পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী টু সূর্যের দূরত্ব

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার বা ১৫০ মিলিয়ন কিলোমিটার। ১৬৫৩ সালে প্রথম জ্যোতির্বিদ ক্রিশ্চিয়ান হিউজেন্স পৃথিবী থেকে সূর্যের দূরত্ব গণনা করেছেন এবং এর উত্তর প্রদান করেছেন।

আমাদের এই পৃথিবীর জন্য সূর্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যার দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ও খাদ্য উৎপন্ন হয়।

আর এই খাদ্য গ্রহণ করার মাধ্যমে মূলত আমরা প্রত্যেকটি জীব বেঁচে থাকে এবং উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

আমরা হয়তোবা পূর্ব আকাশে উদিত হওয়া এই সূর্যকে অনেক ছোট দেখতে পায় কিন্তু আসলে এই সূর্য পৃথিবীর থেকেও বড়। আর পৃথিবী থেকে সূর্যের আকার শুধু বড় বললে ভুল হবে বরং পৃথিবী থেকে সূর্যের আকার 13 লক্ষ গুণ বড়।

তাহলে এই তথ্য অনুযায়ী এটি স্পষ্ট ভাবে ধারণা পাওয়া যায় যে অবশ্যই পৃথিবী থেকে সূর্যের আকার অনেক বেশি হবে।

পৃথিবী থেকে সূর্যের আকার যেমন অনেক ঠিক তেমনি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক হওয়ায় এর আসল তাপ আমরা পাই না।

মানুষ কি পৃথিবী থেকে সূর্যে যেতে পারবে?

এক কথায় উত্তর হলো, বর্তমানে এমন কোন প্রযুক্তি আবিষ্কার হয়নি যে প্রযুক্তি ব্যবহার করে মানুষ সূর্যে যাবে। কেননা আমরা যদিও বা সূর্যের তাপ পেতে পেতে অভ্যস্ত কিন্তু আসলে সূর্য কতটুকু উত্তপ্ত এই বিষয়টি সম্পর্কে জানিনা।

আসলে সূর্যের উত্তাপ এতটাই বেশি যে যদি মানুষ দুনিয়ার কোন যানবাহন নিয়ে সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে।

কিন্তু তবুও সে যানবাহনটি বা রকেটটি সূর্যের উত্তাপ গরমের কারণে গলতে শুরু করবে এবং সূর্যের কাছে পৌঁছাতে পারবেনা।

আরও পড়ুন: ঐক্য কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top