প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? প্রধান কোয়ান্টাম সংখ্যা কিভাবে প্রকাশ করে

প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে: কোন একটি ইলেকট্রন যে প্রধান শক্তিস্তরে থেকে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো প্রধান শক্তি স্তর যেখানে ইলেকট্রন অবস্থান করে।

মৌলের প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে সকল ইলেকট্রন অবস্থান করে সুতরাং, বলা যায় যে একটি ঋনাত্মক আধানের একটি বাসস্থান।

যেকোন মৌলের চারটি কোয়ান্টাম সংখ্যা থাকে এবং এই চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অন্যতম। এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা অরবিটাল সংখ্যাকে বুঝিয়ে থাকি অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোন মৌলের শক্তিস্তর সংখ্যা নির্দেশ করা হয়।

প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে
প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে?

প্রধান কোয়ান্টাম সংখ্যার পর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা জানার পর আমাদেরকে অবশ্যই এটি চিহ্নিত করতে হবে।

অর্থাৎ আমরা কিভাবে বুঝতে পারব যে এটি হচ্ছে কোন মৌলের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল সংখ্যা।

আপনি যদি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে উক্ত মৌলের অরবিটাল সংখ্যা বা শক্তিস্তর কয়টি। আর এর জন্য আপনি যদি ইলেকট্রন বিন্যাস দেখেন তাহলে বুঝতে পারবেন যে সর্বশেষ ইলেকট্রন টি কোন অরবিটালে গেছে এবং সেটাই হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা।

আমরা লেখার সময় প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কয়েকটি মান দ্বারা প্রকাশ করে থাকি, এই কোয়ান্টাম সংখ্যার নির্দেশ মানগুলো দেখে নেওয়া যাক।

প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়?

এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n ( অবশ্যই ছোট হাতের হতে হবে) দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n এর মান 1, 2, 3 ……. হতে সর্বোচ্চ 7 পর্যন্ত হতে পারে। প্রধান কোয়ান্টাম সংখ্যায় উপস্থিত ইলেকট্রন গুলো উক্ত শক্তিস্তরে বৃত্তাকার ও উপবৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়।

অর্থাৎ আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানকে n দ্বারা প্রকাশ করে থাকে এবং লেখার সময় কোয়ান্টাম সংখ্যায় এই প্রতীকটি ব্যবহার করি।

সকল মৌলের ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস দ্বারা এটি প্রমাণ করতে পারি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ৭ এর বেশি হয় না।

তবে, পরবর্তীতে যদি মৌল আবিষ্কৃত হয় বা আবির্ভাব ঘটে তাহলে সম্ভব হবে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সাত এর বেশি হওয়া।

আমরা তো প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম তবে এই সংখ্যার কিছু বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য রয়েছে।

শক্তিস্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য

কোন মৌলে উপস্থিত প্রধান কোয়ান্টাম সংখ্যা ওই মৌলের অরবিটাল সংখ্যা নির্দেশ করে এবং এটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য। এছাড়াও আরো বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মাঝে পরিলক্ষন করতে পারে এবং সেই সাথে ব্যবহার করতে পারি।

নিচে উল্লেখযোগ্য কিছু প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য আলোচনা করা হলো:

  • প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রন সমূহের বাসস্থান ও পরিভ্রমণের স্থান।
  • প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান দ্বারা কোন ইলেকট্রন কক্ষপথে অবস্থান করতেছে তা জানা যায়।
  • প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোন মৌলের পরমাণুর প্রধান শক্তিস্তরের সংখ্যা।

এইগুলো হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার কিছু বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যগুলো দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে চিহ্নিত করা সম্ভব হবে।

কখনো যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা চিহ্নিত করতে বলে তাহলে এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা চিহ্নিত করতে পারব।

এই প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যবহার

আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কোন মৌলের অরবিটাল সংখ্যা উল্লেখ করে থাকে এবং সেই সাথে ব্যবহার করি। পড়ালেখা করার সময় এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়ায় আমাদেরকে অবশ্যই এই প্রদান কোয়ান্টাম সংখ্যার কাজ বা ব্যবহার নিয়ে জ্ঞান রাখতে হবে।

নিচে আপনার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যবহার সমূহ উপস্থাপন করা হলো:

  • কোন শক্তিস্তর বা কক্ষপথের আকার প্রকাশ করার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়।
  • প্রধান কোয়ান্টাম সংখ্যাকে K, L, M, N দ্বারা অরবিটাল প্রকাশের জন্য ব্যবহার করা হয়।
  • প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা যে কোন মৌলের পর্যায় সারণির পর্যায় বের করা যায়।
  • প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা উত্তম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।

এগুলো হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার কিছু ব্যবহার এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এ বিষয়ে জানার পর অবশ্য ব্যবহার করতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করার জন্য যেহেতু এর ব্যবহার গুলো জানা দরকার ছিল তাই এখানে এ বিষয় নিয়ে উল্লেখ করেছি, ধন্যবাদ।

আরও পড়ুন: যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top