পল্লী সঞ্চয় ব্যাংক অফিস সহায়ক এর কাজ কি: পল্লী সঞ্চয় ব্যাংক অফিস সহায়ক এর মূল কাজ হচ্ছে অফিসে যাবতীয় কার্যক্রমের সহযোগিতা করা। অর্থাৎ অবশেষে শুরুর ১৫ মিনিট আগে অফিস পরিষ্কার করা, অফিসে যাবতীয় ফাইল নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখা।
অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল সময় অনুযায়ী একই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, কর্মীদের আদেশ মানা।
অফিস স্টাফদের পানি ও জল প্রদান করা অর্থাৎ এক কথায় বলতে গেলে অফিস স্টাফদের যাবতীয় কাজের সাহায্য করা।
অর্থাৎ পল্লী সঞ্চয় ব্যাংক অফিস সহায়ক পদে কর্মরত কর্মের প্রধান কাজ হলো অফিসের যাবতীয় কাজের সহায়তা করা।
সেটা হতে পারে হালকা ভারী মালামাল স্থানান্তর করা, পানি সরবরাহ করা অথবা অন্যান্য বিষয়বস্তু পরিষ্কার রাখা।
পল্লী সঞ্চয় ব্যাংক অফিস সহায়ক সাপ্তাহিক ছুটি
পল্লী সঞ্চয় ব্যাংক অফিস সহায়ক সাপ্তাহিক ছুটি আছে কিনা হয়তোবা এই বিষয়টি সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই জানেনা। তাই তাদের মাথায় একটি কনফিউশন কাজ করে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চাকরি করার আশা ছেড়ে দিতে পারে।
আসলে পল্লী সঞ্চয় ব্যাংক অফিস সহায়ক পদে কর্মরত প্রত্যেকটি কর্মী সাপ্তাহিক ছুটি পায় দুইদিন করে।
অর্থাৎ সপ্তাহের সাত দিন এবং সাত দিনের মধ্যে ৫ দিন কাজ এবং বাকি দুই দিন ছুটি পায় শুক্রবার এবং শনিবার।
তাহলে বন্ধুগণ আজকের পোস্টটি এপর্যন্তই এবং আপনার জ্ঞান বৃদ্ধির জন্য সহায়ক বলে আমি মনে করি।
আরও পড়ুন: অফিস সহায়ক এর কাজ কি?