পাম্প কাকে বলে: যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যান্ত্রিক প্রক্রিয়ায় এক স্থান হতে অন্য স্থানে তরল বা বায়বীয় পদার্থকে স্থানান্তর করা হয় এবং তরল বা বায়বীয় পদার্থকে নিচু জায়গা থেকে উত্তোলন করা হয়, তাকে পাম্প বলে।
পাম্প বলতে আমরা সাধারণত পানি তোলার পাম্পকে বুঝে থাকি যা অবশ্যই একটি ভুল ধারণা। কেননা আমরা এই পাম্প দ্বারা শুধুমাত্র পানি একই স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করি না বরং আরো অনেক উপাদান রয়েছে যেগুলো সরবরাহ করতে পারি।
আমরা যে শুধুমাত্র পাম্প পানি তোলার কাজে ব্যবহার করি এমনটি না বরং বিভিন্ন গ্যাসক্ষেত্রে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কেননা প্রাকৃতিক গ্যাস সম্পূর্ণরূপে তরল অবস্থায় মাটির নিচে পাওয়া যেতে পারে এবং এক্ষেত্রে পাম্প ব্যবহার করা হয়।
আমরা যে সকল পাম্প সাধারণ বাসা বাড়িতে ব্যবহার করে থাকে সেগুলো দ্বারা সাধারণত পানি উত্তোলন করে থাকি। তবে বড় বড় যে সকল গ্যাসক্ষেত্র রয়েছে সেখানে গিয়াস উত্তোলন করার জন্য পাম্প ব্যবহার করা হয় থাকে।
আর ইহার দ্বারা এটি স্পষ্ট ভাবে বলা যায় যে আমরা শুধুমাত্র পানি উত্তোলন করার জন্য ব্যবহার করি না বরং গ্যাস ব্যবহার উত্তোলন করতে ব্যবহার করি। অর্থাৎ আমরা এই ব্যবহার করে একই স্থান থেকে অন্য স্থানে পানির সাথে গ্যাস বা বায়বীয় পদার্থ সরবরাহ করতে পারে।
এই পাম্পের কিছু প্রকারভেদ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আলাদা আলাদা কাজ সম্পন্ন করতে পারে সহজে। আর অবশ্যই আপনাকে আমাকে পাম্প সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে হলে এই সকল প্রকারভেদ গুলো সম্পর্কে ধারণা লাভ করতে হবে।
পাম্প কত প্রকার ও কি কি?
এই পাম্পের কিছু প্রকারভেদ রয়েছে যা পানি উত্তোলন করা এবং গ্যাস উত্তোলন করার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে।
কেননা প্রত্যেকটি পাম্পের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে এবং বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্নভাবে এরা পানি উত্তোলন করতে পারে।
আর এদের এই পানি উত্তোলন করার প্রক্রিয়া উপর ভিত্তি করে এদেরকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। পাম্পের এই প্রকারভেদ গুলো সম্পর্কে যদি জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের দেওয়া তথ্যগুলো ভালোভাবে পড়ে নিন।
পানি উত্তোলনের উপর ভিত্তি করে পাম্প কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা:
- পজেটিভ পাম্প (Positive Displacement)
- ডায়নামিক পাম্প (Dynamic Displacemssent)
পজেটিভ পাম্পকে আবার আমরা তিনভাগে ভাগ করতে পারি, যথা:
- Rotary type positive displacement pump.
- Reciprocating type a positive displacement pump.
- Linear type positive displacement pump.
Rotary type positive displacement pump আবার তিন প্রকার, যেমন:
- রোটারি গিয়ার পাম্প (Rotary Gear Pump)
- রোটারি স্ক্রু পাম্প (Rotary Screw Pump)
- রোটারি ভেইন পাম্প (Rotary Vane pump)
Reciprocating type a positive displacement pump আবার তিন প্রকার, যেমন:
- Reciprocating Plunger pump.
- Reciprocating Diaphragm pump.
- Reciprocating Piston pump.
ডায়নামিক পাম্পকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন:
- Dynamic Centrifugal Displacement pump.
- Dynamic Special Displacement pump.
এগুলো হলো পাম্পের কিছু প্রকারভেদ এবং এই প্রকারভেদ গুলো কি কারণে আমরা ভাগ করেছে সে সম্পর্কে উল্লেখ করেছি।
যেন আপনি বুঝতে পারেন কোন ক্ষেত্রে কোন পাম্পগুলো ব্যবহার করা হয় এবং আমরা পাম্পগুলো ব্যবহার করে উপকৃত হই।
কোনো কোনো ক্ষেত্রে একাধিক পাম্প ব্যবহার করা যেতে পারে যা আপনাকে উক্ত প্রকারভেদগুলো থেকে বুঝতে হবে বা ধারণা লাভ করতে হবে। আর এই সকল প্রকারভেদ থেকে সম্পূর্ণ জ্ঞান লাভের মাধ্যমে আপনি খুব সহজে পাম্প সম্পর্কে সকল জ্ঞান অর্জন করতে পারবেন।
পাম্পের ব্যবহার
আমরা পাম্প সম্পর্কে তো অনেক তথ্য জানলাম তবে এই পাম্প আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করে থাকি সে সম্পর্কে জানলাম না। অবশ্যই আমাদেরকে এই পাম্পের ব্যবহার গুলো সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকে পাম্প।
আর এই সকল ব্যবহার সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমি এখানে উল্লেখ করছি তা পড়ে নিন। পাম্প আমরা যে সকল ক্ষেত্রে ব্যবহার করে থাকি নিজের সুবিধার জন্য সে সকল কিছু এখানে উল্লেখ করার চেষ্টা করব।
পাম্প আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি এবং এই পাম্পের কিছু ব্যবহার নিচে উল্লেখ করা হলো:
- চাষাবাদ করার ক্ষেত্রে সেচ যে প্রদান করতে পাম্প ব্যবহার করি।
- ভূগর্ভস্থ হতে পানি উত্তোলন করার ক্ষেত্রে পাম্প ব্যবহার করে।
- হাইড্রোলিক সিস্টেমে যেকোনো ভারী বস্তু উত্তোলনের ক্ষেত্রে পাম্প ব্যবহার করি।
- যেকোনো ধরনের পানি শুকিয়ে ফেলার জন্য ওই স্থানান্তর করার জন্য পাম্প ব্যবহার করি।
- গোসল করার ক্ষেত্রে পানি উত্তোলন করার জন্য পাম্প ব্যবহার করি।
- যেকোনো বস্তু পানির চাপে পরিষ্কার করার ক্ষেত্রে পাম্প ব্যবহার করি।
- বড় যানবাহনকে দ্রুত থামানোর জন্য পাম্প ব্যবহার করি।
এগুলো হলো পাম্পের কিছু ব্যবহার যা আমি উল্লেখ করেছি এবং ইতিপূর্বে পাম্প কাকে বলে এ বিষয়ে জ্ঞান প্রদান করেছি। আবার সেই সাথে পাম্পের কিছু প্রকারভেদ রয়েছে যা উল্লেখ করেছি আপনার জ্ঞান বৃদ্ধি করার জন্য এবং পাম্প সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য।
আর এই পাম্প আমরা শুধুমাত্র পানি উত্তোলনের ক্ষেত্রে ব্যবহার করি এমনটি না বরং গ্যাস পরিবহন ব্যবহার করে এটি মাথায় রাখবেন।
কেননা অনেক ক্ষেত্রে প্রশ্ন আসলে আমরা ভুল করে যদি শুধুমাত্র পানির কথা বলে দেই তাহলে এটি অবশ্যই খারাপ হবে।
তাই আমাদের দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ পড়ার মাধ্যমে উপযুক্ত তথ্য প্রদান করুন এবং সঠিক উত্তর দিয়ে দিন। পাম্প হচ্ছে এমন একটি প্রযুক্তি যেটি ব্যবহার করে আমরা একই স্থান থেকে অন্য স্থানে তরল অথবা বায়বীয় পদার্থ সরবরাহ করতে পারি।
আরও পড়ুন: মেশিন কাকে বলে?