্ট্যের দিক দিয়ে আমরা আমাদের এই পোস্টটিতে বাঘের অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে ইতিপূর্বে বা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে বাঘের বৈশিষ্ট্য যে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ এটি মোটেও নয় বরং বাঘের আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যা বৈজ্ঞানিকভাবে আমরা তদন্ত করে বলতে পারি।

আবার সেই সাথে একটি বাঘ অর্থাৎ রয়েল বেঙ্গল টাইগার একটি হিংস্র সিংহ কে অনায়াসে আক্রমণ করতে পারে।

সিংহ যেহেতু দলবদ্ধভাবে বাস করতে থাকে সেজন্য রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে সিংহের তুলনা করা সম্ভব নয় তবে একা সম্ভব হবে।

সিংহকে আমরা যেমন দলবদ্ধ ভাবে নিজের দল পরিচালনা করার জন্য বনের রাজা বলে থাকে ঠিক অনুরূপভাবে রয়েল বেঙ্গল টাইগার শুধুমাত্র বাংলাদেশে বেশি পাওয়া যায় বলে এটিকে জাতীয় পশু বলে থাকে। আর অবশ্যই আমাদেরকে রয়েল বেঙ্গল টাইগার অর্থাৎ জাতীয় পশুর বৈজ্ঞানিক ধারণা রাখতে হবে যার মধ্যে বৈজ্ঞানিক নাম উল্লেখযোগ্য।

ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিয়ে শেষ পর্যন্ত বাঘের বৈজ্ঞানিক নাম সম্পর্কে জ্ঞান ধারণের জন্য এই পোস্টের মাধ্যমে।

আরও পড়ুন: গমের বৈজ্ঞানিক নাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top