পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (৪০টি গুরুত্বপূর্ণ কুইজ, বিতর্ক এবং প্রতিযোগিতা)

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (৪০+) প্রশ্ন এবং উত্তর সহজ ভাষার নিচে উল্লেখ করা হলো:

১.) পদ্মা সেতুর রিয়েল বা মূল নাম কি?

উত্তর: পদ্মা সেতুর রিয়েল বা মূল নাম হলো: পদ্মা বহুমুখী সেতু।

২.) পদ্মা সেতু তৈরি প্রকল্পটির নাম কি?

উত্তর: প্রকল্পের নাম হলো বহুমুখী প্রকল্প (প্রথমে পদ্মা হবে)।

৩.) পদ্মা সেতু নির্মাণ কারি প্রতিষ্ঠানের নাম কি?

উত্তর: China Major Bridge Engineering Construction Company Limited.

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

৪.) পদ্মা সেতু নির্মাণে নকশা বা ডিজাইন তৈরি করেন কোন প্রতিষ্ঠান?

উত্তর: পদ্মা সেতু নির্মাণে নকশা বা ডিজাইন তৈরি করেন AECOM কোম্পানি।

৫.) পদ্মা সেতু প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয় কবে?

উত্তর: পদ্মা সেতু প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয় সাত ডিসেম্বর দুই হাজার চৌদ্দ সালে।

৬.) পদ্মা সেতু প্রকল্পটির রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা করবেন কে?

উত্তর: পদ্মা সাথে প্রকল্পটির রক্ষণাবেক্ষণ করবেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

৭.) পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত উপকরণ গুলোর নাম কি কি?

উত্তর: পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত উপকরণ গুলো হলো কংক্রিট এবং স্টিল।

৮.) পদ্মা সেতু প্রকল্পটির কাজ শেষ হয় কত সালে?

উত্তর: পদ্মা সেতু প্রকল্পটির কাজের শেষ হয় ২৩ জুন ২০২২ সালে।

৯.) পদ্মা সেতু প্রকল্পটি কত সালে উদ্বোধন করা হয়?

উত্তর: পদ্মা সেতু প্রকল্পটি ২৫ জুন ২০০২ সালে উদ্বোধন করা হয় (অর্থাৎ দুইদিন পর)।

১০.) পদ্মা সেতু প্রকল্পটি কে উদ্বোধন করেন?

উত্তর: পদ্মা সেতু প্রকল্পটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

১১.) কত তারিখ হতে এই সড়কটির যোগাযোগ ব্যবস্থা শুরু করা হয়?

উত্তর: ২৬ জুন হতে এই সড়কটির যোগাযোগ ব্যবস্থা ও ব্যবহার শুরু হয়।

পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ কুইজ সমূহ সম্পর্কে সাধারণ জ্ঞান

১২.) কত সালে এই সেতুটি তৈরি করার জন্য বাংলাদেশ সরকার চুক্তিবদ্ধ হন?

উত্তর: সতেরই জুন ২০১৪ সালে পদ্মা বহুমুখী সেতুটি নির্মাণের জন্য বাংলাদেশ সরকার চায়নার রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং নির্মাণ কাজ চালু করার উদ্যোগ নিয়েছিলেন।

১৩.) পদ্মা সেতু কোথায় অবস্থিত?

উত্তর: এই বৃহৎ সেতুটি বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী পদ্মা নদীর উপরে অবস্থিত।

১৪.) পদ্মা সেতুর মোট কত কিলোমিটার, কত মাইল এবং কত ফুট

উত্তর: পদ্মা সেতুটির মোট দৈর্ঘ্য ৬. ১৫ কিলোমিটার এবং ৩.৮২ মাইল এবং ২০ হাজার ১৮০ ফুট।

১৫.) পদ্মা সেতুর মোট প্রস্থ কত মিটার (ফুটে তা প্রকাশ কর)

উত্তর: পদ্মা সেতুর মোট প্রশ্ন হচ্ছে ২২.৫ মিটার, ফুটে প্রকাশ করলে তারা ৭৪ ফুট।

১৬.) পদ্মা সেতুর ফলে বাংলাদেশের মোট কয়টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে?

উত্তর: দক্ষিণ-পশ্চিমবঙ্গের মোট ২৯ জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে।

১৭.) পদ্মা সেতুর ভায়াডাক্ত কত কিলোমিটার?

উত্তর: পদ্মা সেতুর ভায়াডাক্ত 1.18 কিলোমিটার।

১৮.) পদ্মা সেতুর ভায়াডাক্ত পিলার আছে কতটি?

উত্তর: পদ্মা সেতুর ভায়াডাক্ত পিলার আছে ৮১ টি।

১৯.) পদ্মা সেতুতে ব্যবহৃত স্প্যান সংখ্যা কতটি?

উত্তর: পদ্মা সেতুতে ব্যবহৃত স্প্যান সংখ্যা মোট ৪১টি (একচল্লিশটি)।

পদ্মা নদীতে ব্যবহৃত উপকরণগুলো নিয়ে সাধারণ জ্ঞান

২০.) পদ্মা সেতুতে ব্যবহৃত স্প্যান সর্বপ্রথম কবে বসানো হয়?

উত্তর: পদ্মা সেতুতে ব্যবহৃত স্প্যান সর্বপ্রথম বসানো হয় ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে।

২১.) পদ্মা সেতুর সর্বশেষ বা একচল্লিশ তম স্প্যান কবে বসানো হয়?

উত্তর: পদ্মা সেতুতে ব্যবহৃত সর্বশেষ  স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে।

২২.) পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বা একচল্লিশ তম স্প্যানটি কত নম্বর পিলারের উপর বসানো হয়েছিল?

উত্তর: বারো এবং তেরো নম্বর পিলারের উপর সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছিল।

২৩.) পদ্মা সেতুতে ব্যবহৃত প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত?

উত্তর: প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) মিটার।

২৪.) পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি কয়টার সময় বসানো হয়েছিল?

উত্তর: পদ্মা সেতুতে ব্যবহৃত সর্বশেষ  স্প্যানটি বসানো হয় দুপুর বারোটা দুই মিনিটে।

২৫.) পদ্মা সেতুর প্রথম স্প্যানটি কত নম্বর পিলারের উপর বসানো হয়েছিল?

উত্তর: পদ্মা সেতুর প্রথম স্প্যানটি সাইত্রিশ এবং আটত্রিশ নম্বর পিলারের উপর বসানো হয়েছিল।

২৬.) পদ্মা সেতুর ওপার ভিত্তি করে তৈরি কৃত সরকারি ওয়েবসাইটের নাম কি?

উত্তর: http://padmabridge.gov.bd/

২৭.) পদ্মা সেতুতে ব্যবহৃত মোট ৪১টি স্প্যান বসাতে মোট কত দিন সময় লেগেছে?

উত্তর: দুই মাস দশ দিন দিন সময় লেগেছে।

পদ্মা সেতুর অন্যান্য বিষয় নিয়ে সাধারণ জ্ঞান

২৮.) পদ্মার সাথে তার ব্যবহৃত প্রত্যেকটি স্প্যানের ওজন কত?

উত্তর: পদ্মার সাথে তার ব্যবহৃত প্রত্যেকটি স্প্যানের ওজন প্রায় ৩২০০ টন।

২৯.) পদ্মা নদীর পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ফুট?

উত্তর: উচ্চতা প্রায় ষাট ফুট।

৩০.) পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত করা হয়েছিল?

উত্তর: ৩৮৩ (তিনশত তিরাশি) ফুট করা হয়েছিল।

৩১.) পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং কতটি  করা হয়েছিল?

উত্তর: ৬ (ছয়টি)।

৩২.) পদ্মা সেতুতে ব্যবহৃত মোট পাইলিং সংখ্যা কতটি?

উত্তর: পদ্মা সেতুতে ব্যবহৃত মোট পাইলিং সংখ্যা: ৪১x৬ = ২৪৬টি।

৩৩.) পদ্মা সেতু তৈরিতে মোট পিলার সংখ্যা কতটি?

উত্তর: পদ্মা সেতু তৈরিতে মোট পিলার সংখ্যা ৪২টি (বিয়াল্লিশটি)।

৩৪.) পদ্মা সেতুতে কি কি ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে?

উত্তর: গ্যাস, বিদ্যুৎ, অপটিক্যাল লাইনের পরিবহনসহ যাতায়াত ব্যবস্থার সুযোগ সুবিধা।

৩৫.) পদ্মা সেতুতে রেল যোগাযোগ স্থাপনের জন্য রেলপথ কোথায় তৈরি করা হয়েছে?

উত্তর: পদ্মা সেতুর নিচতলায় রেল যাতায়াতের জন্য রেল লাইন তৈরি করা হয়েছে।

৩৬.) বাংলাদেশের দীর্ঘতম সেতু বা ব্রিজের নাম কি?

উত্তর: বাংলাদেশের দীর্ঘতম সেতু বা ব্রিজের নাম হল পদ্মা সেতু।

৩৭.) পদ্মা সেতুতে কত মিটার গভীর নদীর উপর অবস্থিত?

উত্তর: পদ্মা সেতুতে ১২০ মিটার মতান্তরে ৩৯০ ফুট গভীর নদীর উপর অবস্থিত।

৩৮.) পদ্মা সেতুটি কোন কোন জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে?

উত্তর: পদ্মা সেতুটি মুন্সীগঞ্জের সাথে শরীয়তপুর এবং মাদারীপুর এই দুইটি জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে।

৩৯.) পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেলওয়ে যাতায়াত শুরু হয় কবে?

উত্তর: পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেলওয়ে যাতায়াত শুরু হয় ৪ এপ্রিল ২০২৩ সালে।

৪০.) পদ্মা সেতুতে যাতায়াত করা প্রথম ট্রেনের চালকের নাম কি?

উত্তর: পদ্মা সেতুতে যাতায়াত করা প্রথম ট্রেনের চালকের নাম মোঃ রবিউল ইসলাম।

আরও পড়ুন: বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!