পিরামিড কাকে বলে: সামতলিক বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং প্রত্যেকটি পার্শ্বতল ত্রিভুজ আকৃতির হয় তাকে পিরামিড বলে। পিরামিড হচ্ছে এমন একটি কাঠামো যার প্রত্যেকটি পার্শ্বতল ত্রিভুজ আকৃতির হয়ে থাকে।
আমরা যদি পিরামিডের উদাহরণ দিতে যাই তাহলে সবচেয়ে বেশি পরিচিত পিরামিডের উদাহরণ হলো মিশরের পিরামিড। আর মিশরের পিরামিডে আপনারা দেখতে পারবেন একটি শীর্ষবিন্দু রয়েছে এবং সেই সাথে পার্শ্বতলগুলো ত্রিভুজ আকৃতির।

জ্যামিতিক বিভিন্ন অংশ গুলোর মধ্যে পিরামিড হচ্ছে অন্যতম একটি বিষয় এবং এটি একটি জ্যামিতিকে কাঠামো।
বিভিন্নভাবে পিরামিড নিয়ে জ্যামিতিক প্রশ্ন এসে থাকে এবং জ্যামিতিকভাবে পিরামিডের বিভিন্ন ধরনের সমাধান পর্যালোচনা করা হয়।
পিরামিডের ধারণা দাও?
একটি পিরামিডের মধ্যে বেশ কয়েকটি বিষয় উপস্থিত থাকে এবং এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে হবে। যে ধারনাগুলো পাওয়ার মাধ্যমে আপনি আমি পিরামিড সম্পর্কে স্পষ্ট হতে পারব এবং স্পষ্ট জ্ঞান অর্জন করতে পারব।
পিরামিডের বেশ কয়েকটি ধারণা নিচে উল্লেখ করা হলো:
- পিরামিডের তল সংখ্যা ছয়টি
- পিরামিডের প্রান্তরেখা সংখ্যা ১০ টি
- পিরামিডের তল শীর্ষবিন্দু সংখ্যা ছয়টি
- পিরামিডের মূল শীর্ষবিন্দু সংখ্যা একটি
এগুলো ছিল পিরামিডের ধারণা সম্পর্কে কিছু তথ্য এবং এই তথ্যগুলো অবশ্যই জ্ঞান বৃদ্ধিতে সহায়ক।
আর অবশ্যই মনে রাখবেন যে পিরামিড যদিও বা মিশরে রয়েছে কিন্তু তবুও এই পিরামিড হচ্ছে গণিতের জ্যামিতির শাখার অন্তর্ভুক্ত বিষয়।
জ্যামিতিক বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে পিরামিড বিশেষ ভাবে প্রভাব ফেলতে পারে বিভিন্ন কাজে।
আরও পড়ুন: আয়তন কাকে বলে?