প্রমাণ দ্রবণ কাকে বলে: যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে।
আবার, 1M মোলার দ্রবণকে প্রমাণ দ্রবণ বলা হয়। অর্থাৎ যে সকল ধরনের আমরা সঠিক ঘনমাত্রা জানি সেগুলো প্রমাণ দ্রবণ।
রসায়নের গবেষণায় বেশ কয়েকটি দ্রবণ প্রস্তুত করা হয় এবং এই দ্রবণগুলোর মধ্যে নিজস্ব বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। যে বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে রাসায়নিক ভাষায় এই দ্রবণগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এবং বিভিন্নভাবে সংজ্ঞায়িত হয়েছে।

রসায়নের এই সকল দ্রবণ গুলোর মধ্যে প্রমাণ দ্রবণ হচ্ছে অন্যতম একটি বৈশিষ্ট্যের দ্রবণ যাকে সংজ্ঞায়িত করা হয়েছে। আর এ প্রমাণ দ্রবনকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তার সঠিক সংখ্যা আমরা এখানে ইতিমধ্যে উল্লেখ করে ফেলেছি।
কিন্তু সংজ্ঞায়িত করার মাধ্যমে আমাদের কাজের শেষ নয়, বরং আমাদের এখন উদাহরণ বুঝতে হবে।
কেননা আমরা যখন উদাহরণ সহকারে কোন একটি সংজ্ঞা সম্পর্কে জানতে পারি তখন আমরা খুব সহজে সেটি মনে রাখতে পারে।
প্রমাণ দ্রবণ উদাহরণসহ আলোচনা
আসলে আমরা ইতিপূর্বে প্রমাণ দ্রবণের উদাহরণ আপনাদেরকে দিয়ে ফেলেছি, কিন্তু আপনারা হয়তোবা তা বুঝতে পারেননি। আসলে আমরা দ্বিতীয় সংঘাতে বলেছিলাম যে, 1M মোলার দ্রবণকে প্রমাণ দ্রবণ বলা হয় এবং এটি হচ্ছে একটি উদাহরণ।
কেননা প্রমাণ দ্রবণে বলা হয়েছে, প্রমাণ দ্রবণ হচ্ছে এমন একটি দ্রবণ যার ঘনমাত্রা আমরা সঠিকভাবে জেনে থাকি।
আরো যেহেতু 1M বলা হয়েছে সেহেতু আমরা এর ঘনমাত্রা জানতে পেরেছি, আর ঘনমাত্রা জানার কারণে এতে প্রমাণ দ্রবণের উদাহরণ।
আরও পড়ুন: অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে?