প্রোগ্রাম কি? প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম কত প্রকার ও কি কি?

আমরা ইতিমধ্যে অনেকে প্রোগ্রাম নামটি শুনে থাকবো তবে বেশিরভাগ মানুষ প্রোগ্রাম কি এ বিষয়টি জানিনা। তাই আজকের পোস্টটি প্রত্যেকটি না জানা মানুষের জন্য যারা প্রোগ্রাম সম্পর্কে তেমন কোন ধারণা এখন পর্যন্ত জানে না।

আর আপনিও যদি প্রোগ্রাম সম্পর্কিত কোন তথ্য না জানতে পারেন,তাহলে আজকের পোস্ট এর সম্পূর্ণ পড়ুন।

অবশ্যই আপনি উপকৃত হবেন এবং প্রোগ্রাম সম্পর্কে সঠিক তথ্য জ্ঞান লাভের মাধ্যমে প্রত্যেকটি বিষয়ে অবগত হতে পারবেন।

প্রোগ্রাম কি
প্রোগ্রাম কি?

প্রোগ্রাম কি: প্রোগ্রাম শব্দের অর্থ হলো কার্যক্রম বা নির্দেশনাবলী, অর্থাৎ কোন কাজের কার্যক্রম বা নির্দেশনাবলী হচ্ছে প্রোগ্রাম।

উদাহরণ হিসেবে বলা যায় আমরা কম্পিউটারে কাজ করে এবং কাজ করার জন্য নির্দেশ প্রদান করে থাকি।

আর কম্পিউটারে কাজ করার সময় নির্দেশনা প্রদান করার এই বিষয়টির প্রোগ্রামের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রোগ্রাম শব্দটি বাংলা শব্দ নয় বরং এটার বাংলা প্রতিশব্দ হচ্ছে কার্যক্রম বা নির্দেশনা বলে, যার মাধ্যমে কাজ সম্পন্ন হয়।

প্রোগ্রাম কাকে বলে?

Program হচ্ছে কোন কাজ করার জন্য প্রদান করার নির্দেশনা এবং নির্দেশনা অনুযায়ী কাজটি যথাযথ হওয়া।

তবে মনে রাখবেন যে প্রোগ্রাম যারা সর্বদা নির্দেশনা দেওয়া হয় এবং এটি দ্বারা শুধুমাত্র কার্যক্রমের কাঠামো তৈরি হয়।

একটা কাজ করার জন্য সুষ্ঠু নির্দেশনা প্রয়োজন হয় এবং এই নির্দেশনা প্রদান করার মাধ্যমে কাজ সঠিক হয়ে থাকে। আর সঠিক নির্দেশনা প্রদান করার জন্য এবং কাজটির সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য অবশ্যই প্রোগ্রামের ভূমিকা অপরিসীম।

প্রোগ্রাম কাকে বলে: কোন কাজ করার জন্য প্রয়োজনীয় নিদর্শনা বলে ও কার্যক্রম পরিচালনা করাকেই মূলত প্রোগ্রাম বলা হয়।

প্রোগ্রাম শব্দটির সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কম্পিউটারের মধ্যে কেননা, কম্পিউটারের শুধুমাত্র নির্দেশনা দিয়ে কাজ হয়।

তবে প্রোগ্রাম প্রস্তুত করতে হয় অর্থাৎ কোন কাজের জন্য যেমন নির্দেশনা দিতে হয়, ঠিক তেমনি কম্পিউটারের প্রোগ্রাম তৈরি করতে হয়। এক একটি কাজের জন্য এক একটি প্রোগ্রাম বা নির্দেশনা তৈরি করা হয় প্রোগ্রামারের মেধা দিয়ে।

প্রোগ্রাম কত প্রকার ও কি কি?

প্রোগ্রাম আমরা ব্যবহার করে থাকে নির্দেশনা প্রদান করার জন্য কিন্তু এই প্রোগ্রাম বা প্রোগ্রামিং এর আবার কিছু প্রকারভেদ রয়েছে।

তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা শুধুমাত্র উল্লেখ করবো প্রোগ্রামের প্রকারভেদ গুলো সম্পর্কে।

প্রোগ্রাম বা প্রোগ্রামিং মূলত তিন প্রকার বা তিন ভাগে বিভক্ত, যেমন:

  • মেশিনারি প্রোগ্রাম বা কম্পিউটার প্রোগ্রাম।
  • অ্যাসেম্বলি প্রোগ্রাম বা মধ্য প্রোগ্রাম।
  • হাই লেভেল প্রোগ্রাম বা আধুনিক প্রোগ্রাম।

এগুলো ছিল প্রোগ্রামের কিছু প্রকারভেদ এবং এই প্রকারভেদ গুলো প্রোগ্রাম ল্যাংগুয়েজ এ দ্বারা বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত দিকনির্দেশনা প্রদান করার জন্য এই কয়েকটি প্রোগ্রাম ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়েছে প্রোগ্রামের মধ্যে।

আরও পড়ুন: ওরিয়েন্টেশন প্রোগ্রাম কি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top