ফসলের রোগ কাকে বলে? ফসলের রোগের তালিকা

ফসলের রোগ কাকে বলে: কোন কারণে ফসলের স্বাভাবিক বৃদ্ধির ব্যাঘাত ও স্বাস্থ্যহানি বা অক্ষমতা দেখা দিলে তাকে ফসলের রোগ বলে।

ফসল বিভিন্ন কারণে রোগ দ্বারা আক্রান্ত হতে পারে, যেমন: ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অন্যান্য জীবাণু, ক্ষতিকর কীটপতঙ্গ এবং অভাবজনিত কারণে।

আমরা মানুষ যেভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঠিক অনুরূপভাবে ফসলগুলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে এবং বৃদ্ধি কমে যায়। ফসলের যখন রোগ হয় তখন বিভিন্ন প্রকার লক্ষণ পরিলক্ষিত হয় এবং সেই সাথে ফসলের বৃদ্ধি ও উৎপাদন হ্রাস পায়।

ফসলের রোগ কাকে বলে
ফসলের রোগ কাকে বলে?

জীবিকা নির্বাহ করার জন্য এবং পরিপূর্ণরূপে খাদ্য চাহিদা পূরণ করার জন্য অবশ্যই আমাদেরকে ফসল চাষ করতে হয়।

আর ফসল চাষ করতে অবশ্যই আমাদেরকে ফসলের রোগ সম্পর্কে অবগত থাকতে হয় যেন আমরা চিকিৎসা প্রদান করে উৎপাদন করতে পারি।

মানুষ যেমন স্বাভাবিকভাবেই বিভিন্ন অনুযায়ী দ্বারা আক্রান্ত হয় ঠিক অনুরূপভাবে ফসলও বিভিন্ন অনুযায়ী দ্বারা আক্রান্ত হতে পারে এবং রোগ ছড়াতে পারে। আর ফসলে যখন রোগ সৃষ্টি হয় তখন অবশ্যই ফলন কমে যায় এবং সেই সাথে ফসলের মান খারাপ হয়।

উদ্ভিদ অনুযায়ী ফসলের বিভিন্ন প্রকার রোগ হতে পারে এবং এই ফসলের রোগের কিছু তালিকা রয়েছে। আমি মনে করি যে আপনি এই তালিকা গুলো জানার মাধ্যমে অনেক বেশি অনুপ্রেরিত হতে পারবেন এবং ফসলের সঠিক চিকিৎসা নিতে পারবেন।

ফসলের রোগের তালিকা

ফসল বিভিন্ন কারণে রোগে আক্রান্ত হতে পারে এটা স্বাভাবিক এবং ফসলের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রোগ হতে পারে।

আর এই সকল রোগের উপর ভিত্তি করে তালিকা তৈরি করা হয়েছে এবং এই তালিকায় ফসলের রোগের নাম উল্লেখ করা হয়েছে।

নিচে কতিপয় ফসলের রোগের তালিকা উল্লেখ করা হলো:

  • ধান: পচন, কারেন্ট পোকার আক্রমণ, ছত্রাক, ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ।
  • আলু: পাতা কুঁকড়ে যাওয়া, পাতার রং হলুদ বা ফ্যাকাসে হয়ে যাওয়া, আলুর পচন ধরা।
  • টমেটোর: পাতা কুঁকড়ে যাওয়া, টমেটোতে কারেন্ট পোকার আক্রমণ, টমেটোর পচন।
  • বেগুন: পোকামাকড় দ্বারা আক্রমণ, পাতা ঝলসে যাওয়া, পাতা পড়ে যাওয়া।
  • সরিষা: পানির অভাবে শুকিয়ে যাওয়া, সঠিকমত পুষ্টি উৎপাদন করতে সক্ষম না হওয়া।
  • গম ও ভুট্টা: অভাবজনিত রোগ, পোকামাকড় দ্বারা আক্রমণ এবং পচন ইত্যাদি।

এগুলো হলো ফসলের রোগের তালিকা এবং ফসল অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই সকল রোগ আক্রান্ত হতে পারে। আর আপনাকে অবশ্যই প্রত্যেকটি রোগের নামের উপর ভিত্তি করে কি কি লক্ষণ আপনার ফসলে দেখা দিয়েছে তা চিহ্নিত করতে পারতে হবে।

আর অবশ্যই আপনি যখন লক্ষ্য করবেন আপনার ফসলের মান কমে যাচ্ছে কিংবা উৎপাদন কমে যাচ্ছে কিংবা বৃদ্ধি কমে যাচ্ছে।

সেক্ষেত্রে বুঝে নিবেন যে আপনার ফসল কোন না কোন রোগ দ্বারা আক্রান্ত হয়েছে এবং অবশ্যই আপনাকে এর চিকিৎসা নিতে হবে।

শেষ কথা:

ফসল হচ্ছে মানুষের খাদ্য চাহিদা পূরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং সেই সাথে ইহার দ্বারা শারীরিক পুষ্টি সম্পূর্ণ রূপে গ্রহণ করা যায়। তবে বিভিন্ন সময় আমাদের চাষ করা ফসল রোগে আক্রান্ত হতে পারে এবং এর ফলে আমাদের খাদ্য উৎপাদন কমে যাওয়ায় খাদ্য চাহিদা মেটাতে কষ্ট হতে পারে।

আর ফসলের রোগ আক্রান্ত হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন অণুজীব, পুষ্টিহীনতা, অতি পুষ্টি কিংবা অভাবজনিত রোগ ইত্যাদি।

আর অবশ্যই আপনাকে আপনার ফসলের রোগ নিরাময়ের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী উপযুক্ত কীটনাশক ও সার প্রয়োগ করতে হবে।

বর্তমানে ফসলের রোগ এত বেশি হয়েছে যে ইহার মাধ্যমে আমাদেরকে আমাদের চাষকৃত জমিতে অত্যাধিক হারে কীটনাশক সরবরাহ করতে হয়। যদিও কীটনাশক আমাদের জন্য বা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর কিন্তু তবুও আমাদেরকে প্রয়োগ করতে হচ্ছে।

কিন্তু এমন কিছু কাজ করণীয় রয়েছে যেগুলো অবলম্বন করার মাধ্যমে আমাদের ফসল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।

আর এর ফলে আমরা আমাদের জমি বাড়িতে খুব কম পরিমাণ কীটনাশক সরবরাহ করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়।

এর জন্য আপনাকে প্রথমেই প্রাকৃতিক সার প্রয়োগ করে আপনার ফসল কে অনেক বেশি সফল করে গড়ে তুলতে হবে। যখন আপনার ফসল অনেক বেশি সফল হবে তখন যে কোন প্রকার রোগ প্রতিরোধ করতে পারবে এবং আপনাকে কীটনাশক প্রয়োগের ঝুঁকি নিতে হবে না।

আরও পড়ুন: পানিবাহিত রোগ কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top