পারমাণবিক সংখ্যা কাকে বলে: কোন মৌলের একটি পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়।
প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে Z (অবশ্যই বড় হাতের হতে হবে) দ্বারা প্রকাশ করা হয়।
যেমন: অক্সিজেন (O) পরমাণু নিউক্লিয়াসে ৮টি প্রোটন থাকে, সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো আট (৮)।
কোন মৌলের পারমাণবিক সংখ্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমাদের ইলেকট্রন বিন্যাসম্পন্ন করার জন্য। আর ইলেকট্রন বিন্যাসের গুরুত্ব কতটুকু তা বুঝেন তাই সে অনুযায়ী পারমাণবিক সংখ্যার ভূমিকা রয়েছে অনেক বেশি।

কোন মৌলের বা প্রমাণের পারমাণবিক সংখ্যা দ্বারা ঐ পরমাণুকে আমরা সঠিকভাবে চিনতে পারি। উদাহরণ হিসেবে যদি কোন একটি মৌলের সংখ্যা আমরা এক পায় তাহলে অবশ্যই উক্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হবে হাইড্রোজেন বুঝতে পারি।
অর্থাৎ এক কথায় বলতে গেলে, কোন মৌলের আসল পরিচয় হচ্ছে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা।
আর সেই সাথে এই প্রোটন সংখ্যা দ্বারা উক্ত মৌলের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সম্পর্কে বোঝা যায়।
কেননা উক্ত মৌলের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার সমান হয় এবং প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা আবার পরস্পর সমান থাকে।
পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝায়?
পারমাণবিক সংখ্যা বলতে যে কোন মৌলের একটি পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যার সমষ্টিকে বোঝানো হয়।
এই পারমাণবিক সংখ্যাই হচ্ছে কোন মৌলের বা পরমাণুর আসল পরিচয় এবং ইহার দ্বারা ইলেকট্রন বিন্যাস করা যায়।
যেহেতু প্রত্যেকটি পরমাণু চার্জ নিরপেক্ষ হয় অর্থাৎ মোট চার্জ বাধাশূন্য হয়, তাই পরমাণু নিউক্লিয়াসের যে কয়েকটি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সম-সংখ্যক ইলেকট্রন থাকে।
পারমাণবিক সংখ্যা দ্বারা মৌলকে চেনা যায় যেমন: পারমাণবিক সংখ্যা ১ হলে ঐ পরমাণুটি হলো হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা ২ হলে ঐ পরমাণুটি হচ্ছে হিলিয়াম এবং পারমাণবিক সংখ্যা ৯ হলে প্রমাণিত হচ্ছে ফ্লোরিন।
আর অবশ্যই আমাদেরকে রসায়ন অধ্যায়নের সময় পারমাণবিক সংখ্যা দ্বারা মৌল চিহ্নিত করতে হবে পরবর্তী কাজ করার জন্য।
আর পরবর্তী যেকোনো কাজ রচনা করার জন্য আমাদেরকে প্রথমে মৌল চিহ্নিত করতে হয় যা পারমাণবিক সংখ্যা দ্বারা সম্ভব।
আমাদেরকে যদি পারমাণবিক সংখ্যার কথা বলা হয় তাহলে উক্ত মৌলের প্রোটন সংখ্যার সমষ্টিকে বোঝাতে হবে।
কেননা প্রোটন সংখ্যার সমষ্টি দ্বারা কেবলমাত্র আমরা একটি মৌলের সংখ্যা উপস্থাপন করতে পারি বা বলতে পারি।
শেষ কথা:
পারমাণবিক সংখ্যা কাকে বলে এবং পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝায় আশা করি এ বিষয়টি নিয়ে আলোকপাত করতে সক্ষম হয়েছে। আপনি যেহেতু পারমাণবিক সংখ্যা নিয়ে জ্ঞান অর্জন করার জন্য এখানে এসেছেন তাই আমি সম্পূর্ণ চেষ্টা করেছে আপনাকে পারমাণবিক সংখ্যা ধারনা দিতে।
পারমাণবিক সংখ্যা সবচেয়ে সহজ ধারণা হচ্ছে যে ইহার দ্বারা কোন মৌলের প্রধান সংখ্যার সমষ্টিকে নির্দেশ করা হয়।
এই প্রোটন সংখ্যা নির্দেশ করার মাধ্যমে উক্ত মৌলের ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সম্পর্কে জানতে পায় যা মৌলের জন্য যথেষ্ট।
একটি মৌলের স্বাভাবিক যাবতীয় বৈশিষ্ট্য চিহ্নিত করার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সর্বপ্রথমে প্রয়োজন হবে মৌলটি চিহ্নিত করতে। আর মৌলটি চিহ্নিত করার মাধ্যমে আমরা খুবই সহজে উত্তম মৌলের ধর্ম বলতে পারব যে সেটি ধাতু না অধাতু না অর্ধ-ধাতু হয়।
মৌলের অস্তিত্ব থেকে কতটুকু রয়েছে এবং পর্যায় সারণির অধ্যায়ের অবস্থান কতটুকু রয়েছে এর জন্য পারমাণবিক সংখ্যা প্রয়োজন।
পারমানবিক সংখ্যা দ্বারা আমরা যে শুধুমাত্র মৌলটি সম্পর্কে জানতে পারি এমন নয় বরং পর্যায় সারণিতে অবস্থান বের করতে পারি।
ধন্যবাদ, মৌলের পারমাণবিক সংখ্যা সম্পর্কে তৈরিকৃত আমাদের এই পোষ্টের মধ্যে আপনার সময় দীর্ঘ লাগানোর জন্য, শুভ বিদায়।
আরও পড়ুন: অণু কাকে বলে?