নাক দিয়ে রক্ত পড়ার কারণ নিয়ে অনেকেই জানার জন্য আগ্রহ পেশ করে থাকেন নাক দিয়ে রক্ত পড়ার পর। আপনার নাক দিয়ে যদি রক্ত বের হয় এবং আপনি যদি এর কারণ জানতে চান তাহলে অবশ্যই এখানে আমি কারণ উল্লেখ করবো রক্ত পড়ার।
বলতে গেলে এমন অনেক কারণ বলা যাবে যেগুলোর কারণে আমাদের নাক থেকে যেকোনো সময় রক্ত বের হতে পারে। তবে এমন কিছু বিশেষ কারণ রয়েছে যেগুলো প্রত্যেকটি মানুষের জন্য হয়ে থাকে মূল কারণ নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রে।
১০ টি উল্লেখযোগ্য নাক দিয়ে রক্ত পড়ার কারণ নিচে উল্লেখ করা হলো:
- উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার এর কারণে নাক দিয়ে রক্ত পড়ে।
- এলার্জির সমস্যা জনিত কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- নাক চুলকানোর বদ অভ্যাসের কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- বিভিন্ন প্রকার ছোট বড় আঘাতের কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- নাকে টিউমার জয়তের সমস্যার কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে।
- পলিপাস জনিত সমস্যার কারণে নাক থেকে রক্ত বের হতে পারে।
- মাদক সেবনের কারণেও নাক থেকে রক্তপাত দেখা দিতে পারে।
- বংশগত কিছু রক্ত ও সমস্যার কারণে নাকের রক্তপাত দেখা দিতে পারে।
- কিছু ইনফেকশন জনিত কারণ আপনার নাকের রক্তপাতের কারণ হতে পারে।
এগুলো হলো কিছু উল্লেখযোগ্য কারণ যেগুলোর জন্য আমাদের নাকে থেকে রক্ত বের হয়। তবে আপনি যদি অনুভব করেন যে আপনার রক্ত নাকের প্রথম অংশ থেকে বের হচ্ছে তাহলে চিন্তা করার কারণ নেই। নাকের প্রথম অংশ অর্থাৎ যে অংশটি অনেক বড় দেখতে পায় আমরা সে অংশটিকে বোঝানো হয়েছে।
যদি পিছনের অংশ থেকে রক্তপাত হয় তবে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা ভালো হবে।
নাকের পেছনের অংশ বলতে নাসারন্ধ্র কে বোঝানো হয়। চলুন এবার জেনে নেই নাক দিয়ে রক্ত পড়লে কি চিকিৎসা গ্রহণ করতে হবে।
নাক দিয়ে রক্ত পড়ার চিকিৎসা
আমরা তো জানলাম যে নাক দিয়ে রক্ত কেন পরে তার কিছু দায়ী কাজ তবে এখন আমাদেরকে উচিত হবে চিকিৎসা নেওয়া। তবে চিকিৎসা হিসেবে আপনি যদি ঘরোয়া চিকিৎসা নিতে চান তাহলে অবশ্যই আমি এখানে নাক দিয়ে রক্ত পড়ার সঠিক চিকিৎসা দেব।
উল্লেখযোগ্য কিছু চিকিৎসা নাক দিয়ে রক্ত পড়ার নিচে উল্লেখ করা হলো:
- নাক দিয়ে রক্তপাত ঘটলে প্রথমেই আপনাকে সোজা হওয়ায় দাঁড়াতে হবে।
- এরপর মাথাটা একটু নিচের দিকে করবেন এবং দুই আঙ্গুল দিয়ে নাক চেপে ধরবেন।
- এভাবে ১০ মিনিট চেপে ধরবেন এবং রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত মুখ দিয়ে শ্বাস নেবেন।
- রক্ত ব্লিডিং বন্ধ না হলে এক টুকরা বরফ নিয়ে নাকের উপরের অংশে চেপে ধরবেন।
- বরফের ঠান্ডার কারণে রক্তনালীর সংকুচিত হয় আপনার ব্লিডিং বন্ধ করে দিবে।
- এরপর এন্টাজল অথবা আফরিন যে সকল ড্রপ আছে সেগুলো দু’ফোঁটা করে নাকে দুই অংশে দিবেন।
এগুলো হলো নাক দিয়ে রক্ত পড়া কিছু চিকিৎসা এবং উপরে পূর্বে আমি নাক থেকে রক্তের কারণ উল্লেখ করেছি আপনি দেখে নেবেন। আশা করি আপনি পরিপূর্ণভাবে আপনার নাকের এই সমস্যার সম্পর্কে যথেষ্ট তথ্য সংগ্রহ করতে পেরেছেন এবং রক্ত পড়া বন্ধ করেছেন নাকের।
শেষ কথা:
নাকে দিয়ে রক্ত পড়ার কারণ এবং নাকে দিয়ে রক্ত পড়ার সঠিক চিকিৎসা আমরা এখানে প্রদান করেছি আপনাকে। আপনার যদি নাক দিয়ে রক্ত পড়ার মত কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পোস্টটি আপনার নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করবে।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বন্ধ করবে, আসলে আমাদের তথ্যগুলো পাওয়া অনুযায়ী আপনাকে যত্ন নিতে হবে নাকের।
যখন আপনি এমনটি করবেন দেখা যাবে খুবই সহজে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে এবং নাক ঠিক হয়ে গেছে।
তবে কথা হচ্ছে যদি আপনার নাকে দিয়ে রক্ত কোন আঘাত জনিত কারণে পড়ে থাকে তাহলে কি করতে হবে। আসলে আঘাত ও জনিত কারণে যদি নাক দিয়ে রক্ত বের হয় তাহলে এক্ষেত্রে কিছু করণীয় করতে হবে না বরং কিছুদিন পর নাক নিজেই ঠিক হবে।
তবে যদি লক্ষ্য করা যায় যে অধিক এক হাতের ফলে নাকের হাড় ভেঙ্গে গেছে তাহলে সেটির চিকিৎসা নিতে হবে।
আর এক্ষেত্রে আপনাকে নাকের ব্যান্ডেজ করাতে হতে পারে এবং সেই সাথে ঔষধ নিতে হতে পারে নাক থেকে রক্ত বন্ধ করার।
আরও পড়ুন: জিহ্বার গোড়ায় গোটা কেন হয়?