ফসল কি? ফসল কাকে বলে? ফসলের প্রকারভেদ

ফসল কি: প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকারিতা পাওয়ার জন্য যে সকল উদ্ভিদ সমূহকে যত্ন সহকারে চাষাবাদ করা হয় সে সকল উদ্ভিদই ফসল।

ফসল কাকে বলে? প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকারিতা পাওয়ার লক্ষ্যে যেসব উদ্ভিদ যত্ন সহকারে চাষাবাদ করা হয় তাদেরকে ফসল বলে।

ফসল ব্যবস্থাপনার ভিত্তিতে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে বা বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়। আমরা সকলেই জানি যে, আমাদের  বাংলাদেশ  সুজলা সুফলা শস্যে শ্যামলা দেশ। আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ।

ফসল কি
ফসল কি?

আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। এ সকল ফসল আমাদের অর্থনীতিতে এবং আমাদের দেশের চাহিদা পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিল্পের কাঁচামাল হিসাবে এসব পণ্যের ব্যবহার করা হয়ে থাকে।

আমাদের দেশ যেহেতু কৃষিতে উন্নত তাই আমাদের দেশে অনেক প্রকার কৃষি প্রযুক্তি এবং অনেক প্রকার ফসল দেখতে পাওয়া যায় 

ফসলের প্রকারভেদ

ফসলকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি এবং তারপর সে অনুযায়ী ফসলগুলোকে চাষ করতে পারি আশেপাশের জমিতে।

ফসলকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। ১.) মাঠ ফসল ২.) উদ্যান ফসল।

মাঠ ফসল

যে সকল ফসল সমূহকে সমষ্টিগতভাবে ব্যাপক পরিসরে চাষ করা হয়ে থাকে তাদেরকে মাঠ ফসল বলে।

ধান, গম, সরিষা, পাঠ ইত্যাদি হলো মাঠ ফসলের উদাহরণ যেগুলো মাঠে চাষ করে থাকে কৃষক।

উদ্যান ফসল

যে সকল ফসল সমূহ কে অল্প জায়গার মধ্যে নিবিড় যত্নের সাথে চাষাবাদ করা হয় তাদেরকে উদ্যান ফসল বলে। আম, শিম, বরবটি, মুলা, বেগুন, মরিচ ইত্যাদি হলো উদ্যান ফসলের উদাহরণ। আমি আশা করি যে আপনি আমাদের এই পোস্টেটি পড়ার মাধ্যমে ফসল কি? ফসল কাকে বলে? ফসলের প্রকারভেদ।

এসকল বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে পেরেছেন এবং জানতে পেরেছেন ভালোভাবে আপনারা।

আর আমি আপনাকে এ সকল বিষয়ের স্পষ্ট সংজ্ঞা এবং স্পষ্ট উদাহরণ দিতে সক্ষম হয়েছি বলে মনে করি।

যদি আমাদের এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন।

কেননা আপনার একটি কমেন্ট আমাদেরকে নতুনভাবে কাজ করা উদ্দীপনা যোগায় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে আপনাদেরকে ভালো ভালো পোস্ট নিয়ে এসে উপস্থাপন করে দেওয়ার জন্য। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর অনেক বিষয়ে রিসার্চ করার পর আপনাকে সম্পূর্ণ নিখুঁত তথ্য দেওয়ার চেষ্টা করি।

আর এর জন্য আমাদের টিম সদা তৎপর এবং খুব বেশি পরিশ্রম করে থাকে।

উপসংহার:

ফসল কি, ফসল কাকে বলে এবং ফসলের প্রকারভেদের উপর ভিত্তি করে আজকের আমাদের এই পোস্টটিতে সংজ্ঞা দেওয়া।

আমাদের আজকের এই দীর্ঘ আলোচনায় আপনি যদি থাকতে পারেন তাহলে ফসল সম্পর্কে সম্পূর্ণ ধারণ করেছেন।

একমাত্র ফসল হচ্ছে এমন একটি উপাদান যা গ্রহণের মাধ্যমে আমরা শক্তি উৎপাদন করতে পারি এবং পুষ্টি পাই। আর এ পুষ্টির চাহিদা নিবারণের জন্য অবশ্যই আমাদেরকে ফসল উৎপাদন করতে হবে এবং তার পূর্বে ফসল সম্পর্কে জানতে হবে।

উৎপাদন করার পূর্বে যত ফসল সম্পর্কে জানতে হবে তাই আমরা এখানে ফসল সম্পর্কে আলোচনা করেছি এবং সংজ্ঞা দিয়েছি।

ফসল হচ্ছে চাষযোগ্য জমিন হতে উৎপাদনকৃত খাদ্যবস্তুর নাম এবং এগুলো সম্পূর্ণভাবে পুষ্টি দিয়ে থাকে আমাদের শরীরে।

বর্তমানে আমাদের দেশের সবচেয়ে বহুল পরিচিত যতগুলো ফসল রয়েছে তার প্রত্যেকটি কঠোর পরিশ্রম করে চাষ করা হয়। আর পরিশ্রমের ফল হিসেবে সর্বশেষে ফলন বৃদ্ধির মাধ্যমে ফসল উৎপাদন করা যায় এবং চাষির মুখে হাসি হয়।

আরও পড়ুন: বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!