পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বুঝ?

পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে: কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তিস্তর পর্যন্ত যে দূরত্ব সে দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। পারমাণবিক ব্যাসার্ধ একটি পর্যায়বৃত্ত ধর্ম যা পর্যায়ক্রমে আবর্তিত হয়ে থাকে এবং মৌল গুলোর মধ্যে ধর্মের আবর্তন ঘটায়।

একই পর্যায় বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে।

এবং একই গ্রুপে উপর দিক থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে এবং মৌলটির আকৃতি বৃদ্ধি হতে থাকে।

পারমাণবিক ব্যাসার্ধ এর আরেকটি নাম হলো পারমাণবিক আকার এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই নামে একে চিনি।

পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে
পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে?

তবে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে ভালো নাম যার দ্বারা পরমাণুর ব্যাসার্ধ নির্দেশ করা হয় এবং আমরা সর্বক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ বলে ডাকি।

একটি পরমাণুর আকার কতটুকু হবে তা অবশ্যই নির্ভর করে পরমাণুটির ব্যাসার্ধের উপর, ব্যাসার্ধ যত বড় পরমাণু তত বড়। পরমাণুর আকার বা ব্যাসার্ধ যত বৃদ্ধি পায় তাদের মধ্যকার আকর্ষণ শক্তি তত কমতে থাকে এবং দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে।

আর অবশ্যই পরমাণুর অভ্যন্তরীণ যে সকল তথ্য রয়েছে তার মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে বিশেষ উল্লেখযোগ্য তথ্য।

পারমাণবিক ব্যাসার্ধ দ্বারা উক্ত মৌলের আকর্ষণ শক্তি সম্পর্কে জানা যায় এবং সেই সাথে গঠনগত এবং আকৃতিগত তথ্য পাওয়া যায়।

পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বুঝ?

এই পারমাণবিক ব্যাসার্ধ বলতে যে কোন পরমাণুর আকার কে বোঝানো হয়, যার দ্বারা গঠনসহ নির্দেশ করা যেতে পারে। এই আকার কখন কম হবে আর কখন বেশি হবে তা নির্দেশ করার জন্য পারমাণবিক ব্যাসার্ধ বিশেষভাবে মৌলটির তথ্য দেয়।

যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, সেই মৌলের পারমাণবিক আকার কম হবে এবং এ বিষয়টি স্পষ্ট ভাবে মৌলটি সম্পর্কে বোঝা যায়।

আর পারমাণবিক আকার যদি বড় হয় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বড় হবে এবং এই জিনিসটিও আমরা স্পষ্টভাবে মৌলটির বুঝতে পারি।

পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে একটি পর্যায়বৃত্ত ধর্ম যা পর্যায় সারণির উপর আবর্তিত হয় প্রত্যেকটি মৌলের জন্য। পর্যায় সারণির মৌল গুলোর অবস্থানের উপর ভিত্তি করে আমরা ওদের পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে বলতে পারি আকার কতটুকু।

মৌলের নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় এবং পরমাণুর আকারও হ্রাস পায়।

প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ শক্তি যত বেশি হয় পারমাণবিক আকার ঠিক ততই হ্রাস পেতে থাকে কেননা ইলেকট্রন প্রোটন উভয় আকর্ষক।

উপসংহার:

পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে এবং পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায় সম্পূর্ণ বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। আর অবশ্যই পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে যারা জানতে চেয়েছিল তারা এই পোস্টটি দ্বারা উপকৃত হবে পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে জেনে।

আর পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু কোন মৌলের আকার সম্পর্কে ধারণা প্রদান করে তাই পারমাণবিক ব্যাসার্ধ মৌলের তথ্য দেয়।

আর এ পারমাণবিক ভর সম্পর্কে যে তথ্যটি দিয়ে থাকে সেটি হচ্ছে এর মধ্যকার আকর্ষণ শক্তির এবং সেই সাথে আকৃতিগত তথ্যের।

অর্থাৎ যখন একটি মৌলের আকর্ষণ শক্তি বেশি হবে তখনই এর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে বা আকার কম থাকবে। এবং যদি আকর্ষণ শক্তি কম হয় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে বা বড় হবে যা আমরা পারমাণবিক ব্যাসার্ধ থেকে জানতে পারি মৌলের।

ধন্যবাদ, পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে তৈরি করা এই পোষ্টের মধ্যে উল্লেখিত জ্ঞান পড়ার জন্য।

আর অবশ্যই পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে ওই ব্যাসার্ধ যার দ্বারা পরমাণুর আকার, গঠন এবং আকর্ষণ শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

আরও পড়ুন: পরিবর্তনশীল যোজনী কাকে বলে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top