১১০+ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর:
১.) পদ্মা সেতুর মূল নাম কি?
উত্তর: পদ্মা সেতুর রিয়েল বা মূল নাম হলো: পদ্মা বহুমুখী সেতু।
২.) পদ্মা সেতু তৈরি প্রকল্পটির নাম কি?
উত্তর: প্রকল্পের নাম হলো বহুমুখী প্রকল্প (প্রথমে পদ্মা হবে)।
৩.) পদ্মা সেতু নির্মাণ কারি প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: China Major Bridge Engineering Construction Company Limited.
৪.) পদ্মা সেতু নির্মাণে নকশা বা ডিজাইন তৈরি করেন কোন প্রতিষ্ঠান?
উত্তর: পদ্মা সেতু নির্মাণে নকশা বা ডিজাইন তৈরি করেন AECOM কোম্পানি।
৫.) পদ্মা সেতু প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয় কবে?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয় সাত ডিসেম্বর দুই হাজার চৌদ্দ সালে।
৬.) পদ্মা সেতু প্রকল্পটির রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা করবেন কে?
উত্তর: পদ্মা সাথে প্রকল্পটির রক্ষণাবেক্ষণ করবেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
৭.) পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত উপকরণ গুলোর নাম কি কি?
উত্তর: পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত উপকরণ গুলো হলো কংক্রিট এবং স্টিল।
৮.) পদ্মা সেতু প্রকল্পটির কাজ শেষ হয় কত সালে?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পটির কাজের শেষ হয় ২৩ জুন ২০২২ সালে।
৯.) পদ্মা সেতু প্রকল্পটি কত সালে উদ্বোধন করা হয়?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পটি ২৫ জুন ২০০২ সালে উদ্বোধন করা হয় (অর্থাৎ দুইদিন পর)।
১০.) পদ্মা সেতু প্রকল্পটি কে উদ্বোধন করেন?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
১১.) কত তারিখ হতে এই সড়কটির যোগাযোগ ব্যবস্থা শুরু করা হয়?
উত্তর: ২৬ জুন হতে এই সড়কটির যোগাযোগ ব্যবস্থা ও ব্যবহার শুরু হয়।
পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ কুইজ সমূহ সম্পর্কে সাধারণ জ্ঞান
১২.) কত সালে এই সেতুটি তৈরি করার জন্য বাংলাদেশ সরকার চুক্তিবদ্ধ হন?
উত্তর: সতেরই জুন ২০১৪ সালে পদ্মা বহুমুখী সেতুটি নির্মাণের জন্য বাংলাদেশ সরকার চায়নার রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং নির্মাণ কাজ চালু করার উদ্যোগ নিয়েছিলেন।
১৩.) পদ্মা সেতু কোথায় অবস্থিত?
উত্তর: এই বৃহৎ সেতুটি বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী পদ্মা নদীর উপরে অবস্থিত।
১৪.) পদ্মা সেতুর মোট কত কিলোমিটার, কত মাইল এবং কত ফুট
উত্তর: পদ্মা সেতুটির মোট দৈর্ঘ্য ৬. ১৫ কিলোমিটার এবং ৩.৮২ মাইল এবং ২০ হাজার ১৮০ ফুট।
১৫.) পদ্মা সেতুর মোট প্রস্থ কত মিটার (ফুটে তা প্রকাশ কর)
উত্তর: পদ্মা সেতুর মোট প্রশ্ন হচ্ছে ২২.৫ মিটার, ফুটে প্রকাশ করলে তারা ৭৪ ফুট।
১৬.) পদ্মা সেতুর ফলে বাংলাদেশের মোট কয়টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে?
উত্তর: দক্ষিণ-পশ্চিমবঙ্গের মোট ২৯ জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে।
১৭.) পদ্মা সেতুর ভায়াডাক্ত কত কিলোমিটার?
উত্তর: পদ্মা সেতুর ভায়াডাক্ত 1.18 কিলোমিটার।
১৮.) পদ্মা সেতুর ভায়াডাক্ত পিলার আছে কতটি?
উত্তর: পদ্মা সেতুর ভায়াডাক্ত পিলার আছে ৮১ টি।
১৯.) পদ্মা সেতুতে ব্যবহৃত স্প্যান সংখ্যা কতটি?
উত্তর: পদ্মা সেতুতে ব্যবহৃত স্প্যান সংখ্যা মোট ৪১টি (একচল্লিশটি)।
পদ্মা নদীতে ব্যবহৃত উপকরণগুলো নিয়ে সাধারণ জ্ঞান
২০.) পদ্মা সেতুতে ব্যবহৃত স্প্যান সর্বপ্রথম কবে বসানো হয়?
উত্তর: পদ্মা সেতুতে ব্যবহৃত স্প্যান সর্বপ্রথম বসানো হয় ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে।
২১.) পদ্মা সেতুর সর্বশেষ বা একচল্লিশ তম স্প্যান কবে বসানো হয়?
উত্তর: পদ্মা সেতুতে ব্যবহৃত সর্বশেষ স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে।
২২.) পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বা একচল্লিশ তম স্প্যানটি কত নম্বর পিলারের উপর বসানো হয়েছিল?
উত্তর: বারো এবং তেরো নম্বর পিলারের উপর সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছিল।
২৩.) পদ্মা সেতুতে ব্যবহৃত প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
উত্তর: প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) মিটার।
২৪.) পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি কয়টার সময় বসানো হয়েছিল?
উত্তর: পদ্মা সেতুতে ব্যবহৃত সর্বশেষ স্প্যানটি বসানো হয় দুপুর বারোটা দুই মিনিটে।
২৫.) পদ্মা সেতুর প্রথম স্প্যানটি কত নম্বর পিলারের উপর বসানো হয়েছিল?
উত্তর: পদ্মা সেতুর প্রথম স্প্যানটি সাইত্রিশ এবং আটত্রিশ নম্বর পিলারের উপর বসানো হয়েছিল।
২৬.) পদ্মা সেতুর ওপার ভিত্তি করে তৈরি কৃত সরকারি ওয়েবসাইটের নাম কি?
উত্তর: http://padmabridge.gov.bd/
২৭.) পদ্মা সেতুতে ব্যবহৃত মোট ৪১টি স্প্যান বসাতে মোট কত দিন সময় লেগেছে?
উত্তর: দুই মাস দশ দিন দিন সময় লেগেছে।
পদ্মা সেতুর অন্যান্য বিষয় নিয়ে সাধারণ জ্ঞান
২৮.) পদ্মার সাথে তার ব্যবহৃত প্রত্যেকটি স্প্যানের ওজন কত?
উত্তর: পদ্মার সাথে তার ব্যবহৃত প্রত্যেকটি স্প্যানের ওজন প্রায় ৩২০০ টন।
২৯.) পদ্মা নদীর পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ফুট?
উত্তর: উচ্চতা প্রায় ষাট ফুট।
৩০.) পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত করা হয়েছিল?
উত্তর: ৩৮৩ (তিনশত তিরাশি) ফুট করা হয়েছিল।
৩১.) পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং কতটি করা হয়েছিল?
উত্তর: ৬ (ছয়টি)।
৩২.) পদ্মা সেতুতে ব্যবহৃত মোট পাইলিং সংখ্যা কতটি?
উত্তর: পদ্মা সেতুতে ব্যবহৃত মোট পাইলিং সংখ্যা: ৪১x৬ = ২৪৬টি।
৩৩.) পদ্মা সেতু তৈরিতে মোট পিলার সংখ্যা কতটি?
উত্তর: পদ্মা সেতু তৈরিতে মোট পিলার সংখ্যা ৪২টি (বিয়াল্লিশটি)।
৩৪.) পদ্মা সেতুতে কি কি ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে?
উত্তর: গ্যাস, বিদ্যুৎ, অপটিক্যাল লাইনের পরিবহনসহ যাতায়াত ব্যবস্থার সুযোগ সুবিধা।
৩৫.) পদ্মা সেতুতে রেল যোগাযোগ স্থাপনের জন্য রেলপথ কোথায় তৈরি করা হয়েছে?
উত্তর: পদ্মা সেতুর নিচতলায় রেল যাতায়াতের জন্য রেল লাইন তৈরি করা হয়েছে।
৩৬.) বাংলাদেশের দীর্ঘতম সেতু বা ব্রিজের নাম কি?
উত্তর: বাংলাদেশের দীর্ঘতম সেতু বা ব্রিজের নাম হল পদ্মা সেতু।
৩৭.) পদ্মা সেতুতে কত মিটার গভীর নদীর উপর অবস্থিত?
উত্তর: পদ্মা সেতুতে ১২০ মিটার মতান্তরে ৩৯০ ফুট গভীর নদীর উপর অবস্থিত।
৩৮.) পদ্মা সেতুটি কোন কোন জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে?
উত্তর: পদ্মা সেতুটি মুন্সীগঞ্জের সাথে শরীয়তপুর এবং মাদারীপুর এই দুইটি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে।
৩৯.) পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেলওয়ে যাতায়াত শুরু হয় কবে?
উত্তর: পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেলওয়ে যাতায়াত শুরু হয় ৪ এপ্রিল ২০২৩ সালে।
৪০.) পদ্মা সেতুতে যাতায়াত করা প্রথম ট্রেনের চালকের নাম কি?
উত্তর: পদ্মা সেতুতে যাতায়াত করা প্রথম ট্রেনের চালকের নাম মোঃ রবিউল ইসলাম।
পদ্মা রেলসেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
৪১.) এই পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কত তারিখে?
উত্তর: বছরের ৪ এপ্রিল ২০২৩ ।
৪২.) এই ভাঙ্গা স্টেশন থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত ৩২ কিমি রেলপথে পরীক্ষামূলন ট্রেন চলে কত তারিখে?
উত্তর: ১ নভেম্বর ২০২২ বা ১/১১/২০২২।
৪৩.) নতুন তৈরি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নাম কি?
উত্তর: রেল সংযোগ প্রকল্পে: Padma Bridge Rail Link Project (PBRLP)।
৪৪.) নতুন তৈরি পদ্মা সেতুর মোট অন্তর্ভুক্ত জেলা কয়টি?
উত্তর: মোট ৯টি (ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর)
৪৫.) নতুন তৈরি পদ্মা সেতু রেল সংযোগ ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত হয় কত তারিখে?
উত্তর: ২৭ এপ্রিল ২০১৬ বা ২৭/০৪/২০১৬।
৪৬.): নতুন তৈরি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প একনেকে অনুমোদন পায়
উত্তর: ৩ মে ২০১৬ বা ৩/০৫/২০১৬।
৪৭.) নতুন তৈরি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয় কত তারিখে?
উত্তর: ৮ আগস্ট ২০১৬ বা ৮/০৮/২০১৬।
৪৮.) নতুন তৈরি পদ্মা সেতুর ঠিকাদার প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: ঠিকাদার: China Railway Engineering Corporation (CREC)
৪৯.) নতুন তৈরি পদ্মা সেতুর তদারকি পরামর্শের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চুক্তি হয়
উত্তর: ১ জানুয়ারি ২০১৭ বা ১/০১/২০১৭।
৫০.) নতুন তৈরি পদ্মা সেতুর জন্য চীনের এক্সিম ব্যাংকের সাথে ঋণ চুক্তি স্বাক্ষর হয়?
উত্তর: ২৭ এপ্রিল ২০১৮ বা ২৭/০৪/২০১৮।
৫১.) নতুন তৈরি পদ্মা সেতুর সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (RDPP) একনেকে অনুমোদন পায়
উত্তর: ২২ মে ২০১৮ বা ২২/০৫/২০১৮।
৫২.) নতুন তৈরি সেতুর রেল সংযোগ প্রকল্পের সময়সীমা-
উত্তর: ১ জানুয়ারি ২০১৬ – ৩০ জুন ২০২৪।
৫৩.) নতুন তৈরি পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের খরচ কত হবে?
উত্তর: ৩৯,২৪,৬৭৯.৯৮ টাকা (এর মধ্যে চীনের ঋণ ২১,০৩,৬৬৯.৩৮ টাকা এবং সরকারি অর্থায়ন ১৮,২১,০১০.৬০ টাকা)
৫৪.) নতুন তৈরি পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মোট দৈর্ঘ্য কত?
উত্তর: রেল সংযোগ প্রকল্পের দৈর্ঘ্য: ১৬৯ কিমি।
৫৫.) নতুন তৈরি পদ্মা সেতুর GDP’র প্রবৃদ্ধিতে অবদান –
উত্তর: GDP’র প্রবৃদ্ধিতে অবদান: ১% (আনুমানিক)।
বিশেষ কিছু পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
৫৬.) নতুন তৈরি পদ্মা সেতুর কোন রেলওয়ের নেটওয়ার্কে যুক্ত হচ্ছে পদ্মা সেতুর রেল রুটটি?
উত্তর: রেলওয়ের নেটওয়ার্ক যুক্ত: ট্রান্স-এশিয়ান।
৫৭.) কমলাপুর থেকে যশোর পর্যন্ত রুটে মোট কয়টি স্টেশন থাকবে?
উত্তর: ২০টি স্টেশন (এর মধ্যে ১৪টি স্টেশনই হবে নতুন। পুরোনো ৬টি স্টেশনকে ঢেলে সাজানো হবে)
৫৮.) উত্তর দিন ঢাকার গেন্ডারিয়া বাদে সব স্টেশন এর আয়তন হবে-
উত্তর: ৪২৭ বর্গমিটারের (নোট: গেন্ডারিয়ার স্টেশনটি হবে ৫৪৫ বর্গমিটারের)।
৫৯.) নতুন তৈরি পদ্মা সেতু রেল সংযোগ উড়াল রেলপথ মোট কত কি.মি?
উত্তর: রেলপথের মধ্যে ২৩.৩৮ কিমি উড়াল বা এলিভেটেড (দেশে এটিই হবে প্রথম উড়াল রেলপথ)
৬০.) নতুন তৈরি দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ কোনটি?
উত্তর: পদ্মা সেতু রেল (এটিই প্রথম পাথরবিহীন রেলপথ)।
৬১.) নতুন তৈরি পদ্মা সেতুর সাথে সংযোগ স্থানগুলো কি?
উত্তর: সংযোগ স্থানগুলো: লৌহজং, মুন্সিগঞ্জ এর সাথে শরিয়তপুর ও মাদারীপুর।
৬২.) নতুন তৈরি পদ্মা সেতুর স্থানাঙ্ক কত?
উত্তর: পদ্মা সেতুর স্থানাঙ্ক: ২৩.৪৪৬০ ডিগ্রী (উত্তর), ৯০.২৬২৩ ডিগ্রী (পূর্ব)
৬৩.) নতুন তৈরি পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কি.মি?
উত্তর: ভায়াডাক্ট: ৩.১৮ কি.মি.।
৬৪.) নতুন তৈরি পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কতটি?
উত্তর: ভায়াডাক্ট পিলার: ৮১টি।
৬৫.) নতুন তৈরি পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?
উত্তর: সেতুর স্প্যান সংখ্যা: ৪১টি।
৬৬.) নতুন তৈরি পদ্মা সেতুর সর্বপ্রথম স্প্যানটি কবে বসানো হয়?
উত্তর: সর্ব প্রথম স্প্যানটি: সেপ্টেম্বর, ২০১৭ NWITH।
৬৭.) নতুন তৈরি পদ্মা সেতুর সর্বশেষ বা ৪১তম স্প্যানটি কবে বসানো হয়?
উত্তর: সর্বশেষ স্প্যানটি: ১০ ডিসেম্বর, ২০২০ (বিশ্ব মানবাধিকার দিবস)।
৬৮.) নতুন তৈরি পদ্মা সেতুর ৪১তম স্প্যানটি কত নং পিলারের উপর বসানো হয়?
উত্তর: ৪১তম স্প্যানটি: ১২ ও ১৩ নং পিলারের উপর।
৬৯.) নতুন তৈরি পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?
উত্তর: স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার।
৭০.) নতুন তৈরি পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বা ৪১তম স্প্যানটি কখন বসানো হয়?
উত্তর: ৪১ তম স্প্যান: ১০ ডিসেম্বর, ২০২০ দুপুর ১২.০২ মিনিট।
বিভিন্ন বিষয় নিয়ে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
৭১.) নতুন তৈরি পদ্মা সেতুর প্রথম স্প্যানটি কত নং পিলারের উপর বসানো হয়।
উত্তর: প্রথম স্প্যানটি: ৩৭ ও ৩৮ নং পিলারের উপর।
৭২.) নতুন তৈরি পদ্মা সেতুর ৪১টি স্প্যান বসাতে সময় লাগে মোট কতদিন?
উত্তর: ৪১টি স্প্যান বসাতে: ৩ বছর ২ মাস ১০ দিন।
৭৬.) নতুন তৈরি পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত?
উত্তর: স্প্যানের ওজন: ৩২০০ টন।
৭৭.) নতুন তৈরি পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর: পদ্মা সেতুর পাইলিং গভীরতা: ৩৮৩ ফুট।
৭৮.) নতুন তৈরি পদ্মা সেতুর প্রতি পিলারের জন্য পাইলিং কতটি?
উত্তর: পিলারের জন্য পাইলিং: ৬টি।
৭৯.) নতুন তৈরি পদ্মা সেতুতে কি কি সুবিধা থাকবে?
উত্তর: সুবিধা: গ্যাস, বিদ্যাৎ ও অপটিক্যাল লাইনসহ সকল ধরণের পরিবহন সুবিধা।
৮০.) নতুন তৈরি পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর: সেতু প্রকল্পে জনবল: প্রায় ৪ হাজার।
৮১.) নতুন তৈরি পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর: রেললাইন স্থাপন: নিচতলায়।
৮২.) নতুন তৈরি পদ্মা সেতুর ফলে কতটি জেলার সাথে বাংলাদেশের যোগসূত্র স্থাপন হল?
উত্তর: জেলা: দক্ষিন পশ্চিমাঞ্চলের ২৯টি জেলা।
৮৫.) নতুন তৈরি পদ্মা নদীর নদী শাসনের কাজ পায় কোন প্রতিষ্ঠান?
উত্তর: নদী শাসনের কাজ পায়: চীনের সিনোহাইড্রো কর্পোরেশন।
৮৬.) নতুন তৈরি পদ্মা সেতুর শেপ হবে কোন আকৃতির?
উত্তর: শেপ হবে: ইংরেজি ‘S’ আকৃতির।
৮৮.) নতুন তৈরি পদ্মা সেতুতে ব্যায় হচ্ছে কত টাকা?
উত্তর: দ্মা সেতুতে ব্যায় হচ্ছে: ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
৮৯.) নতুন তৈরি পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এই গুজবটি কবে উঠে?
উত্তর: গুজবটি: জুলাই, ২০১৯ ইং।
৯০.) নতুন তৈরি পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাসের নাম কি?
উত্তর: সামরিক সেনানিবাস: পদ্মা সেনানিবাস।
৯১.) নতুন তৈরি পদ্মা সেতুর প্রয়োজনে কি পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়?
উত্তর: জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর।
৯২.) নতুন তৈরি পদ্মা সেতু বিশ্বের কততম দীর্ঘতম সেতু।
উত্তর: দীর্ঘতম সেতু: ১১তম দীর্ঘতম সেতু ARN WITH।
জনপ্রিয় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
৯৪.) নতুন তৈরি পদ্মা সেতু চুক্তি স্বাক্ষরের তারিখ কত?
উত্তর: পদ্মা সেতু চুক্তি স্বাক্ষর: ১৭ জুন, ২০১৪।
৯৫.) নতুন তৈরি পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা কত?
উত্তর: ভূমিকম্প সহনশীল মাত্রা: ৯।
৯৭.) নতুন তৈরি মূল সেতুসহ শুরু থেকে শেষ পর্যন্ত সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: সেতুর দৈর্ঘ্য: ৯ কি.মি. (মূল সেতু ৬.১৫ কি.মি.)
৯৯.) নতুন তৈরি পদ্মা সেতুর তদারকির দায়িত্বে রয়েছে কারা?
উত্তর: তদারকির দায়িত্বে কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী।
১০০.) নতুন তৈরি পদ্মা সেতুর আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর?
উত্তর: আয়ুষ্কাল: ১০০ বছর।
১০১.) নতুন তৈরি পদ্মা সেতুতে কয় লেনের সড়ক থাকবে?
উত্তর: পদ্মা সেতুতে লেনের সড়ক: চার লেনের।
১০২.) নতুন তৈরি পদ্মা সেতুর সংযোগ সড়কগুলোর নাম কি?
উত্তর: সংযোগ সড়কগুলোর নাম জাজিরা ও মাওয়া।
১০৩.) নতুন তৈরি পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কি.মি.
উত্তর: সংযোগ সড়ক ১৪ কি.মি.।
১০৪.) নতুন তৈরি পদ্মা সেতুর দুই পাড়ে নদী শাসন কত কি.মি. হয়েছে?
উত্তর: নদী শাসন ১২ কি.মি.।
১০৫.) নতুন তৈরি সেতুটি নির্মিত হলে মোট জিডিপি কত শতাংশ বৃদ্ধি পাবে?
উত্তর: মোট জিডিপি ১.২৩ শতাংশ।
১০৬.) নতুন তৈরি পদ্মা সেতুর স্প্যান বহনকারী জাহাজের নাম কি?
উত্তর: স্প্যান বহনকারী জাহাজ ‘তিয়ান ই’।
১০৭.) ‘তিয়ান ই’এর ধারণ ক্ষমতা কত?
উত্তর: ‘তিয়ান ই’এর ধারণ ক্ষমতা ৩,৬০০ টন।
১০৮.) টোল আদায় করে ব্যায় উঠাতে কত বছর সময় লাগবে?
উত্তর: ব্যায় উঠাতে ৩৫ বছর।
১০৯.) মূল সেতু সহ শুরু থেকে শেষ পর্যন্ত সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: দৈর্ঘ্য ৯ কিমি (মূল সেতু ৬.১৫)।
১১০.) নতুন তৈরি পদ্মা সেতু তদারকির দায়িত্বে রয়েছে?
উত্তর: তদারকির দায়িত্বে কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী।
আরও পড়ুন: বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?