প্রান্তিক উপযোগ কাকে বলে: অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোন দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করার ফলে ভোক্তা যে পরিমাণ বাড়তি উপযোগ পায় তাকে প্রান্তিক উপযোগ বলে। আবার মূল উপযোগের সাথে প্রান্তিক উপযোগ যুক্ত করে মোট উপযোগ হয়।
অর্থাৎ আপনার মূল উপযোগ যদি দুই টাকা হয় এবং প্রান্তিক উপযোগ যদি না থাকে তাহলে প্রান্তিক উপযোগ দুই টাকা হবে।
আবার মূল উপযোগ ৫৫ টাকা হয় এবং প্রান্তিক উপযোগ যদি পাঁচ টাকা হয় তাহলে দ্বিতীয় এককে মোট উপযোগ ৫৫ টাকা।
আর ঠিক একইভাবে অনুরোধ বিশ্লেষণ এর মাধ্যমে বলা যায় যে ৫৫ টাকার মধ্যে দ্বিতীয় উপযোগে ৫ টাকা প্রান্তিক উপযোগ ছিল।
প্রান্তিক উপযোগ বলতে ওই উপযোগকে বোঝানো হয় যা মূল উপযোগের সঙ্গে যুক্ত হয় বা মূল উপযোগ থেকে বাড়ে।
প্রান্তিক উপযোগ বলতে কী বোঝায়?
উপযোগ হচ্ছে ইউটিলিটি এবং প্রান্তিক উপযোগ হচ্ছে মূল উপযোগ অপরিবর্তিত রেখে বাড়তি উপযোগ। অর্থাৎ যখন কোন একটি পণ্য দ্বারা মূল উপযোগের চেয়ে বাড়তি উপযোগ পাওয়া সম্ভব হয় তখন সেই অবস্থাকে প্রান্তিক উপযোগ বলা হয়।
তবে উপযোগ থেকে বাড়তি উপযোগ উৎপন্ন হওয়াকে প্রান্তিক উপযোগ বলে বিবেচনা করা হয় না বা এটি এমন নয়।
বরং বাড়তি যতটুকু উপযোগ হয়েছে তার পরিমাণটুকুই হলো মূলত প্রান্তিক উপযোগ, যার সম্পর্কে মূল উপযোগের সাথে নেই।
তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রান্তিক উপযোগ বলতে কী বোঝানো হয়েছে, ধন্যবাদ।
আরও পড়ুন: উপযোগ কাকে বলে?